App Install করে ইনকাম, App download করে ইনকাম অথবা review করে ইনকামের সেরা ৭টি বিশ্বস্ত প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনার জন্য থাকছে সেরা ৭টি প্ল্যাটফর্ম যেখান থেকে সত্যিকারে আয় করতে পারবেন।
App Install করে ইনকাম কিভাবে?
আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন App Install করে ইনকাম হলো শুধু App/Game Install করা বা Download করা। যা একটি ভুল ধারণা।
আপনি যদি অনলাইন থেকে সত্যিকের App Install করে ইনকাম করতে চান তাহলে আপনাকে App Install করার পাশাপাশি সেটিকে ব্যবহার করতে হবে। তবে আপনি App Install করে ইনকাম করতে পারবেন।
উদাহরণ স্বরূপ, আপনি যদি App Install করে ইনকাম করার জনপ্রিয় ওয়েবসাইট Freecash এ একাউন্ট রেজিস্ট্রেশন করেন। তাহলে সেখানে দেখতে পাবেন প্রতিটি অ্যাপ/গেমস এর বিনিময়ে আপনাকে 0.50$ থেকে 1000$ পর্যন্ত দেওয়া হবে।
এখন আপনি যদি Work details দেখেন তাহলে দেখতে পাবেন। কাজটির কোন ধাপে আপনাকে কত টাকা দেওয়া হবে। যেমন: App টি Install করার বিনিময় হয়ত আপনাকে বেসিকভাবে 0.01$ দেওয়া হলো। তারপর আপনি যখন অ্যাপসটির প্রথম Level কমপ্লিট করবেন বা খেলবেন তখন আপনাকে 0.10$ দেওয়া হলো।
তারপর দ্বিতীয় Level এর জন্য 0.50$ এবং ৩য় Level এর জন্য 1$ দেওয়া হলো। এভাবে App বা Game এর প্রত্যেকটি Level এর জন্য আপনাকে আলাদা আলাদা ডলার দেওয়া হলো। যখন আপনি App বা Game টি 20 level বা 100 level কমপ্লিট করবেন তখন আপনাকে সর্বমোট 250$ পর্যন্ত দেওয়া হবে।
01. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম Freecash
App Install করে ইনকামের সেরা ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো Freecash। এখানে আপনি Android ও iOS দুই ধরনের App Install কাজ করে ইনকাম করতে পারবেন।
এটি একটি আন্তর্জাতিক ওয়েবসাইট হওয়ায় আপনি পৃথিবীর যেকোন দেশ থেকে খুব সহজে এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং App Install এর কাজ করে ইনকাম করতে পারবেন।
Freecash এ প্রতিটি অ্যাপ/গেম এর বিনিময়ে আপনি সর্বনিম্ন 0.50$ থেকে সবোর্চ্চ 500$ পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটি একটি আন্তর্জাতিক ওয়েবসাইট হওয়ায় এখান থেকে আপনি সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না।
তবে এই সাইটে কাজ করে আপনি সর্বনিম্ন 0.50$ ডলার হলে crypto currency, PayPal এবং Gift cards দিয়ে উত্তোলন করতে পারবেন। কিছু দেশে Bank Transfer এর মাধ্যমেও টাকা উত্তোলন করা যায়।
আপনি চাইলে Freecash এ কাজ করে crypto currency বা Gift cards দিয়ে টাকা উত্তোলন করে Currency exchange করে বিকাশ, রকেট নগদ বা ব্যাংকে টাকা উত্তোলন করতে পারবেন।
02. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম PrizeRebel
App Install/download করে ইনকামের সেরা ৭টি প্ল্যাটফর্মের তালিকায় ২য় নম্বর পজিশনে রয়েছে PrizeRebel। এটিও একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখান থেকে App Install করে ইনকাম করা সম্ভব।
এই সাইটে সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে এবং প্রতিটি কাজের বিনিময় ০.১০$ থেকে ৫০০$ পর্যন্ত ইনকাম করা সম্ভব। Prize Rebel এ সর্বনিম্ন ৫$ হলে crypto currency, PayPal এবং Gift cards এ উত্তোলন করতে পারবেন।
03. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম Pawns.app
App Install করে ইনকামের জনপ্রিয় প্ল্যাটফর্ম Pawns.app। আপনি এটির App এবং Website দুটি ভার্সনে পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি শুধুই App Install/download করে ইনকাম করতে চান তাহলে আপনাকে pawns.app ওয়েবসাইটে কাজ করতে হবে।
Pawns.app এ আপনি বিভিন্ন ধরনের offer walls পেয়ে যাবেন। যেখানে Games খেলে বা Games ডাউনলোড করে আয় করতে পারবেন। এছাড়াও টাকা ইনকাম করার ভিন্ন Task পেয়ে যাবেন। কিভাবে Task বা Games খেলে আয় করবেন বিস্তারিত জানতে পারবেন “See the exact conditions” অপশন থেকে।
এছাড়াও pawns.app website বা app এ internet share করে পেসিভ ইনকামের সুযোগ পেয়ে যাবেন। যখন আপনার একাউন্টে সর্বনিম্ন ৫$ সমপরিমাণ অর্থ জমা হবে তখন আপনি সেটি PayPal, Crypto এবং বিভিন্ন Gift cards দিয়ে উত্তোলন করতে পারবেন।
04. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম Swagbucks
App Install করে ইনকাম করার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো Swagbucks। এটি পৃথিবীর বিভিন্ন দেশের জন্য available রয়েছে। বিভিন্ন দেশের জন্য App Install করে ইনকাম করার অপশন থাকলেও Swagbucks মূলত Paid Surveys ও play games to earn rewards জন্য বেশি জনপ্রিয়।
আপনার একাউন্টে সর্বনিম্ন 5$ সমপরিমাণ অর্থ উপার্জন হলে Payoneer, PayPal ও বিভিন্ন Gift cards ব্যাবহার করে উত্তোলন করতে পারবেন।
05. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম AppKarma
এটিও উপরে উল্লেখিত প্ল্যাটফর্ম গুলোর মতই App Install করে ইনকামের জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে আপনি গেমস সহ বিভিন্ন ধরনের অ্যাপ পেয়ে যাবেন যেগুলো ইন্সটল করে ইনকাম করতে পারবেন।
এটিও একটি আন্তর্জাতিক ওয়েবসাইট এবং এখান থেকে আপনি সর্বনিম্ন ৩$ ডলার হলে PayPal ও Gift cards এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
06. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম Timebucks
App Install করে ইনকাম করার আরেকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হলো Timebucks। এখান থেকে আপনি ছোট ছোট Microtasks, Paid surveys ও App download করে ইনকাম করতে পারবেন।
Timebucks থেকে মাত্র ৫$ ডলার হলে আপনি বিভিন্ন পেমেন্ট মেথড PayPal, Crypto ইত্যাদি ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। Timebucks এ একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনার একটি ভ্যালিড জিমেইল এর প্রয়োজন হবে। তাহলে খুব সহজে আপনার নাম ও জিমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
07. App Install করে ইনকাম করার প্ল্যাটফর্ম Earnably
App Install করে ইনকাম করার সর্বশেষ প্ল্যাটফর্ম হলো Earnably। এটি একটি আন্তর্জাতিক ওয়েবসাইট এবং এখানে আপনি বিভিন্ন ধরনের Paid offers পেয়ে যাবেন। যেমন: গেমিং অ্যাপ ডাউনলোড, সার্ভিস অ্যাপ ডাউনলোড ও টুলস অ্যাপ ডাউনলোড ইত্যাদি।
এই ওয়েবসাইটে কাজ করে আপনি খুব সহজে আপনার ইনকাম করা টাকা PayPal ও বিভিন্ন gift cards দিয়ে উত্তোলন করতে পারবেন। Earnably এর সবচেয়ে সুবিধা জনক দিক হলো এখান থেকে আপনি মাত্র ১$ ডলার হলে উত্তোলন করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। অনলাইন থেকে ইনকাম করার নিত্য নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরোও পড়ুন: