যেকোনো অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলুন সমগ্র বাংলাদেশে। এছাড়াও আপনি চাইলে দেশের বাইরে ও কম খরচে কথা বলতে পারবেন। এখানে আপনাকে সম্পূর্ণ একটি ইউনিক নাম্বার দেওয়া হবে। যেটি আপনি ব্যবহার করে যে কারো কাছে কল করতে পারবেন। আর এই কাজে আপনাকে সাহায্য করবে brilliant connect. তাহলে চলুন দেখে নেয়া যাক যেকোন অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলার উপায় সম্পর্কে।
যেকোনো অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলার উপায়
যেকোনো অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলতে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্যসহকারে পড়ুন। Brilliant connect অ্যাপে কিভাবে রিচার্জ করতে হয় এবং কিভাবে brilliant connect অ্যাপ ব্যবহার করতে হয়। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের পোস্ট।
যেকোনো অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা Google Play Store ওপেন করুন এবং সার্চ অপশনে brilliant লিখে সার্চ করুন। তাহলে brilliant connect অ্যাপটি আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে brilliant connect অ্যাপটি ইন্সটল করুন।
এখন অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পরে অ্যাপ প্রবেশ করুন এবং Allow অপশনে ক্লিক করুন। তাহলে এখানে আপনি অ্যাপ সম্পর্কে অনেকগুলো তথ্য দেখতে পাবেন। চাইলে তথ্য গুলো দেখে নিতে পারেন। তারপর start অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার একটি সচল মোবাইল নম্বর বসিয়ে দিন।
নাম্বারটি শুধুমাত্র একাউন্ট রেজিস্ট্রেশন এর ক্ষেত্রেই সাহায্য করবে। এই নাম্বার কল করার ক্ষেত্রে আপনাকে কোন ধরনের সাহায্য করবে না। Brilliant connect আপনাকে একটি ইউনিক নম্বর দিবে। যার সাহায্যে আপনি কথা বলতে পারবেন। নম্বরটি শুরু হবে 09638 দিয়ে।
আরোও পড়ুন: টেলিটক ব্যালেন্স চেক করার কোড
এখন আপনার একটি সচল মোবাইল নম্বর দেওয়ার পরে নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। তাহলে নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনার ফোনে একটি OTP যাবে। এখন আপনি কোডটি দিয়ে next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। যেমন:
- Continue এবং
- Decline
অর্থাৎ, এখানে আপনার Contact এক্সেস দিতে হবে। সেজন্য আপনি continue অপশনে ক্লিক করে allow করে নিন। তাহলে আপনার সামনে your profile অপশন চলে আসবে। সেখান আপনি আপনার প্রোফাইল নাম লিখুন এবং Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার brilliant connect অ্যাপটি সাইন আপ সম্পুর্ন হবে এবং brilliant connect অ্যাপে সিম্পেল এন্টার পেইজ দেখতে পাবেন।
এখানে প্রথমেই মেসেজের একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে brilliant connect থেকে একটি মেসেজ দেখতে পাবেন এবং পাশে কলের একটি আইকন দেখতে পাবেন। সেখানে আপনি আপনার মিস কল গুলো দেখতে পাবেন।
তারপাশে আপনার কন্টাক লিস্ট দেখতে পাবেন। যেখান থেকে আপনি যেকোন ব্যক্তিকে কল করতে পারবেন এবং শেষে সেটিং নামে একটি অপশন দেখতে পাবেন। এখন brilliant connect সাইন আপ করার পরে সর্বপ্রথম আপনাকে এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।
এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে আপনি ইউনিক নম্বরটি পাবেন এবং মোবাইলে রিচার্জ করতে পারবেন। চাইলেই আপনি brilliant connect আউট কল করতে পারবেন। অর্থাৎ, brilliant connect মোবাইলে ও কল করতে পারবেন।
এখানে আপনি এন আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য সেটিং অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। সেখান থেকে NID অপশনে ক্লিক করুন। তাহলে আপনি এনআইডি ভেরিফিকেশন করার অপশন পেয়ে যাবেন।
এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে সাবমিট করুন। তাহলে আপনার এনআইডি ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং আপনার brilliant connect অ্যাপ একটিভ হয়ে যাবে। তারপরে আপনি ব্যালেন্স রিচার্জ করে যেকোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবেন।
Brilliant connect রিচার্জ করার নিয়ম
Brilliant connect রিচার্জ করার জন্য সেটিং অপশন প্রবেশ করুন। তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে my balance অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে add balance অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে ব্যালেন্স এড করতে পারবেন।
তাছাড়া ও নিচে চারটি অপশন দেখতে পাবেন। সেগুলোর মাধ্যমেও ব্যালেন্স এড করতে পারবেন। যেমন:
- Transfer balance
- Packages
- Call rates
- SMS rates
উদাহরণস্বরূপ, আপনি add balance অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখানে ব্যালেন্স রিচার্জ করার জন্য যেই ডকুমেন্টগুলো দরকার সেগুলো দেখতে পাবেন। এখানে আপনি রিচার্জ করার জন্য বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনার যদি এই ধরনের পেমেন্ট গেটওয়ে না থাকে তাহলে আপনি চাইলে brilliant connect নিজস্ব এজেন্টের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
তাছাড়া আপনি brilliant connect এজেন্টের মাধ্যমে রিসার্চ করলে বর্তমানে এই রিচার্জে আপনি ২০% বোনাস পাবেন। এভাবে আপনি brilliant connect মাধ্যমে রিচার্জ করতে পারবেন। আপনি যদি brilliant থেকে brilliant কল করেন তাহলে কোন প্রকার টাকা লাগবে না। আপনি brilliant থেকে brilliant মেসেঞ্জার অথবা WhatsApp এর মত ভিডিও, অডিও এবং চ্যাটিং করে কথা বলতে পারবেন।
আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপসটি বিদেশ থেকে ব্যবহার করতে চান। তাহলে আপনাকে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে না। শুধুমাত্র আপনার বিদেশী নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। তাছাড়াও আপনি যেকোন সময় brilliant connect অ্যাপ নম্বর পরিবর্তন করতে পারবেন।
নম্বর পরিবর্তন করার জন্য সেটিং অপশন থেকে নম্বর পরিবর্তন করতে পারবেন। এখানে নম্বর পরিবর্তন করতে হলে আপনার ব্যালেন্সে ১০০ টাকা থাকতে হবে এবং ১০০ টাকা কেটে নিয়ে আপনার নম্বর পরিবর্তন করা হবে।
তাছাড়াও brilliant connect অ্যাপে Extended service নামে একটি অপশন রয়েছে। যেটির মাধ্যমে আপনি brilliant এডন সার্ভিস পাবেন। যেমন: বিভিন্ন সার্ভিসের উপর ডিসকাউন্ট। Extended service মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন। তাছাড়াও brilliant অ্যাপে pbs মাধ্যমে চাইলেই আপনি আপনার ব্যবসায়ের কলিং নম্বর পরিচালনা করতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবসার জন্য একটি কল সেন্টার বা কাস্টমান কেয়ার তৈরি করে নিতে পারবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন কিভাবে যেকোনো অপারেটরে ৩৫ পয়সা মিনিট কথা বলবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।