১০ গ্রেডের দাবিতে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন যা জানা গেল

এবারে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের দিনভর আন্দোলনে উত্তাল শহীদ মিনারের চত্বর। নিজেদের বেতন কাঠামোকে ১৩ তম গ্ৰেড থেকে ১০ গ্রেডে নেওয়ার এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যেতে চায় প্রাথমিকের শিক্ষকরা।

তাদের এই আন্দোলনকে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এই আন্দোলনে যোগ দেন সারা দেশে থেকে আসা সরকারি প্রাথমিকের শিক্ষকরা। এ সময় তারা জানান সহকারী শিক্ষকদের ১৩ তম গ্ৰেডে অবমূল্যায়ন করা হচ্ছে। যে সমাজে শিক্ষকের মূল্যায়ন নেই সেখানে উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মনে করেন তারা।

আরোও পড়ুন: তবে কি নাসার রেকর্ডে শোনা গেল ফেরেশতাদের আওয়াজ

শহীদ মিনারের কর্মসূচীতে শিক্ষকদের দাবির সাথে সংগতি প্রকাশ করেন কয়েকটি রাজনৈতিক দল ও শিক্ষার্থী প্রতিনিধিরা। শিক্ষকদের পক্ষে একমত পোষণ করে ভিপি নুর জানান

‘শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় এবং তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়। তাহলে তার প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কিভাবে? সে জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে, সমস্ত শিক্ষক প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদের প্রথম শ্রেণীর চাকরিতে উন্নতী করতে হবে।’

এছাড়াও কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন না ছাড়ার শপথ গ্রহণ করেন শিক্ষকরা। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক ১৩ তম গ্রেডে মূল বেতন হিসেবে পান ১১ হাজার টাকা। অপরদিকে দশম গ্রেডের শিক্ষকেরা মূল বেতন হিসেবে পান ১৬ হাজার টাকা।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading