ফেসবুক থেকে ইনকাম করার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ফেসবুক থেকে ইনকাম করার নতুন মাধ্যম হচ্ছে: Facebook পার্টনারশিপ এড মনিটাইজেশন।
এখন আপনার ফেসবুক একাউন্ট কিংবা ফেসবুক পেজ থেকে Facebook পার্টনারশিপ এড মনিটাইজেশন চালু করে ইনকাম করতে পারবেন। আপনি যদি এখনো পর্যন্ত Facebook পার্টনারশিপ এড মনিটাইজেশন চালু করেননি।
তাহলে এই পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। কিভাবে ফেসবুক থেকে ইনকাম করার নতুন মাধ্যম Facebook পার্টনারশিপ এড মনিটাইজেশন চালু করবেন। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
👉ফেসবুক থেকে ইনকাম করার নতুন উপায়:
ফেসবুক থেকে ইনকাম করতে আপনার ফেসবুক পেজে লগইন করুন। তারপর ফেসবুক Profile প্রবেশ করৈ “ professional dashboard” অপশনটিতে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে কয়েকটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: স্ক্রোল করে নিচে নামুন। তাহলে partnership ads নামে একটি অপশন দেখতে পাবেন। এখন partnership ads লেখাটিতে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে No Approved…. partners লেখা দেখতে পাবেন। ফেসবুক থেকে ইনকাম করার জন্য নিচে থেকে How to Works অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
Facebook পার্টনারশিপ এড মনিটাইজেশন চালু করে ইনকাম করার জন্য আবারোও আপনার ফেসবুক পেজে প্রবেশ করুন। তাহলে Create নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Create অপশনে ক্লিক করুন। তাহলে নিচে কয়েকটি অপশন চলে আসবে।
এখন আপনি Post অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে পোষ্ট করার ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন এবং Tag business partner অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে Tag brand অপশন দেখতে পাবেন।
এখন ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে Tag brand অপশনে আপনি যে কোম্পানির জন্য কাজ করছেন তাদের নাম লিখে ট্যাগ করুন। ধরুন আপনি samsung মোবাইল রিভিউ ভিডিও তৈরি করলেন। তাহলে এখানে স্যামসাং লিখে ট্যাগ করুন।
আপনি যখন ট্যাগ করবেন তখন আপনার এই ভিডিওটির নটিফিকেশন Samsung কোম্পানির কাছে চলে যাবে। এখন তারা চাইলে আপনার ভিডিওটি বুস্ট করতে পারে। এতে করে আপনার দুই ভাবে ইনকাম হবে। প্রথমত আপনার ভিডিও পোস্ট করার কারণে সেটি রেংক করবে এবং আপনার ভিডিওতে যদি মনিটাইজেশন চালু থাকে।
তাহলে সেখান থেকে আপনার ইনকাম হবে। আবার স্যামসাং কোম্পানির যখন আপনার ভিডিওটি বুস্ট করবে তখন সেখান থেকে হয়তো ৫০% টাকা আপনাকে দেওয়া হবে। তবে ফেসবুক সেটিং কনফার্ম করেনি।
কিন্তু যেহেতু ফেসবুক এই সিস্টেমটি যুক্ত করেছে তার মানে আপনি এই সিস্টেম ব্যবহার করে কোন না কোনভাবে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। ফেসবুক থেকে ইনকাম করার নতুন নিয়ম সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!