নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করবেন। সাধারণত, আপনি ছবি অথবা ভিডিও ব্যবহার করে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করতে পারবেন।
বর্তমান সময়ে আপনি যদি সঠিক নিয়মে একটি নিউজ চ্যানেল খুলতে পারেন এবং প্রতিদিন সঠিক নিয়ম মেনে নিউজ আপলোড করেন। তাহলে 7 দিনের মধ্যে আপনার নিউজ চ্যানেলটি গ্ৰো করাতে পারবেন। কারন বর্তমান সময়ে নিউজ ভিডিও ইউটিউবে আপলোড করলেই ভাইরাল। তাই আপনি যদি নিউজ রিলেটেড ইউটিউব চ্যানেল খুলতে চান। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনার ছবি অথবা ভিডিও ব্যবহার করে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোষ্টটি পড়ার অনুরোধ রইলো।
নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income
নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করার জন্য সর্বপ্রথম আপনাকে নিউজ কালেক্ট করতে হবে। সাধারণত, নিউজ ভিডিও তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের নিউজ কালেক্ট করতে হবে। এখন আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন নিউজ কোথায় পাবেন? এখন নিউজ কালেক্ট করার জন্য আপনার মোবাইলে থাকা Google Chrome Browser প্রবেশ করুন।
তারপর search অপশনে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ওয়েবসাইটের নাম লিখুন। যেমন: প্রথম আলো, যমুনা টিভি এবং সময় টিভি ইত্যাদি। উদাহরণ স্বরূপ, আপনি প্রথম আলো লিখে সার্চ করলেন। তাহলে আপনার সামনে প্রথম আলোর ওয়েবসাইট চলে আসবে।
এখন আপনি ওয়েব সাইটে প্রবেশ করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো নিউজ শো করবে। এখন আপনি চাইলে সেই নিউজগুলো ভিডিও অথবা ছবি আকারে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছবি অথবা ভিডিও দিয়ে নিউজ ভিডিও তৈরি করতে হয়।
ভিডিও দিয়ে নিউজ ভিডিও তৈরি করার নিয়ম
ভিডিও দিয়ে নিউজ ভিডিও তৈরি করার জন্য আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি নিউজ এর উপর ক্লিক করে নিউজটি ওপেন করুন। তাহলে সেখানে আপনি নিউজ সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন।
এখন আপনাকে সেই নিউজ থেকে লেখাগুলো রিডিং পড়ে ভয়েস ওভার করে নিতে হবে। মূলত, ভয়েস ওভার করে আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে। এখানে আপনি শুদ্ধভাবে নিউজ পড়ে একটি ভিডিও তৈরি করুন। এখন ভয়েস ব্যবহার করে ভিডিও তৈরি করার জন্য আপনি চাইলে সরাসরি নিউজ পড়ে নিজের মতো করে ভিডিও তৈরি করতে পারবেন।
অথবা নিজের মতো করে ক্লিপিং করেও ভয়েস ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি নিউজ স্ক্রিনশট দিন। এখন আপনাকে ভিডিও ফুটেজ অথবা ফটো কালেক্ট করতে হবে। এখন ফটো কালেক্ট করার জন্য আপনার নিউজ অনুযায়ী গুগল থেকে একটি ফটো ডাউনলোড করুন।
তারপর আবারো আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে আপনি যে টপিংয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন। সেটি লিখে সার্চ করুন। উদাহরণ স্বরূপ, আপনি ডক্টর ইউনুস অথবা ছাত্র- ছাত্রীদের নিয়ে ভিডিও তৈরি করছেন।
এখন আপনাকে ডক্টর ইউনুস অথবা ছাত্র-ছাত্রীদের নিয়ে কিছু ভিডিও ফুটেজ অথবা ছবি প্রয়োজন হবে। এখন আপনাকে ভিডিও ফুটেজ অথবা ছবি কালেক্ট করতে হবে। তাহলে search অপশনে ‘student protests Bangladesh’ লিখে সার্চ করুন। তারপর image অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে প্রচুর পরিমাণ পিকচার চলে আসবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী পিকচার ডাউনলোড করুন। তাছাড়াও আপনি চাইলেই ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনি চাইলে ইউটিউব অথবা গুগল থেকে ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি ইউটিউব অথবা গুগল থেকে ডাউনলোড করা ভিডিও ব্যবহার করেন।
আরোও পড়ুন: ফ্রিতে Major star ইনকাম করুন ২০২৪।
সেক্ষেত্রে আপনার ফেস দেখাতে হবে। যেমন: আপনি সাইডে একটি ভিডিও ওপেন করে দিবেন এবং সেই ভিডিও সম্পর্কে আপনি কিছু বলবেন। যে সেই ভিডিওতে কি বলা হয়েছে সেই সম্পর্কে আপনি বলবেন। তাহলে আপনি ইউটিউব অথবা গুগল থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ফেস দিয়ে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করতে পারবেন।
ছবি দিয়ে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income
ছবি দিয়ে নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করারর জন্য আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে আপনি যে ভয়েস ওভার করে ভিডিও তৈরি করবেন। সেই ভয়েস ওভার অনুযায়ী ছবি ডাউনলোড করুন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: ফটো এবং ভয়েস সংযুক্ত করতে হবে। অর্থাৎ, ফটো এবং ভয়ের এডিটিং করে আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে। তাহলে ভিডিও এডিটিং করার জন্য আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি এডিটিং সফটওয়্যার ওপেন করুন। যেমন: কাইনমাস্টার, ক্যাপ কার্ট অথবা ভিএন এডিটর।
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করুন। উদাহরণ স্বরূপ, ইনশর্ট সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করার জন্য Inshot সফটওয়্যারটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন।
এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Video
- Photo এবং
- Collage
এখন আপনি Video লেখাটিতে ক্লিক করে New অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আপনার মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে। এখন সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ছবি সিলেক্ট করুন। এখন আপনাকে ছবিটিকে লং রেশিওতে কনভার্ট করতে হবে।
তাহলে ছবিটিকে লং রেশিওতে কনভার্ট করার জন্য নিচে থেকে Canvas অপশনে ক্লিক করুন। তারপর পিকচারটি 16.9 অপশনে ক্লিক করে পিকচারটি জুম করুন। তাহলে আপনার পিকচারটি লং রেশিওতে কনভার্ট হয়ে যাবে। এখন আপনাকে এই ভিডিওটি এডিটিং করতে হবে।
পিকচারটি আপনার ভিডিওর লেন্থ কতটুকু হবে সেই অনুযায়ী বড় করতে হবে। উদাহরণ স্বরূপ, আপনার ভিডিওটি ২ মিনিটের হবে। তাহলে আপনার ভিডিওর ফুটেজ অনুযায়ী লেয়ারটি লম্বা করুন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: ভিডিওতে আপনাকে ভয়েস এড করতে হবে।
কারণ ভয়েসের সাথে মিল রেখে এখানে ফটো আপনাকে একের পর এক ফটো এন্ট্রি করতে হবে। তাহলে ভয়েস এড করার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: আপনারা যে স্ক্রীনশট গুলো দিয়েছেন ভয়েস ব্যবহার করার জন্য। এখন সেই স্ক্রিনশটের লেখাটি আপনার খাতায় লিখে নিতে হবে অথবা সেটা দেখে দেখে ভয়েস ওভার করে দিবেন।
এখানে আপনি রেকর্ডিং সফটওয়্যারে এসে যদি ভয়েস রেকর্ড করতে চান। সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। ইনশর্ট সফটওয়্যার থেকে সরাসরি ভয়েস রেকর্ড করার জন্য PIP ফাইল অপশনে ক্লিক করুন। তারপর আপনার ফটো স্ক্রিনশটটি নিয়ে নিন। এখানে দুটি স্ক্রিনশট দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: স্ক্রিনশটের লেন্থ বাড়িয়ে দিতে হবে।
https://bongovasha.com/earn-money-online-for-free-with-bkash-payments/
কারন সম্পূর্ণ ভিডিওতে আপনাকে এডিটিং করতে হবে। তাহলে স্ক্রিনশর্টের লেয়ারটি সম্পূর্ণ ভিডিওতে এপ্লাই করে দিন। এখন স্ক্রিনশটটি দেখে দেখে আপনাকে ভয়েস ওভার করে দিতে হবে। তাহলে ভয়েস ওভার করার জন্য নিচে থেকে music অপশনে ক্লিক করুন।
তারপর রেকর্ড অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর এখানে যেটি লেখা রয়েছে সিটি শুদ্ধভাবে রিডিং পড়ে নিজের মতো করে ভিডিওটি রেকর্ড করুন। এখন স্ক্রিনে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে স্ক্রিনশর্টগুলো আপনি ডিলেট করে দিন। এখন আপনাকে ভয়েস ওভার অনুযায়ী এখানে ছবি এড করতে হবে।
এখন আপনার ভিডিওর ভয়েস অনুযায়ী ছবি এড করুন। তাহলে আপনার ভিডিও এডিটিং সম্পূর্ণ হবে। এখন আপনি ভিডিওটি ডাউনলোড করে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আশা করি, নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এরকম ইনকাম রিলেটেড আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। https://youtu.be/WiSmZGe6MCw?si=zTpC6J0F-wRsSfb7