বিকাশ থেকে লোন নিবেন যেভাবে ২০২৫ | Bkash loan

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে কোন প্রকারের ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার বিকাশ থেকে লোন নিতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

বিকাশ থেকে লোন নেওয়ার সহজ উপায়

বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Play store ওপেন করুন এবং সার্চ অপশনে bkash লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট আসা বিকাশ অ্যাপসটি ইন্সটল করুন।

বিকাশ থেকে লোন

বিকাশ অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। এখন আপনার যদি আগে থেকে বিকাশ একাউন্ট থেকে থাকে। তাহলে আপনার একাউন্টে ‘লগইন’ করুন। আর যদি বিকাশ একাউন্ট না থাকে। তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়।

বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম

বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন। তাহলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। যেমন:

  1. লগইন/রেজিস্ট্রেশন
  2. বিকাশ নাম্বার পরিবর্তন এবং
  3. বিকাশ অ্যাপ ঘুরে দেখুন

তাহলে বিকাশ একাউন্ট তৈরি করার জন্য ‘লগইন/রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন। ‌ তারপর পরবর্তী অপশনে আপনি যে নম্বর ব্যবহার করে। বিকাশ একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই বিকাশ নম্বরটি লিখুন এবং নিচে থেকে পরবর্তী লেখার পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন। ‌ তাহলে পরবর্তী অপশনে বিভিন্ন ধরনের অপারেটর চলে আসবে। যেমন:

  • Grameenphone
  • Airtel
  • Banglalink
  • Robi
  • Skitto and
  • Teletalk

এখন আপনি যে নম্বরে বিকাশ একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই নম্বরের অপারেটর সিলেক্ট করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে দিন এবং নিশ্চিত করুন অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বিকাশের বেশ কয়েকটি শর্তাবলী দেখতে পাবেন।

আরোও পড়ুন: টাকা ইনকাম করার নতুন অ্যাপ। প্রতিদিন ইনকাম করুন ২০২৫

তাহলে আপনি সেখান থেকে শর্তাবলী গুলো ভালোভাবে পড়ুন এবং নিচে থেকে ‘আমার সম্মতি আছে’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

বিকাশ থেকে লোন

এখানে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। তাহলে ‘এনআইডি এর ছবি তুলুন’ অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। এখন প্রথমেই আপনাকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পাঠের ছবি আপলোড করতে হবে।

তাহলে ‘ক্যামেরা আইকনে’ ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পাঠের ছবি তুলুন এবং নিচে থেকে ‘সাবমিট’ লেখাটিতে ক্লিক করুন। একইভাবে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ব্যাক পাঠের ছবি তুলুন এবং নিচে থেকে‘সাবমিট’ লেখাটিতে ক্লিক করুন।

তাহলে পরবর্তী অপশনে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন গুলো চলে আসবে। ‌এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন এবং পরবর্তী লেখার পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। ‌তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বিকাশ থেকে লোন

 

বিকাশে একাউন্ট তৈরি করার জন্য আপনাকে আরোও বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন:

  • লিঙ্গ
  • আয়ের উৎস
  • আনুমানিক মাসিক আয় এবং
  • পেশা

তাহলে প্রথমেই আপনার লিঙ্গ, আয়ের উৎস এবং আনুমানিক মাসিক আয় সিলেক্ট করুন। ‌তারপর আপনার পেশা নির্বাচন করুন। ‌এখন সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে পরবর্তী অপশনের পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন। এখন আপনাকে বিকাশে একাউন্ট তৈরি করার জন্য ছবি তুলতে হবে।

বিকাশ থেকে লোন

এখন ছবি আপলোড করার জন্য নিচে থেকে ছবি তুলুন লেখার পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন আপনি স্পষ্টভাবে আপনার একটি ছবি তুলুন এবং নিচে থেকে ‘নিশ্চিত করুন’ লেখার পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘তথ্য সাবমিট করা হয়েছে’ অপশনের নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে
  2. ভেরিফিকেশন চলছে এবং
  3. কনফার্ম এর এসএমএস পেলে পিন সেট করে লগইন করুন

এখন আপনাকে আপনার বিকাশ একাউন্টে নতুন পিন সেট করতে হবে। তাহলে নতুন পিন সেট করার জন্য নিচে থেকে ‘নতুন পিন সেট করুন’ লেখার পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন। তাহলে আপনি নিচে থেকে পরবর্তী লেখার পাশে থেকে ‘তীর চিহ্ন’ ক্লিক করুন।

আরোও পড়ুন: TikTok থেকে ইনকাম করার উপায় ২০২৫

এখন আপনার মোবাইল নম্বরে আবারোও একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে দিন এবং ‘নিশ্চিত করুন’ লেখার পাশে থেকে ‘তীর চিহ্ন’ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পিন সেট করতে হবে।

বিকাশ থেকে লোন

এখানে আপনাকে একটি 5 ডিজিটের পিন সেট করতে হবে। তাহলে ‘নতুন বিকাশ পিন’ অপশনে আপনার পছন্দ অনুযায়ী পিন নম্বর লিখুন। তারপরে নিচে ‘নতুন বিকাশ পিন কনফার্ম করুন’ অপশনে একই পিন নম্বর বসিয়ে দিন এবং নিচে থেকে নিশ্চিত করুন লেখার পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন।

তাহলে আপনার বিকাশ একাউন্টে আপনার পিন নম্বর সেট হয়ে যাবে এবং আপনার বিকাশে একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে। এখন আপনি চাইলেই আপনার বিকাশ একাউন্ট থেকে লোন নিতে পারবেন। ‌

বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম

বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমেই আপনার বিকাশ একাউন্টে ‘লগইন’ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বিকাশ থেকে লোন

বিকাশ থেকে লোন নেওয়ার জন্য ‘লোন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনি কত টাকা বিকাশ থেকে লোন নিতে পারবেন সেটি দেখতে পাবেন। এখন আপনি নিচে থেকে ‘লোন নিন’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে।

অর্থাৎ, বিকাশে থেকে লোন দেওয়ার উপর নির্ভর করে আপনাকে এমাউন্ট সিলেক্ট করতে হবে। ‌তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অ্যামাউন্ট সিলেক্ট করুন। এখন লোনের পরিমাণ টাকা সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনের পাশে থেকে ‘তীর চিহ্নে’ ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনার লোনের কিস্তি তারিখ, ব্যাংকের প্রসেসিং ফ্রি এবং প্রাপ্ত এমাউন্ট ইত্যাদি তথ্য দেখতে পাবেন। তাছাড়াও আপনার লোনের কিস্তি তারিখ দেখতে পাবেন।

বিকাশ থেকে লোন

এখন আপনার একাউন্টে যদি পরবর্তী মাস থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে থাকে। তাহলে অটোমেটিক বিকাশ আপনার একাউন্ট থেকে লোনের টাকা কেটে নেবে। তাই আপনাকে অবশ্যই প্রত্যেক মাসের লোন পরিশোধের পূর্বে একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে।

এখন আপনি নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাবেন। এখন টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে পড়ে নিন। তারপর সম্মতি দিন অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ পিন নম্বর দিতে বলা হবে।

বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink এর সকল কোড)

এখন পিন নম্বরটি বসিয়ে ‘পিন কনফার্ম করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। এখন সেখানে ‘ট্যাপ করে ধরুন’। তাহলে আপনার লোনটি সফলভাবে আপনার একাউন্টে যোগ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে খুব সহজেই বিকাশ থেকে যেকোন প্রয়োজনের লোন নিতে পারবেন।

আর যারা লোন পাচ্ছেন না। তারা লোন পাওয়ার জন্য নিজের তথ্যকে আপডেট রাখুন এবং সক্রিয়ভাবে লেনদেন করুন। তারপর বিকাশ ড্যাশবোর্ড থেকে উপরের ডান পাশের বিকাশ লোগোতে ক্লিক করে নমিনির তথ্য দিয়ে দিন।

মূলত যে সব একাউন্টে নিয়মিত লেনদেন হয় না বা দীর্ঘদিন লেনদেন সক্রিয় থাকে না। সেই সব একাউন্টে বিকাশ লোন সার্ভিস প্রদান করে না। তাই বিকাশ থেকে লোন নেওয়ার জন্য নিয়মিত বিকাশ ব্যবহার করুন। আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে আপনাকে বিকাশ কত টাকা লোন দিবে। এটি কারো কারো ক্ষেত্রে ১০০০ আবার কারো কারো ক্ষেত্রে ২০,০০০ পর্যন্ত হতে পারে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ থেকে লোন নিবেন। তাছাড়া ও বিকাশ থেকে আপনাকে সর্বোচ্চ কত টাকা বিকাশ থেকে লোন প্রদান করবে ইত্যাদি সম্পর্কে। ‌এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading