মহার্ঘ ভাতা কি? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ ২০২৫

মহার্ঘ ভাতা কি? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ? কোন ক্যাটাগোরির কর্মচারীরা এই ভাতা পাবেন? কত বছরের জন্য মহার্ঘ ভাতা পাওয়া যাবে? মহার্ঘ ভাতা ও পেনশন এর মধ্যে পার্থক্য কি? এই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোষ্টে।

 

মহার্ঘ ভাতা কি?

মহার্ঘ ভাতা বা (Dearness Allowance) হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি সঙ্গে জীবন যাপনের খরচ কুলিয়ে ওঠার জন্য রাষ্ট্র কর্তৃক যে বিশেষ ভাতা দেওয়া হয়। তাই মহার্ঘ ভাতা বা Dearness Allowance নামে পরিচিত।

যা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশের সাথে অতিরিক্ত যুক্ত হবে। মহার্ঘ ভাতার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পাবে।

 

কোন ক্যাটাগোরির কর্মচারীরা এই ভাতা পাবেন

অন্তবর্তী কালীন সরকারের শপথ গ্রহণের পর বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা করা হয়। যার মধ্যে মহার্ঘ ভাতা অন্যতম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সর্বপ্রথম ২০১৩ সাল থেকে দেওয়া শুরু হয়। তারপর কালক্রমে তা কিছুটা যেতে বসলেও ২০২৫ সালে এসে আবারও নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী কালীন সরকার। কিন্তু কারা পাবেন এই ভাতা?

দেশ রূপান্তর এর এক প্রতিবেদনে বলা হয় সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে অবসরে থাকাকালীন পেনশন ভুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও পাবেন এই সুবিধা।

আরোও পড়ুন: নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৫ | Notun Voter

পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত থাকবে। তবে এর দুটি আলাদা আলাদা ধাপ হতে পারে। যেমন: সরকারি কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে।

মহার্ঘ ভাতা বিষয়ক এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়েরর জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানান ‘আমি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা সময় সাপেক্ষ তাই অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমিও আছি। আমরা আগামী সপ্তাহে এটি নিয়ে প্রথম সভা করব।

 

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ?

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত দৈনিক ইত্তেফাক এর এক প্রতিবেদন সুত্রে জানা যায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২৫% শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যার ফলে সরকারি বেতন ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ৪০০০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী বন্টন করা হবে মহার্ঘ ভাতা। সরকারি কর্মকর্তাদের চেয়ে সরকারি কর্মচারীরা তুলনামূলক ভাবে বেশি পাবেন এই ভাতা।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব চূড়ান্ত করেছেন। যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার নিকট পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ‘ ১ থেকে ৩ নম্বর গ্রেডে চাকরিজীবীদের মূল বেতনের সঙ্গে ১০% শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে।

৪ থেকে ১০ নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ২০% শতাংশ এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডের চাকরিজীবীরা ২৫% শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এই ভাতার অন্তর্ভুক্ত হবে অবসরপ্রাপ্ত পেনশন ভোগী কর্মকর্ত-কর্মচারীরাও।

এতে করে সকল সরকারি কর্মচারীরা সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন। বেতন স্কেলের পার্থক্য থাকলেও ৪,০০০ টাকার কম পাবেন না কেউই। তবে এই ভাতা কার্যকর হলে পূর্ববর্তী সরকারের দেওয়া ৫% শতাংশের বিশেষ প্রণোদন সুবিধাটি বাতিল করা হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় আরোও জানায় সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মাসিক বেতনের সাথে এই ভাতা কার্যকর হবে। তবে অর্থের যোগানদানের ক্ষেত্রে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে এনে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন এ পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা করেছি। সেখানে বলা হয়েছে এবারে যারা আবসরে গিয়ে পেনশন পাচ্ছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেওয়া হবে।

তিনি আরোও জানান, সরকারী কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। এর পর থেকে নিত্যপ্রয়োজনী দাম বাড়লেও তাদের বেতন বৃদ্ধি পায় নি। তাদের কথা বিবেচনায় রেখে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাধারণত, ৫ বছর পর পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল দেওয়া হয়। কিন্তু অর্থ নৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০১৫ সাল থেকে নতুন কোন পে-স্কেল দেওয়া হয়নি। যার ফল নতুন পে-স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা।

 

পেনশন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য কি?

পেনশনভাতা বা অবসরভাতা হলো এমন একটি তহবিল ব্যবস্থা যেটি কর্মীর চাকরিতে থাকাকালীন সময়ে কিছু সংখ্যক অর্থ বেসিক সেলারির উপর ভিত্তি করে আলাদা করে যোগ করা হয়। যা কর্মীর অবসর গ্রহণের পর সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রদান করা হয় যা পেনশন হিসেবে পরিচিত।

অন্যদিক মহার্ঘ ভাতা হলো: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি সঙ্গে জীবন যাপনের খরচ কুলিয়ে ওঠার জন্য সরকার কর্তৃক যে বিশেষ ভাতা সুবিধা দেওয়া হয় তাই মহার্ঘ ভাতা নামে পরিচিত।

আশা করি, আর্টিকেলটি পড়ে মহার্ঘ ভাতা কি, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ, কোন ক্যাটাগোরির কর্মচারীরা এই ভাতা পাবেন, কত বছরের জন্য মহার্ঘ ভাতা পাওয়া যাবে, মহার্ঘ ভাতা ও পেনশন এর মধ্যে পার্থক্য কি এ সব বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading