200 মেগাপিক্সেল ক্যামেরা ও 12 জিবি RAM নিয়ে লঞ্চ হবে OPPO Reno 15 Pro Mini দেখুন স্পেসিফিকেশন

স্মার্টফোনের বাজারে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে OPPO। অত্যাধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে খুব শিগগিরই লঞ্চ হতে যাচ্ছে OPPO Reno 15 Pro Mini স্মার্টফোন। গুজব নয়, এই ফোনে থাকছে শক্তিশালী 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 12 জিবি RAM।

যা মোবাইল ফটোগ্রাফি ও পারফরম্যান্সকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। যারা একটি কমপ্যাক্ট কিন্তু ফিচার-প্যাকড স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি চমক। চলুন জেনে নেওয়া যাক OPPO Reno 15 Pro Mini ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলো সম্পর্কে।

OPPO Reno 15 Pro Mini স্পেসিফিকেশন:

  • RAM: 12GB
  • ROM: 256GB
  • Battery: Li-Po 6500mAh
  • Main Camera: 200+50+50MP
  • Front Camera: 50MP
  • Display: 6.78”1272x2772p
  • Price: 65,000 Taka (Expected)

নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক বাংলাদেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন প্রকাশ হতে চলেছে। ফোনটি হচ্ছে: OPPO Reno 15 Pro Mini স্মার্টফোন। ফোনটির মডেল Reno15 Pro, ডেলিভারি টাইপ Smartphone ও রিলিজ ডেট 17 November 2025 (Exp) সাল।‌

OPPO Reno 15 Pro Mini 12GB+256GB স্মার্টফোনটির (প্রত্যাশিত) দাম 65,000 টাকা। এই স্মার্টফোনটি একটি ভার্সন এবং তিনটি কালারে মার্কেটে প্রকাশ হতে চলেছে। যেমন:

  1. Gold
  2. Brown এবং
  3. White

OPPO Reno 15 Pro Mini ফোন তৈরিকৃত দেশ চায়না (China)। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 8450 শক্তিশালী চিপসেট (Chipset), Mali-G720 MC7 জিপিইউ, অপারেটিং সিস্টেম Android, অপারেটিং ভার্সন v16 ও IP68/IP69 আইপি রেটিং।

এছাড়াও ফোনটিতে রয়েছে LTPO AMOLED 6.78 inches ডিসপ্লে, যেটির সাইজ 17.22 সেন্টিমিটার। ফোনটিতে আপনি 1272×2772 px (FHD+) রেজুলেশনের ভিডিও, 3600 nits ব্রাইটনেস, 120 Hz রিফ্রেশ রেট এবং স্ক্রীন প্রোটেকশনে Reinforced Glass ব্যবহার করা হয়েছে।

OPPO Reno 15 Pro Mini স্মার্টফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে Triple ক্যামেরা সেটআপ রয়েছে। এবং এতে ব্যবহার করা হয়েছে 200 MP (মেগাপিক্সেল) Wide Angle, Primary Camera ও 50 MP (মেগাপিক্সেল) Ultra-Wide Angle ক্যামেরা।

প্রধান ক্যামেরা দিয়ে 16000×12500 Pixels ফটোশুট, 60 fps, 240 fps এ 3840×2160, 1920×1080 ভিডিও তৈরি, Autofocus, OIS, ডিজিটাল জুম এবং Flash ইত্যাদির সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরার ফিচারস হিসেবে পাবেন Auto Flash, Face detection, Touch to focus সুবিধা।

OPPO Reno 15 Pro Mini ফোনটিতে একটি সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে রয়েছে 50 MP (মেগাপিক্সেল) Wide Angle, Primary Camera এবং 60 fps এ 3840×2160, 1920×1080 ভিডিও তৈরির সুবিধা।

এই স্মার্টফোনটিতে Li-Poly (Lithium Polymer) শক্তিশালী 6500 mAh ব্যাটারি, 50W wireless ফার্স্ট চার্জার রয়েছে। সব মিলিয়ে ফোনটির ওজন 205 গ্ৰাম। ফোনটির Height (দৈর্ঘ্য) 161.26 mm (মি.মি), Width (প্রস্থ) 76.46 mm (মি.মি) ও Thickness (বেধ) 7.65 (মি.মি)।

OPPO Reno 15 Pro Mini স্মার্টফোনটির জল প্রতিরোধী ক্ষমতা (৩০ মিনিটের জন্য ২ মিটার পর্যন্ত)। এছাড়াও ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর( On-screen) এবং ফেসলক সুবিধা। যেটি ফোনটিকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করবে। ফোনটির লাইট সেন্সর হিসেবে পাবেন Light sensor, Compass, Accelerometer, Gyroscope, Proximity sensor।

OPPO Reno 15 Pro Mini স্মার্টফোনের নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা, Loudspeaker, Audio Jack, Infrared, EDGE, Wi-Fi 6, VoLTE, Wi-fi Hotspot, Bluetooth v5.4, HSPA, LTE, 5G (Speed), GPS, NFC এবং 4K@30/60fps এ_ 1080p@30/60/120/240fps ভিডিও তৈরি ইত্যাদি।

OPPO Reno 15 Pro Mini স্মার্টফোনটির রিলিজ ডেট এবং নতুন স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

তথ্য সুত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading