৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৩টি স্মার্টফোন ইন বাংলাদেশ

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা সবচেয়ে কম দামে একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য আজকের পোস্টটি।

এ পোস্টে আমরা মাত্র ৮০০০ টাকায় ৬৪ জিবি রোম ও 5000mAh battery সেরা তিনটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব। যেগুলো ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হতে পারে। একই সাথে ফোনগুলোর ক্যামেরা কোয়ালিটি থাকবে অসাধারণ।

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

আজকের লিস্টের ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের তালিকায় ফাস্ট পজিশনে রয়েছে Symphony z70 স্মার্টফোনটি। Symphony z70 ফোনটি বাংলাদেশের symphony কোম্পানি থেকে লঞ্চ করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Symphony z70 স্মার্টফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে।

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

Symphony z70 স্মার্টফোন স্পেসিফিকেশন

বর্তমান সময়ে আপনি যদি ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েজ হবে Symphony z70। সাধারণত Symphony z70 স্মার্টফোনটিকে ভ্যালু ফরম মানি স্মার্টফোন বলা হয়। Symphony z70 স্মার্টফোনটিতে 6.57 ইঞ্চির (IPS LCD) একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

তাছাড়াও Symphony z70 স্মার্টফোনটিতে Full HD+রেজুলেশন রয়েছে। যেখানে (IPS LCD) একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে Symphony z70 ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। তাছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পাঞ্চল ডিসপ্লে। বর্তমান সময়ে লেটেস্ট মডেলের যে ডিসপ্লে গুলো যেমন হয়ে থাকে। তেমনি এই ফোনটিতে পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫

Symphony z70 স্মার্টফোনটির প্রটেক্ট হিসেবে কনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে বলা যায় ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। Symphony z70 স্মার্টফোনটিতে 5000mah লিথিয়াম পরিমান ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 10 ওয়ার্ডের ইউএসবি টাইপ সি চার্জার রয়েছে।

সেক্ষেত্রে ব্যাটারির দিক থেকে ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। Symphony z70 স্মার্টফোনের ব্যাক সাইডে আপনি তিনটি ক্যামেরা পেয়ে যাবেন। যেমন:

  1. 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
  2. টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং
  3. টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা

Symphony z70 স্মার্টফোনটির ক্যামেরার মাধ্যমে আপনি 1030 এফএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এবং একই সাথে ফোনটিতে ডিজিটাল জুম রয়েছে। এক্ষেত্রে ক্যামেরার দিক থেকে ৮ হাজার টাকা বাজেটের মধ্যে এটি একটি সেরা স্মার্টফোন হতে পারে।

Symphony z70 স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যে ক্যামেরার মাধ্যমে আপনি 30 পেজ পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন।

Symphony z70 স্মার্টফোনটির প্রসেসর হিসেবে ইউনেস্কো T606 ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে আপনি Symphony z70 স্মার্টফোনটিতে টুকটাক গেম খেলতে পারবেন এবং ফোনটির অক্টোকর 12 ন্যানোমিটার। তাছাড়াও ফোনটির এন্ড্রয়েড ভার্সন Android 13।

বর্তমান সময়ে Symphony z70 স্মার্টফোনটি একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। Symphony z70 স্মার্টফোনটিতে আপনি (4/64GB ROM) পেয়ে যাবেন। বর্তমান সময়ে এই স্মার্টফোনটির বাজার মূল্য 8,999 টাকা।

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

Tecno spark go স্মার্টফোন স্পেসিফিকেশন

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন গুলোর দ্বিতীয় পজিশনে রয়েছে Tecno spark go। নিচে Tecno spark go স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো:

Tecno spark go স্মার্টফোনটিকে বর্তমান সময়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়। আপনি যদি ভালো মানের একটি স্মার্টফোন ক্রয় করতে চান।‌ তাহলে Tecno spark go ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হতে পারে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চির (IPS LCD) ডিসপ্লে এবং Full HD+ রেজুলেশন।

আরোও পড়ুন: 12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন ২০২৫

তাছাড়াও Tecno spark go ফোনটির প্রটেক্ট হিসেবে কনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এত রয়েছে 90Hz রিফ্রেশ রেট। Tecno spark go ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 5000mah লিথিয়াম পরিমান battery এবং 10 ওয়ার্ডের ইউএসবি টাইপ সি চার্জার পেয়ে যাবেন।

Tecno spark go স্মার্টফোনটির ব্যাক সাইটে দুটি ক্যামেরা পেয়ে যাবেন। একটি হলো: 13 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেললেস ক্যামেরা এবং আরেকটি হচ্ছে: 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। যে ক্যামেরার মাধ্যমে আপনি 4x ডিজিটাল জুম করতে পারবেন এবং 30 এফএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ।

সেক্ষেত্রে বলা যায় Tecno spark go ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। বর্তমান সময়ে আপনি এই ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো শুট এবং 30 এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।

Tecno spark go স্মার্টফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে। এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। যেটির মাধ্যমে আপনি 30 এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।

Tecno spark go স্মার্টফোনটিতে T606 processor ব্যবহার করা হয়েছে। যে প্রসেসরের মাধ্যমে আপনি টুকটাক গেম রান করতে পারবেন। কারণ এই প্রসেসরটি অক্টোকোর সাথে রান করছে এবং 12 ন্যানো মিটার। একই সাথে এই ফোনটির GPU নিয়ে কথা বলতে গেলে। এখানে আপনি মালি g57 পেয়ে যাবেন।‌ সেক্ষেত্রে বলা যায় 10,000 টাকা বাজেটের নিচে প্রসেসর হিসেবে সেরা একটি স্মার্টফোন।

Tecno spark go স্মার্টফোনটির আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একটি হলো: (3/64GB ROM) যার বর্তমান বাজার মূল্য 8,999 টাকা। আরেকটি হচ্ছে: (4/64GB ROM) যার বর্তমান প্রাইস 10,999 টাকা। এখন আপনি যদি কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে Tecno spark go স্মার্টফোনটি কিনতে পারেন।

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

itel A80 স্মার্টফোনটি স্পেসিফিকেশন

৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের তালিকায় তৃতীয় নম্বর পজিশনে রয়েছে itel A80। তাহলে চলুন দেখে নেওয়া যাক itel A80 স্মার্টফোনটি স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত।

বর্তমান সময়ে itel A80 স্মার্টফোনটির ডিজাইন দেখে আপনি শিহরিত হয়ে যাবেন। যেটি বর্তমান সময়ে ৮ হাজার টাকা বাজেটের মধ্যে itel কোম্পানি তৈরি করেছে। itel A80 স্মার্টফোনটির ডিসপ্লেতে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেখানে Full HD+ রেজুলেশন ব্যবহার করা হয়েছে।

আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে xiaomi সেরা ৬টি স্মার্টফোন

তাছাড়াও itel A80 স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং ফোনটিতে লেটেস্ট মডেলের পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং 10 ওয়ার্ডের ইউএসবি টাইপ সি চার্জার।

itel A80 স্মার্টফোনটির ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্যামেরা দেখতে পাবেন। সেখানে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। যেটার মাধ্যমে আপনি ডিজিটাল জুম এবং 1030 এফএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। বর্তমান সময়ে আপনি যদি ভালো মানের একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে ৮ হাজার টাকা বাজেটের মধ্যে itel A80 হতে পারে একটি সেরা চয়েস।

itel A80 স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। যেটার মাধ্যমে আপনি 30 এফএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়াও এই ফোনটির প্রসেসর হিসেবে ইউনেস্কো T63 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং অক্টোকর 12 ন্যানো মিটার। সেক্ষেত্রে বলা যায় হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। তাছাড়াও ফোনটির এন্ড্রয়েড ভার্সন Android 14।

itel A80 স্মার্টফোনটি আপনি একটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যেটি হলো: (4/128Gb) যার বর্তমান প্রাইস 9,999 টাকা। তো আপনি যদি ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে itel A80 স্মার্টফোনটি কিনতে পারেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

2 Comments

Comments are closed.

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading