স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার নিয়ম ২০২৫

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে সরকার আমাদের সুবিধার্থে নানা ধরনের প্রকল্পের সিস্টেম চালু করেছেন। তাঁর মধ্যে বিশেষ একটি প্রকল্প হচ্ছে: স্বাস্থ্য সাথী। যদি আপনার কাছে স্বাস্থ্য সাথী কার্ড থাকে। তাহলে আপনার পরিবার প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা সুবিধা পাবে। ‌

এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে সঠিকভাবে ধারণা রাখেন না। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার নিয়ম এবং স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন কি কি কাগজপত্র প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন সকল প্রক্রিয়া সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার উপায়

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Swasthya Sathi লিখে সার্চ করুন। তারপর search রেজাল্টের আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা সরাসরি আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন।

এখন স্বাস্থ্য সাথী ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস Open হবে।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

এখন আপনার যদি আগে থেকে স্বাস্থ্য সাথী ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে। তাহলে Login অপশনে ক্লিক করে আপনার একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে Login করুন। আর নতুন একাউন্ট খোলার জন্য উপরের “থ্রি মাইনাস” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • About swasthya Sathi
  • Hospital information
  • Notice
  • Apply Online
  • Online Application for swasthya Sathi Card
  • Check your online application status for swasthya Sathi And
  • Online application status dashboard

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার জন্য Apply Online অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন শো হবে। এখন আপনি Online Application for swasthya Sathi Card অপশনে ক্লিক করুন।‌

আরোও পড়ুন: অনলাইনে খতিয়ান সংশোধন আবেদন-২০২৫

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনার একটি সচল মোবাইল নম্বর বসিয়ে দিন এবং নিচে থেকে Get Code লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এখানে সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার ফর্ম ওপেন হবে।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার করার জন্য আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখন ফর্মটিতে লক্ষ্য করলে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদনএখন আপনাকে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। যেমন:

  • District
  • Block/ Municipality
  • Category
  • Village
  • Panchayat
  • Residential Address
  • Name of the applicant
  • Pin Code এবং
  • Hof Name (Father/Spouse) ইত্যাদি

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার জন্য উপরে উল্লেখিত অপশন গুলো এবং ফর্মে থাকা অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। এখন ফর্মে থাকা সকল অপশন গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Submit লেখাটিতে ক্লিক করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার সাইট বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা

তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে এবং সেখানে Date is Submitted susceptibility! লেখা চলে আসবে এবং সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর শো করবে। ‌অর্থাৎ, স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করা সম্পন্ন হয়েছে।

এখন স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করা হবে এবং আপনার দেওয়া সকল তথ্য যদি সঠিক থাকে। তাহলে তারা আপনাকে অ্যাপ্রুভাল এবং স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিবে। এখন আপনি স্বাস্থ্য সাথী কার্ডটি ব্যবহার করে প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা নিতে পারবেন। ‌

স্বাস্থ্য সাথী আবেদন স্ট্যাটাস চেক

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার পরে আপনি খুব সহজেই স্বাস্থ্য সাথী ওয়েবসাইট থেকে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। সেটি চেক করতে পারবেন। তাহলে স্বাস্থ্য সাথী ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া চেক করার জন্য আবারোও Swasthya Sathi ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর উপর থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন শো করবে। এখন আপনি Apply Online অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অনেকগুলো অপশন পাবেন। যেমন:

  • Online Application for Swasthya Sathi Card
  • Check Your Online Application Status for Swasthya Sathi Card
  • Online Application Status Dashboard
  • New Hospital Empanelment
  • Check Hospital Empanelment Status
  • Download: Form A for new member addition after receiving card

তাহলে আপনি Apply Online অপশন থেকে ‘Check Your Online….. Swasthya Sathi Card’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে আপনার জেলার নাম এবং Criteria সিলেক্ট করে পাশের বক্সে নম্বরটি বসিয়ে Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার স্বাস্থ্য সাথী আবেদনটি কোন প্রক্রিয়ায় রয়েছে সেটি দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড চেক করার নিয়ম

স্বাস্থ্য সাথী কার্ড চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Swasthya Sathi লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

এখন আপনি উপরে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • About Swasthya Sathi
  • Hospital information
  • Notice
  • Apply Online
  • Find Your Name
  • Card verification এবং
  • Migrant worker (Parijayee Shramik)

স্বাস্থ্য সাথী কার্ড চেক করার জন্য Card verification অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন

স্বাস্থ্য সাথী কার্ড চেক করার জন্য আপনার State, District এবং URN সিলেক্ট করে Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের সকল ইনফরমেশন চলে আসবে। যেমন: নাম, সিরিয়াল নম্বর, জেলার নাম এবং কার্ডের নম্বর ইত্যাদি।

https://bongovasha.com/free-taka-income-bkash-payment-bd/

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করতে হয়, কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন স্ট্যাটাস চেক করতে হয় এবং কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেটে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading