15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন- ২০২৫

15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ২০২৫ সালে এসে আপনারা যারা 15000 বাজেটের মধ্যে সেরা একটি গেমিং স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। বর্তমান সময়ের 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন

আজকের পোষ্টের 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন এর মধ্যে ফাস্ট পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে। সেটি হলো: Realme C61। বর্তমান সময়ে আপনারা যারা realme ফ্যান অথবা realme একটি স্মার্ট ফোন ক্রয় করতে চাচ্ছেন। তাদের জন্য 15000 টাকা বাজেটের মধ্যে realme C61 বেস্ট চয়েস হতে পারে।

বর্তমান সময়ে realme C61 স্মার্টফোনটিকে ভ্যালু ফর মানি বলা হয়ে থাকে। তাই আপনারা যারা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো মানের একটি গেমিং স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তারা চাইলে realme C61 স্মার্টফোনটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। এখন আমরা realme C61 স্মার্ট ফোন সম্পর্কে বিস্তারিত জানবো।

15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনRealme C61 স্মার্টফোন স্পেসিফিকেশন

realme C61 ফোনটিতে 6.74 ইঞ্চির (IPS LCD) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে HD+ রেজুলেশন ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ফোনটিতে 90hz রিফ্রেশ রেট রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে ডিসপ্লের দিক থেকে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে realme C61 অনেকটাই শীর্ষে রয়েছে।

realme C61 ফোনটির স্কিন প্রটেক্ট হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 15 ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে। realme C61 ফোনটির ব্যাকসাইটে আপনি দুটি ক্যামেরা পাবেন। যেমন:

  1. 15 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা এবং
  2. 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা

তাছাড়াও এই ক্যামেরা ব্যবহার করে আপনি 10x পর্যন্ত জুম এবং 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। realme C61 ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনি 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড এঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। যেটির মাধ্যমে আপনি 30 পেইজ পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন।

আরোও পড়ুন: কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫

realme C61 স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনাইস্কো টাইগার T612 এবং ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন 14 সাথে realme ui ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে, এই ফোনটিতে Ui নিয়ে কোনো সমস্যা হবে না। তাছাড়াও ফোনটি 12 ন্যানোর সাথে রান করছে এবং মালিজি 57 রয়েছে। এক কথায় বলা যায়, realme C61 ফোনটিকে গেমিং ফোন বলা হয়ে থাকে।

সাধারণত, আপনি realme C61 ফোনটি একটি ভেরিয়েন্ট পাবেন এবং ফোনটিতে 6/128 GB ROM রয়েছে। যার বর্তমান প্রাইস 14,999 টাকা। আপনারা যারা ভালো গেমিং এর জন্য একটি ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছেন। বা যারা 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনের মধ্যে যেকোনো একটি নেওয়ার চিন্তাভাবনা করছেন। তারা চাইলে realme C61 ফোনটি কিনতে পারবেন।

আজকের পোষ্টের 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন এর মধ্যে দ্বিতীয় পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে। সেটির নাম হলো: Honor X6B। বর্তমান সময়ে 15,000 টাকা বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। Honor X6B স্মার্টফোন স্পেসিফিকেশন সম্পর্কে।

15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনHonor X6B স্মার্টফোন স্পেসিফিকেশন

বর্তমান সময়ে Honor X6B স্মার্টফোনটির ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি ভাল মানের একটি গেমিং ফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েজ হবে Honor X6B স্মার্টফোন। এই ফোনটিতে 6.56 ইঞ্চির একটি টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ‌তাছাড়াও Honor X6B স্মার্টফোনটিতে 90ghz রিফ্রেশ রেট রয়েছে এবং ফোনটির প্রটেক্ট হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।

তাছাড়াও ফোনটিতে HD+ ডিসপ্লে রেজুলেশন রয়েছে। Honor X6B স্মার্টফোনটিতে 5200 mAh ব্যাটারি এবং 35w ওয়ার্ডের ফার্স্ট চার্জার। তাছাড়াও এই ব্যাটারিতে লিথিয়াম পরিমান ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে ইউএসবি টাইপ সি রয়েছে। সেক্ষেত্রে বলা যায়, আপনি 15,000 টাকা বাজেটের মধ্যে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন।

Honor X6B স্মার্টফোনটির ব্যাক সাইডে দুটি ক্যামেরা পাবেন। একটি হলো: 15 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি হচ্ছে: টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তাছাড়াও এই ফোনটির মাধ্যমে আপনি 1030 পিএইচডি পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন

আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫

Honor X6B ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড এঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা। যেটির মাধ্যমে আপনি 30 পেইজ পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর Mediatek G85 গেমিং প্রসেসর। এই প্রসেসরটি অক্টোকোর সাথে রান করছে এবং 12 ন্যানো মিটার।

Honor X6B ফোনটিতে Android version 14 রয়েছে। বর্তমান সময়ে আপনার যারা ভালো গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন অথবা হেভি ইউজের জন্য একটি স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন। তাদের জন্য Honor X6B ফোনের প্রসেসরটি বেস্ট চয়েস হতে পারে।

বর্তমান সময়ে Honor X6B ফোনটি একটিমাত্র ভেরিয়েন্ট পাবেন 6/128 GB ROM নিয়ে। যার বর্তমান প্রাইস 14,999 টাকা। 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনের মধ্যে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা।

আজকের পোষ্টের 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন এর মধ্যে তৃতীয় পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে। ফোনটির নাম হলো: OnePlus nord n30 sc। বর্তমান সময়ে OnePlus nord n30 sc স্মার্টফোনটিকে গেমিং ফোন বলা হয়। এখন আপনার বাজেটের যদি 15,000 টাকার উপরে হয়ে থাকে।‌

তাহলে OnePlus nord n30 sc স্মার্টফোনটি কিনতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক OnePlus nord n30 sc স্মার্টফোন স্পেসিফিকেশন সম্পর্কে।

15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনOnePlus nord n30 sc স্মার্টফোন স্পেসিফিকেশন

বর্তমান সময়ে OnePlus nord n30 sc স্মার্টফোনটিকে গেমিং স্মার্টফোন বলা হয়ে থাকে। OnePlus nord n30 sc স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে। এই ফোনটিতে 6.72 ইঞ্চির (IPS LCD) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে ভিডিও কোয়ালিটি Full HD+।

OnePlus nord n30 sc স্মার্টফোনটির প্রটেক্ট হিসেবে কনিং গোল্ডেন গরিলা গ্লাস এবং 60Ghz রিফ্রেশ রেট। তাছাড়াও ফোনটিতে 5000mah ব্যাটারি এবং 33 ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে। কোম্পানি দাবি করেছে! এই চার্জার ব্যবহার করে আপনি 50 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করতে পারবেন।

তাছাড়াও OnePlus nord n30 sc স্মার্টফোনটিতে ব্যাটারিতে লিথিয়াম পরিমান ব্যবহার করা হয়েছে এবং সাথে ইউএসবি টাইপ সি পেয়ে যাবেন। সেক্ষেত্রে বলা যেতে পারে, 15,000+ টাকার মধ্যে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফোনটি দ্রুত চার্জ করতে পারবেন।

আরোও পড়ুন: Xiaomi সেরা ৬টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ

OnePlus nord n30 sc স্মার্টফোনটির প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেদিকে গেমিং প্রসেসর বলা হয়ে থাকে। তাছাড়াও ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন Android 13 রয়েছে এবং 7 ন্যানো মিটার পেয়ে যাবেন। OnePlus nord n30 sc ফোনটিতে মালি হিসেবে g57 পেয়ে যাবেন।

আপনারা যারা ভালো গেমিং এবং ভালো ইউজের জন্য একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তারা চাইলে OnePlus nord n30 sc স্মার্টফোনটি নিতে পারেন। বর্তমান সময়ে আপনি OnePlus nord n30 sc স্মার্টফোনটি একটিমাত্র ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং ফোনটিতে (4/128 GB ROM) নিয়ে। যার বর্তমান প্রাইস 15,999 টাকা।

আমাদের আজকের 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোনের মধ্যে আপনি চাইলে যেকোন একটি ক্রয় করতে পারেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি 15000 বাজেটের মধ্যে সেরা ৩টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading