আজ মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫। আজকের নামাজের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানুন বঙ্গভাষা ওয়েবসাইটে। আজ আরবি ২০ই শাবান, ১৪৪৬ হিজরি। বাংলায় ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ অর্থাৎ ১৯ই ফেব্রুয়ারি ২০২৫ ইং আজকের নামাজের সময়সূচী নিম্ন তুলে ধরা হলো।
আজকের নামাজের সময়সূচী
©This widget is copyrighted by Bongovasha & Developed by MRSD
আজকের নামাজের সময়সূচী ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের নামাজের সময়সূচী অনুযায়ী আজকের ফজরের নামাজ শুরু হবে ভোর ৫:১৩ মিনিট, যোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২:১২ মিনিট, আসরের ওয়াক্ত শুরু হবে বিকেল ৪:১৯ মিনিট, মাগরিবের নামাজ শুরু হবে সন্ধ্যা ৫:৫৬ মিনিট এবং এশার ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৭:১২ মিনিট।
ফজর নামাজ
৫:১৩
আজকের ফজরের নামাজ শুরু হবে ভোর ৫:১৩ মিনিট এবং ফজরের ওয়াক্ত শেষ হবে ভোর ৬:২৮ মিনিট।
সূর্যোদয়
৬:২৯
বাংলাদেশে আজকের সূর্যোদয় হবে সকাল ৬:২৯ মিনিট এবং সূর্যাস্ত হবে ৫:৫৫ pm
যোহর নামাজ
১২:১২
আজকের যোহরের নামাজ শুরু হবে দুপুর ১২:১২ মিনিট এবং জোহরের ওয়াক্ত শেষ হবে বিকেল ৪:১৮ মিনিট
আসর নামাজ
৪:১৯
আজকের আসরের নামাজ শুরু হবে বিকেল ৪:১৯ মিনিট এবং আসরের ওয়াক্ত শেষ হবে বিকেল ৫:৫৫ মিনিট।
মাগরিব নামাজ
৫:৫৬
আজকের মাগরিবের নামাজ শুরু হবে সন্ধ্যা ৫:৫৬ মিনিট এবং মাগরিবের ওয়াক্ত শেষ হবে সন্ধ্যা ৭:১১ মিনিট।
এশা নামাজ
৭:১২
আজকের এশার নামাজ শুরু হবে সন্ধ্যা ৭:১২ মিনিট এবং এশার ওয়াক্ত শেষ হবে ভোর ৬:১২ মিনিট। সাধারণত, হানাফী মাযহাব অনুসারে এশার নামাজের সময় সুবহে সাদিকের আগ পর্যন্ত বিদ্যমান থাকে। তবে মধ্য রাতের আগেই আদায় করা উত্তম।
তাহাজ্জুদ নামাজের সময়সূচী
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি অতিরিক্ত ইবাদত হিসেবে তাহাজ্জুদ নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জ নামাজ পড়ার চেষ্টা করতেন এবং অন্যদেরও তা করার নির্দেশ দিতেন। কেননা তাহাজ্জুদ নামাজের বিশেষ ফজিলত রয়েছে। নিম্নে তাহাজ্জুদ নামাজের সময় উল্লেখ করা হলো।
সাধারণত, বিভিন্ন হাদিসের বিবৃতি থেকে জানা যায় এশার নামাজের পরপরই তাহাজ্জুদের সময় শুরু হয়। এবং রাতের শেষভাগ অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত এ সময় গণনা করা হয়। তবে তাহাজ্জুদনামাজের সর্বোত্তম সময় হলো রাতের শেষ অংশ।
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যে রাতের শেষভাগে তাহাজ্জুদ আদায়ের আশঙ্কা করে সে যেন রাতের প্রথম ভাগে বিতর নামাজ পড়ে নেয়”। (মুসলিম, হাদিস : ৭৫৫) সুতরাং হাদিসের আলোকে আজকের তাহাজ্জুদ নামাজের সময়:
তাহাজ্জুদ
৩:৪৪
আজকের তাহাজ্জুদ নামাজের সময় শুরু হবে ৩:৪৪ মিনিট এবং তাহাজ্জুদ নামাজের সময় শেষ হবে ভোর ৫:১৪ মিনিট।
আজকের নামাজের সময়সূচী নিয়ে বিশেষ দ্রষ্টব্য
আজকের নামাজের সময়সূচী সঠিকভাবে দেখার জন্য ফোনের ভিপিএন বন্ধ রাখুন। আপনি যদি অন্য কোন দেশের নামাজের সময়সূচী জানতে চান। তাহলে আজকের নামাজের সময়সূচী তালিকা থেকে আপনার দেশ ও শহর নির্বাচন করুন।
আর আপনি যদি অন্য কোন শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ডিফল্ট শহর ‘ঢাকা’ পরিবর্তন করে আপনার জেলা নির্বাচন করুন। এই নামাজের সময়সূচী টি হানাফী মাযহাব অনুসারে তুলে ধরা হয়েছে। আপনি যদি অন্য মাযহাবের হয়ে থাকেন তাহলে আপনার নামাজের সময়সূচী কিছুটা ভিন্ন হবে।
পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব
ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো নামাজ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এছাড়াও হাদিসে এবং কোরআনে অসংখ্য বার নামাজের কথা উল্লেখ আছে। আল্লাহতালা নামাজ আদায়ের পাশাপাশি তা সমাজ ও রাষ্ট্রে কায়েম করা জন্যও নির্দেশ দিয়েছেন।
আরোও পড়ুন: ৫০০০+ ছেল ও মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
যারা আল্লাহর নির্দেশে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আর যারা আল্লাহর এই পবিত্র বিধানকে অস্বীকার করছে তাদের জন্য ভয়াবহ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত। ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।