Itel City 100 স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। Itel কোম্পানি বরাবরের মতোই কম বাজেটের মধ্যে আরোও নতুন একটি মোবাইল মার্কেটে আনছে। ফোনটি হচ্ছে: আইটেল সিটি ১০০ স্মার্টফোন।
Itel City 100 স্মার্টফোনটি বাজারে অবিশ্বাস্য দামে মার্কেটে প্রকাশ পেয়েছে। Itel কোম্পানি সাধারণ ইউজারদের কথা মাথায় রেখে সবসময় কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন প্রোভাইড করে। তেমনি তাদের আরোও একটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। নিচে আইটেল সিটি ১০০ স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
👉 Itel City 100 স্মার্টফোনের প্রাইস এবং Specifications:
Itel City 100 স্মার্টফোনটি তৈরিকৃত দেশ চীন। মূলত, ফোনটি চীন থেকে সরাসরি বাংলাদেশের বাজারে প্রকাশ করা হয়েছে। আইটেল সিটি ১০০ স্মার্টফোনটি ২০২৫ সালের এপ্রিল মাসের ২৭ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ভাবে প্রকাশ পেয়েছে।
আইটেল সিটি ১০০ ফোনটির ওজন মাত্র: ১৮৫ গ্ৰাম এবং ফোনটির অফিসিয়াল প্রাইস: ১১,৯৯০ টাকা ভ্যাট সহ (6GB+128GB)। ফোনটি বাজারে ফোনটি তিনটি কালার ও তিনটি ভেরিয়েন্ট প্রকাশ পেয়েছে। যেমন:
- Pure Titanium (পিওর টাইটানিয়াম) 4GB+128GB
- Navy Blue (নেভি ব্লু) এবং 6GB+128GB
- Fairy Purple (ফেয়ারি পার্পল) 8GB 128GB
আইটেল সিটি ১০০ ফোনটিতে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। একটি হচ্ছে: প্রধান ক্যামেরা ও অপরটি হচ্ছে: সেলফি ক্যামেরা। ফোনটির প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 30fps ১০৮০ পিক্সেলের ভিডিও করতে পারবেন।
ফোনটির ডিসপ্লেটে 6.75 inches IPS LCD ব্যবহার করা হয়েছে। যেটি 110.0 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে আরোও রয়েছে 700 nits, 90Hz Refresh rate, 720×1600 পিক্সেল রেজুলেশন ও 20:9 রেশিও। ফোনটির নেটওয়ার্ক সিস্টেম হিসেবে রয়েছে 2জি থেকে 4জি নেটওয়ার্কের সুবিধা ও HSPA স্পিড।
ফোনটিতে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও ফোনটিতে Unisoc T7250 চিপসেট রয়েছে। যেটি 12 ন্যানোমিটার। জিপিইউ Mali-G57 MP1 ও অপারেটিং সিস্টেম Android 14।
আইটেল সিটি ১০০ ফোনটিতে 5,200এমএইচ শক্তিশালী ব্যাটারি ও সাথে একটি 18 ওয়ার্ডের চার্জার রয়েছে। এছাড়াও ফোনটিতে আরোও গুরুত্বপূর্ণ ফিচার এড করা হয়েছে। যেমন: লাউট স্পিকার, ওটিজি, 3.5mm jack, জিপিএস এবং ব্লুটুথ সিস্টেম চালু রয়েছে। এছাড়াও এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
লেখক,
সুমাইয়া খাতুন সাথী (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।
Source of info: Itel City 100 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন: