কম দামে 256GB স্টোরেজ, 8 জিবি RAM ও Lipo 5200mAh ব্যাটারি

tecno camon 40 pro 5 বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন খুঁজছেন? 256GB স্টোরেজ, 8 জিবি RAM ও Lipo 5200mAh বিশাল ব্যাটারি স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য থাকছে এই স্মার্টফোনটি। রয়েছে 50MP Front Camera ও 6.78” সাইজের বিশাল বড় ডিসপ্লে।

বর্তমান সময়ে tecno camon 40 pro 4g স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 27,999 টাকা 8GB RAM এবং 256GB ROM। tecno camon 40 pro 5G স্মার্টফোনটির অফিশিয়াল প্রাইস 34,999 টাকা 8GB RAM এবং 256GB ROM। tecno camon 40 pro 5G স্মার্টফোনটি জুলাই মাসের 02 তারিখে 2025 সালে মার্কেটে লঞ্চ হয়েছে।

ফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং অপারেটিং ভার্সন v15। এই ফোনটিতে মিডিয়াটেক Dimensity 7300 Ultimate চিপসেট এবং জিপিইউ মালি-জি615 MC2 রয়েছে। ফোনটিতে AMOLED শক্তিশালী 6.78 inches ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটি 17.22 সেন্টিমিটার লম্বা। ‌

ফোনটির রেজুলেশন Full HD+ (1080×2436) পিক্সেল এবং রিফ্রেশ রেট 144Hz। তাছাড়াও ফোনটির প্রটেকশনে গোরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। যেটি ফোনটিকে যথেষ্ট প্রটেক্ট করবে। tecno camon 40 pro 5g স্মার্টফোনটির ওয়েট 179 গ্রাম। বর্তমান সময়ে অন্য ফোনে তুলনাই ফোনটি যথেষ্ট পাতলা এবং স্লীম।

এছাড়াও ফোনটি হালকা আদ্রতা এবং হালকা বৃষ্টি প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। আপনি যদি একটি স্লিম এবং প্রিমিয়াম লুকের স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েজ হতে পারে। tecno camon 40 pro 5g স্মার্টফোনটি। বাজেট অনুযায়ী ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। যেটি সবাইকে ফোনটির প্রতি আকৃষ্ট করে।

এই স্মার্টফোনটিতে আপনি 50 মেগাপিক্সেল +8 মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ব্যবহার করে আপনি হালকা আলোয়, এক্সপোজার এবং দূরের ছবি তুলতে পারবেন।

ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করে আপনি 1920×1080 পিক্সেলের ভিডিও রেকর্ডিং এবং প্রাইমারি ক্যামেরা দিয়ে 1920×1080 ও 3840×2160 পিক্সেলের ভিডিও শুট করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে আপনি দীর্ঘক্ষণ ভালো মানের গেমিং খেলতে পারবেন। এতে করে আপনার ফোন কোন প্রকারের হ্যাং অথবা গেম প্লে করতে অসুবিধা হবে না।

বর্তমান সময়ে tecno camon 40 pro 5g স্মার্টফোনটি তিনটি কালারে পেয়ে যাবেন।যেমন: এমারল্ড লেক গ্রিন, গ্যালাক্সি ব্ল্যাক এবং হিমবাহ সাদা। আপনি যদি স্মার্টফোনটি ২ থেকে ৩০ মিনিট পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখেন। তাহলেও ফোন টিতে কোন প্রকারের সমস্যা হবে না। কারণ ফোনটি ওয়াটারপ্রুফ। ‌

ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে বলতে গেলে Lithium Polymer শক্তিশালী 5200 mAh ব্যাটারি এবং 45 ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে। যে চার্জারটি দিয়ে 43 মিনিটের মধ্যে আপনার মোবাইলটি 100% চার্জ কমপ্লিট করতে পারবেন। tecno camon 40 pro 5g স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB ROM রয়েছে।

tecno camon 40 pro 5G স্মার্টফোনটিতে 2G থেকে শুরু করে 5G পর্যন্ত সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে দুইটি সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটিতে আরোও অনেক গুলো ফিচারস এড করা হয়েছে। যেমন: ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ, সাউন্ড, এফএম রেডিও, GPS এবং Speed ইত্যাদি।

সেন্সর ও সিকিউরিটি হিসেবে এতে ব্যবহার করে হয়েছে Light sensor ও Proximity sensor এবং উন্নত মানের স্কিন ফিঙ্গারপ্রিন্ট সক্ষমতা। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচারস। এখন আপনার বাজেট যদি 30,000 থেকে 35,000 হাজার টাকা হয়ে থাকে। তাহলে tecno camon 40 pro 5G স্মার্টফোনটি নিতে পারেন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। tecno camon 40 pro 5G স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের Bongovasha ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading