মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম, মুক্তপাঠ বলতে কি বুঝায়, কিভাবে মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করব। এসব বিষয়ে বিস্তারিত জানতে চান অনেকে। তাই আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, মুক্ত পাঠ কি? মুক্তপাঠ লগইন এড্রেস, মুক্তপাঠা একাউন্ট রেজিস্ট্রেশন সহ অন্যান্য আরোও তথ্যাবলী সম্পর্কে। তাই সম্পূর্ণ পোস্ট জুড়ে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন।
মুক্তপাঠ বলতে কি বুঝায় বা মুক্তপাঠ কি?
মুক্তপাঠ একটি উন্মুক্ত ই-লার্নিং প্ল্যাটফর্ম। যা বাংলাদেশ সরকারের একটি সার্টিফাইড প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান। এই প্ল্যাটফর্ম দ্বারা বিষয়ভিত্তিক বা পেশাগত উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মুক্তপাঠ Certificate প্রদান করা হয় যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা সমাদৃত।
মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন
মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://muktopaath.gov.bd/ এটি হলো মুক্তপাঠ অফিসিয়াল ওয়েবসাইট। এখন মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করতে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন। তারপর Muktopaath রেজিস্ট্রেশনের ধরণ হিসেবে যেকোন একটি অপশন বেছে নিন। যেমন: এনরোলমেন্ট, ইস্নট্রাক্টর/কন্ট্রিবিউটর এবং পার্টনার হোন। তারপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন এবং ‘লার্নার রেজিস্ট্রেশন’ ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে মুক্তপাঠ রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম বিস্তারিত
মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে muktopaath.gov.bd লিখে সার্চ করুন। এখন search result আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ ‘muktopaath’ মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর একটু নিচে স্ক্রোল করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
এখন আপনার যদি আগে থেকে মুক্তপাঠে একাউন্ট থাকে তাহলে ‘লগইন’ অপশনে ক্লিক করে মুক্তপাঠ একাউন্ট লগইন করে নিন। আর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন করার জন্য তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- এনরোলমেন্ট
- ইস্নট্রাক্টর/কন্ট্রিবিউটর এবং
- পার্টনার হোন
এখন আপনি যদি শুধুমাত্র দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা অর্জনের জন্য মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ‘এনরোলমেন্ট’ অপশনে ক্লিক করুন। আর আপনি যদি বিভিন্ন ধরনের কোর্স করার পাশাপাশি আপনি নিজেও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান এবং সেই কনটেন্ট গুলো মুক্তপাঠের ওয়েবসাইটে আপলোড করতে চান। তাহলে ‘ইস্নট্রাক্টর/কন্ট্রিবিউটর’ অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
আর আপনার যদি কোন প্রতিষ্ঠান থেকে থাকে এবং সেই প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের কোর্স তৈরি করতে চান। যেমন: সেটি হতে পারে পেইড কোস এবং ফ্রি কোর্স। তাহলে আপনি ‘পার্টনার হন’ অপশনে ক্লিক করে মুক্তপাঠ রেজিস্ট্রেশন করুন। এখন আপনি যদি উপরে এনরোলমেন্ট ইস্নট্রাক্টর/কন্ট্রিবিউটর এবং পার্টনার হোন অপশন গুলোতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন।
সেখানে তারা বলে রেখেছে ‘কোন শিক্ষার্থী যদি মুক্তপাঠে একাউন্ট তৈরি করে। তাহলে তারা সেই শিক্ষার্থীকে অর্থাৎ এনরোলমেন্ট যারা একাউন্ট খুলবে তাদের যত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সেই সব ধরনের সুযোগ-সুবিধা ইস্নট্রাক্টর/কন্ট্রিবিউটর একাউন্টে থেকে সেই শিক্ষার্থীকে দিবে।
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী একাউন্ট সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে নিন। উদাহরণ স্বরূপ, আপনি ‘এনরোলমেন্ট’ একাউন্ট তৈরি করতে চান সেজন্য ‘এনরোলমেন্ট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
সেখানে ‘লার্নার রেজিস্ট্রেশন’ নামে একটি ফর্ম দেখতে পাবেন এবং ফর্মে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- অংশগ্রহণকারীর নাম
- পেশার ধরন
- সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম লিখুন (ইংরেজিতে)
- লিঙ্গ
- মোবাইল নাম্বার/ইমেইল
- পাসওয়ার্ড (পাসওয়ার্ড অন্তত ৬টি অক্ষর ব্যবহার করুন)
- পাসওয়ার্ড কনফার্ম এবং
- প্রতিবন্ধিতা
মনে রাখবেন, পেশার ধরন হিসেবে শিক্ষকতা ছাড়া বাকি সকল পেশা সিলেক্ট করতে পারবেন। সেগুলো অটোমেটিক বসে যাবে। কিন্তু শিক্ষকতা সিলেক্ট করলে আপনাকে (PDS ID, PIN, HRMIS, ইনডেক্স) নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। কেননা, মুক্তপাঠে শিক্ষকদের জন্য অনেক গুলো স্পেশাল কোর্স রেয়েছে যেগুলো সুধু মাত্র শিক্ষকরাই করতে পারবেন। কিভাবে PDS আইডি পাবেন তা নিচে আলোচনা করা হলো।
এখন উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং ‘রেজিস্ট্রেশন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেইলে একটি ভেরিফিকেশন কোড/ OTP যাবে। সেটি বসিয়ে ‘সাবমিট করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টি তৈরি হয়ে যাবে। এখন আপনাকে প্রোফাইল পরিপূর্ণ করতে হবে। সেজন্য ‘প্রোফাইলের তথ্যদি’ অপশনে ক্লিক করে প্রোফাইলটি ১০০% সম্পন্ন করুন।
এখন আপনি যদি মুক্তপাঠ কোর্সগুলো করতে চান তাহলে এখান থেকে ‘কোর্স’ অপশনে ক্লিক করুন। তাহলে মুক্তপাঠের সকল কোর্সের নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কোর্সগুলো করুন এবং আপনি ‘মুক্তপাঠে সার্টিফিকেট ডাউনলোড’ করার জন্য সর্বপ্রথম আপনার মুক্তপাঠের প্রোফাইল ১০০% সম্পূর্ণ করুন। তা না হলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না। সেজন্য প্রোফাইল ১০০% সম্পূর্ণ করুন। তাহলে খুব সহজে আপনি আপনার মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন PDS ID পাওয়ার উপায়
মুক্তপাঠ PDS ID, PIN Number ও HRMIS পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে।
এখন 3 ডট অপশন থেকে Portal অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার প্রতিষ্ঠানটি যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধিন না হয় তাহলে আপনি এখান থেকে PDS নাম্বার বের করতে পারবেন না। কিন্তু যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত নয় তারা কিভাবে PDS ID বের করবেন তা নিচে তুলে ধরা হলো। এখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে আসারা পর এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন ‘শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরন নির্বাচণ’ অপশনে ক্লিক করে ‘শিক্ষা প্রতিষ্ঠান, সিলেক্ট করুন। এখন আপনার যদি প্রতিষ্ঠানের EIIN নাম্বার জানা থাকে। EIIN নাম্বার দিয়ে ইন্টারে প্রেস করুন। তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের PDS ID সহ সকল ডকুমেন্ট দেখতে পাবেন। কিন্তু আপনার প্রতিষ্ঠানটি যদি খুঁজে পেতে কষ্ট হয় তাহলে ফর্মের বাকি তথ্য গুলো বসিয়ে খুঁজে দেখুন। আসা করি পেয়ে যাবেন।
এখন আসি যারা বেসরকারি শিক্ষক বা প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারা কিভাবে PDS ID খুঁজে পাবেন। তাদের ক্ষেত্রে বলে রাখি তারা চাইলেও PDS ID দিয়ে ভেরিফাই করতে পারবেন না। তাহলে তারা কিভাবে মুক্ত মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করবেন? এক্ষেত্রে তাদের করণীয় কাজ গুলো PDS ID পরিবর্তে অন্য অপশন গুলো যেমন: Pin number, HRMIS, ইনডেক্স ইত্যাদি দিয়ে মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করা।
আশা করি, আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন কিভাবে মুক্তপাঠ একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।