মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিপুল সংক্ষক লোক সৌদি আরবে যাচ্ছেন বিভিন্ন কাজের খোঁজে। এবং সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে রেমিডিয়েন্স অথবা অর্থ পাঠান। আপনারা অনেকেই জানেন সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করার আগেই মেডিকেল করতে হয়।
এখন আপনি মেডিকেল করার পরে অনেক সময় এসএমএসের মাধ্যমে মেডিকেলের রিপোর্ট জানানো হয়। কিন্তু অনেক সময় ভুলবশত আপনার মেডিকেলে রিপোর্টটি এসএমএসের মাধ্যমে আসেনি। যার কারনে আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েন। আজকের পোস্টে আমরা আলোচনা করব। কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মেডিকেলের রিপোর্ট চেক করতে হয়।
মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায় wafid.com। তারপর Nationality ও Passport No দিয়ে যেকোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এই ওয়েবসাইটটি দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট , ওমান মেডিকেল রিপোর্ট, বাহরাইন মেডিকেল এবং কুয়েত ও কাতার সহ মোট ৭টি দেশের মেডিকেল রিপোর্ট চেক করা যাবে। নিম্নে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম বিস্তারিত
মেডিকেল রিপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনার পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে। এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট নম্বর দিয়ে আপনার মেডিকেলে রিপোর্ট চেক করতে পারবেন। মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকার যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে wafid.com লিখে সার্চ করুন।
আরোও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করার নিয়ম।
এখন সার্চ রেজাল্টে আসা wafid.com ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Passport no
- Nationality
উপর থাকা ‘Passport no’ অপশনে আপনার পাসপোর্টে থাকা নম্বরটি বসিয়ে দিন এবং Nationality (বাংলাদেশ/ইন্ডিয়া) সিলেক্ট করে check অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মেডিকেল রিপোর্টটি চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করা ছাড়াও আরোও সাতটি দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। যেমন:
- Bahrain
- Kuwait
- Oman
- Qatar
- Saudi Arabia
- UAE
- Yemen
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সেই সাথে মেডিকেলে রিপোর্টগুলো আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। আপনারা যারা উপরে উল্লেখিত সাতটি দেশে যেটে ইচ্ছুক তারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
উদাহরণস্বরূপ, আপনি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য Passport no এবং Nationality সিলেক্ট করুন এবং নিচে থেকে check অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মেডিকেল রিপোর্টটি পিডিএফ আকারে চলে আসবে।
এখন আপনি একটু স্ক্রোল করে নিচে নামলে আপনার মেডিকেল রিপোর্টটি ওপেন হবে এবং সেখানে fit না unfit সেটি দেখতে পাবেন। এখন আপনি উপরে pdf নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার যদি pdf ডাউনলোড করার অপশন না আসে তাহলে pdf অপশনে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এখন ফাইলটি ওপেন করলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে। যেমন:
- Name
- Age
- Medical last at
- Medical date
- Medical exam centre ইত্যাদি।
আপনারা যারা সৌদি আরবে ভিসার জন্য আবেদন করেছেন। তারা চাইলেই এই পদ্ধতি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
ওমান মেডিকেল রিপোর্ট চেক
ওমান মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ওমান যেতে চাচ্ছেন। এখন ওমানে ভিসা পাওয়ার জন্য আপনাকে মেডিকেল ফিট হতে হবে। কিন্তু আপনি সঠিকভাবে জানেন না কিভাবে অনলাইনের মাধ্যমে ওমানের মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের পোস্টে।
ওমান মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকার যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে v2 gcchmc লিখে সার্চ করুন।
তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান থেকে 3ডট অপশনে ক্লিক করুন। তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Home
- GHC Accreditation
- Print GCC slip
- Medical centers
- Check status
- FAQ
- Rules and regulations
- Guidelines
- Login
এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলো থেকে ‘Check status’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Check candidate status
- Membership certificate
এখন আপনি ‘Check candidate status’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Passport no
- Nationality এবং
- Captcha
এখানে আপনি যে পাসপোর্ট নম্বর দিয়ে মেডিকেল করেছেন সেই পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিন। তারপর Nationality এবং Captcha সিলেক্ট করে নিচে থেকে generate অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মেডিকেল রিপোর্ট আপনার সামনে চলে আসবে এবং সেখানে আপনার ওমান মেডিকেল রিপোর্ট চেকের সকল ডকুমেন্ট দেখতে পাবেন।
তাছাড়া ও আপনি fit অথবা unfit সেটিও দেখতে পারবেন। এখন ওমান মেডিকেল চেক ডাউনলোড করার জন্য নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Pdf এবং
এখানে আপনি দুই ভাবে ওমান মেডিকেল চেক রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী ওমান মেডিকেল চেক রিপোর্ট ডাউনলোড করুন। উদাহরণস্বরূপ, pdf আকারে ডাউনলোড করার জন্য pdf অপশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
এখন ফাইল ডাউনলোড করা হয়ে গেলে ভিতরে প্রবেশ করুন। এটাই মুলত আপনার ওমান মেডিকেল চেক। এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই ওমান মেডিকেল চেক করতে পারবেন।
মালয়েশিয়ায় মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়ায় ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। মালয়েশিয়ায় যাওয়ার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল চান্স পেতে হবে। এখন আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আপনার মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট fit নাকি unfit এসেছে।
মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযুক্ত চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে fomema check myimms লিখে সার্চ করুন।
এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এখন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
যেমন: প্রথম বক্সে আপনার Passport No, দ্বিতীয় বক্সে Warganegara (মালয়েশিয়া শব্দ) অর্থাৎ জাতীয়তা। দুটি তথ্য সঠিকভাবে পূরণ করার পর ‘Carian’ লেখার উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনলাইনকৃত মালয়েশিয়া মেডিকেল রেপোর্টটি দেখতে পাবেন।
এভাবে আপনি চাইলে হাতা থাকা ফোন দিয়ে খুব সহজে যেকোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
[…] আরোও পড়ুন: মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম […]