বাসের টিকিট কাটার নিয়ম ২০২৪ (অনলাইন/অ্যাপ-Shohoz)

বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। কিভাবে ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে বাসের টিকিট কাটবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন এবং টিকিট হাতে পাবেন যাবতীয় বিষয় আলোচনা করা হলো আজকের পোস্টে।

অনলাইনে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনার ফোনের ডাটা সংযোগটি চালু করুন। তারপর ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Shohoz.com লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি ওয়েব পেইজ চলে আসবে।

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

এখন 3 ডট অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখানে থেকে Bus উপর ক্লিক করুন। এখন আপনার সামনে একটি ফ্রম চলে আসবে। যেমন:

  • From 
  • To 
  • Date of Journey 
  • Date of Return (Optional)

Date of return অর্থ হলো আপনি কত তারিখে গন্তব্যে ফিরে আসবেন। এটি সাধারণত তাদের জন্য যারা একই বাসে করে আবার ফিরে আসতে চান। অর্থাৎ আপনি চাইলে একসাথে যাওয়া আসার দুটি টিকিট কেটে নিতে পারেন। 

আরোও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম 

উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Search Buses অপশনে ক্লিক করুন। এখন আপনার দেওয়া তথ্য অনুযায়ী ঐ দিন যেসকল বাস আপনার গন্তব্যে যাতায়াত করবে সেগুলোর একটি তালিকা দেখতে পাবেন। যেমন:

  • Tungipara Express
  • Ena Transport 
  • Emad paribahan
  • Dola paribahan
  • Dhaka Express
  • Hanif Enterprise
  • Econo Parivahan ইত্যাদি। 

অর্থাৎ আপনার রুটে যাতায়াত করা বাসগুলোর তালিকা দেখতে পাবেন। সেগুলো কখন চাড়বে কখন পৌছাবে এই সকল তথ্য দেখতে পাবেন। এখন আপনি যে বাসে যেতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করুন। 

উদাহরণ স্বরূপ, আপনি Tungipara Express বাসে যেতে চাচ্ছেন। এখন আপনি View Seats অপশনে ক্লিক করলে ঐ বাসের খালি এবং বুকিং সিট গুলো দেখতে পাবেন। সাদা রঙের সিট গুলো খালি রয়েছে এবং কালো রঙের সিট গুলো বুকিং হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। তাহলে আপনার কত টাকা খরচ হবে সেটি দেখতে পাবেন।

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম- বঙ্গভাষা

এখন Total টাকার নিচে Choose Boarding Point অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনি কোন জায়গায় থেকে বাসে উঠবেন সেটি সিলেক্ট করতে হবে। যেমন: ঢাকা টু খুলনা যেতে চাচ্ছেন। এখন ঢাকার বিভিন্ন স্থান থেকে খুলনার বাস পাওয়া যায়। তাহলে আপনি কোন বাস কাউন্টার থেকে আপনার বাসে উঠবেন সেটি সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ্য কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। Boarding Point সিলেক্ট করার পর Continue অপশনে ক্লিক করুন। 

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে। এখন Passenger details এর স্থলে আপনার তথ্য গুলো পূরণ করুন। যেমন: Nam, Gender, Mobile Number, Gmail ইত্যাদি। অব্যশই একটি একটি মেইল দিবেন। কেননা টিকিট কাটার পর মেইলের মাধ্যমে টিকি কপি ডাউনলোড করতে পারবেন। সকল তথ্য  সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে একটু নিচে নামলে আপনার টিকিট Details দেখতে পাবেন। যেমন:

  • Ticket Price
  • Processing Fee 

সহজ বাস টিকিট কাটার নিয়ম

এখন আরেকটু নিচের নামলে Insure অপশন দেখতে পাবেন। সেখানে আপনি চাইলে Yes/ No দিতে পারবেন। তারপর নিচে থেকে I’m confirming বক্সে টিক মার্ক দিয়ে আরেকটু নিচে স্ক্রোল করলে Payment method দেখতে পাবেন। অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন যেমন: 

  • বিকাশ
  • রকেট
  • নগদ ইত্যাদি

অনলাইনে বাসের টিকিট টাকা পরিশোধ করার নিয়ম

পেমেন্ট অপশন সিলেক্ট করার পর Proceed to Pay অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ/রকেট/নগদ নম্বরটি দিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বর ভেরিফিকেশন কোড অথবা OTP আসবে। 

কোডটি বসিয়ে একাউন্টের পিন দিয়ে Confirm বাটনে ক্লিক করুন। তাহলে পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার সামনে আপনার বাসের টিকিটি প্রদর্শিত হবে। এছাড়াও Email Address টিকিটি পেয়ে যাবেন। এখন আপনি টিকিটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটারে দোকান থেকে প্রিন্ট করে ভ্রমণ করতে পারবেন। অথবা কাউন্টারে টিকিট ছবি দেখাতে পারেন।

Shohoz bus ticket booking

অ্যাপ থেকে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইন ছাড়াও আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে বাসের টিকিট কাটতে পারেন। অ্যাপ থেকে বাসের টিকিট কাটার নিয়ম। অ্যাপ থেকে বাসের টিকিট কাটার জন্য সর্ব প্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Play Store অ্যাপটি ওপেন করুন। এবারে সার্চ অপশনে গিয়ে Shohoz লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি Install করুন। এখন অ্যাপটি সম্পূর্নভাবে Install হওয়ার পরে ওপেন করুন।

অ্যাপ থেকে বাসের টিকিট কাটার নিয়ম- shohoz app

এখন শুরুতে ভাষা নির্বাচন করুন। অর্থাৎ আপনি কোন ভাষাতে অ্যাপটি ব্যবহার করতে চান। বাংলা নাকি ইংরেজি সেটি নির্বাচন করুন এবং শুরু করুন অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে এসে আপনার একটি মোবাইল নম্বর দিয়ে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। 

এবার আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ দিয়ে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা OTP আসবে সেটি সঠিকভাবে বসিয়ে আবারও ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে এবং অ্যাপের হোম পেইজে রিডাউরেক্ট করবে। Shohoz অ্যাপের হোম পেইজে আসার পর দুটি অপশন দেখতে পাবেন। 

  1. বাসের টিকিট এবং
  2. লঞ্চের টিকিট

এখন আপনি চাইলে Shohoz অ্যাপের মাধ্যমে বাসের টিকিট ও কাটতে পারবেন এবং লঞ্চের টিকিট ও কাটতে পারবেন। যেহেতু আমরা বাসের টিকিট কাটবো এজন্য বাসের টিকিটের উপরে ক্লিক করবো। তাহলে আপনার সামনে একটি ফ্রম চলে আসবে। যেমন: 

  • From
  • To
  • Date of Journey
  • Date of Return

উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘Search Buses’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া তারিখে যে যে বাস চলাচল করবে। সেই সকল বাসের নাম, টিকিট মূল্য, ছাড়ার সময় ইত্যাদি দেখতে পাবেন। যেমন :

  • Tungipara Express
  • Ena Transport 
  • Emad paribahan
  • Dola paribahan ইত্যাদি। 

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন এবং View Seats অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন কোন কোন সিট খালি রয়েছে। এখানে সাদা রঙের সিট গুলো খালি রয়েছে এবং কালো রঙের সিট গুলো বুকিং। এখন আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম- বঙ্গভাষা

সিট সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচে নামলে সিটের Total দাম দেখতে পাবেন। এখন আপনি Choose Boarding Point অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বাস স্টেশনের নাম এবং সময়  দেখতে পাবেন। এখন নিকটস্থ্য বাস কাউন্টার সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন। তাহলে একটি নতুন পেইজ চলে আসবে। যেমন: 

  • Name
  • Gender
  • Mobile Number
  • Email

উপরিউক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। এখন আপনি আবার ও নিচের দিকে স্ক্রোল করে নামলে I am confirming that I have read অপশন টিক চিহ্ন দিয়ে আবার ও নিচে নামলে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। এখন আপনি টাকা পেমেন্ট করার জন্য অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন :

  • বিকাশ
  • রকেট
  • নগদ

সহ আরোও অনেক পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। এখন আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ আমরা বিকাশ সিলেক্ট করলাম। তাহলে প্রথমে আপনার বিকাশ একাউন্ট মোবাইল নম্বরটি দিয়ে ‘Confirm’ অপশনে ক্লিক করুন। এখন আপনার নম্বর ভেরিফিকেশন কোড অথবা OTP আসবে। 

এবারে কোডটি বসিয়ে বিকাশ একাউন্টের পিন দিয়ে ‘Confirm’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আপনার বাসের টিকিটি শো করবে এবং আপনার Email Address টিকিটি কপি চলে যাবে। এখন আপনি টিকিটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটারে দোকান থেকে প্রিন্ট করে ভ্রমণ করতে পারবেন। অথবা মোবাইল থেকে কাউন্টারে টিকিট কপি দেখালেও হবে।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি অনলাইন এবং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেয়ে যাবেন বঙ্গভাষা ওয়েবসাইটে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice