বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে কাজ করে থাকেন। কিন্তু কিভাবে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করতে হয় সেই সম্পর্কে সঠিকভাবে জানেন না। তাদের জন্য আজকের পোস্টটি।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার ইনকাম করা টাকা বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
Binance to Bkash কিভাবে টাকা লেনদেন করবেন
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য সর্বপ্রথম আপনার বাইনান্স একাউন্টে প্রবেশ করুন। তাহলে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Home
- Markets
- Trade
- Futures এবং
- Wallets
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য ‘wallets’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সেখান থেকে Spot অপশনে ক্লিক করুন।
এখন আপনাকে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার একাউন্টে যে ডলার বা টোকেন রয়েছে। সেই ডলার বা টোকেনটি প্রথমে USDT ট্রান্সফার করতে হবে। তারপর আপনি সেই ডলারটি মার্কেটে সেল করে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য spot অপশনে ক্লিক করে নিচে থেকে Trade লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একাউন্টের টোকেন দেখতে পাবেন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য আপনি যে টোকেন বা ডলারটি USDT পরিবর্তন করবেন সেটি সিলেক্ট করুন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী টোকেন বা ডলার সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Sell অপশন এ ক্লিক করুন।
এখন নিচে Market অপশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী Market অপশন সিলেক্ট করুন এবং নিচে আপনাকে একাউন্ট বাড়িয়ে দিতে হবে। তাহলে আপনি অ্যামাউন্ট অপশনে ক্লিক করে এমাউন্টটি বাড়িয়ে দিন এবং Sell Hamster অপশনে ক্লিক করুন। তাহলে আপনার টোকেনটি ডলারটি কনভার্ট হয়ে যাবে।
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য আপনি আবারোও নিচে থেকে Wallets অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার hamster টোকেন বা আপনার যে অন্য টোকেন থাকবে। সেটি USDT বা ডলার হয়ে যাবে। কিন্তু আপনি চাইলেই এই ডলারটি সেল করতে পারবেন না।
আপনার ডলারটি সেল করে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য সর্বপ্রথম আপনার ডলারটি Funding অপশনে নিয়ে আসতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ডলার Funding অপশনে কনভার্ট করতে হয়।
ডলার Funding অপশনে কনভার্ট
বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য আপনার ডলারটি সর্বপ্রথম Funding অপশনে নিয়ে আসতে হবে। তাহলে ডলারটি Funding অপশনে কনভার্ট করার জন্য উপর থেকে Funding অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Deposit
- Withdraw এবং
- Transfer
এখন আপনি transfer অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি সেখান থেকে Amount অপশনে ক্লিক করে আপনি কত টোকেন USDT রূপান্তরিত করতে চাচ্ছেন। সেটি সিলেক্ট করুন। এখন একাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে Confirm transfer অপশনে ক্লিক করে Ok অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ডলারটি Funding অপশনে কনভার্ট হয়ে যাবে।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট ২০২৫
এখন আপনি Funding অপশন থেকে আপনার ডলাটি সেল করে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন। এখন আপনি Funding অপশনে ক্লিক করে Trade অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে P2P অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার কারেন্সি BDT অটোমেটিক সিলেক্ট করা থাকবে। বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Sell অপশন সিলেক্ট করুন। তাহলে আপনি এখানে বিভিন্ন বায়ারের তালিকা দেখতে পাবেন। এখানে একেক জন বায়ার ডলারের রেট একেক রকম দিয়ে থাকে।
কিন্তু এখান থেকে আপনাকে একজন ট্রাস্টেড বায়ার বেছে নিতে হবে। যাতে করে আপনি নিরাপদে লেনদেন করতে পারেন। এখন কি করে বুঝবেন কোন বায়ার আর কতটা ট্রাস্টেড? এটি বোঝার জন্য প্রথমে বায়ারের নামের সাথে Verified চিহ্নটি দেখুন।
তারপর তার নামের নিচে Trade নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে সেখানে উনি কতবার Trade করেছেন সেটি দেখতে পাবেন। যে যত বেশি ট্রেড করেছে সে তত বেশি ট্রাস্টেড। এছাড়াও বায়ারের রেটিং দেখেও বুঝতে পারবেন সে কতটা ট্রাস্টেড।
এখন আপনি সব ভালোভাবে দেখে নিন। তারপর Sell অপশন এর উপরে বায়ার কিভাবে টাকা দিবে সেটি দেখতে পাবেন। যেমন: Bkash, Nagad, Rocket, Bank transfer। এখন আপনি যেভাবে টাকা নিতে চান। সেরকম বায়ার আর খুঁজে বের করুন। তারপর Sell অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি Select a payment method অপশনে ক্লিক করে Add bkash থেকে আপনার Bkash number টি দিয়ে দিন। তারপর Confirm অপশনে ক্লিক করুন। তারপর Bkash নম্বরটি ভেরিফাই করে নিন।
এখন আপনি Quantity অপশন থেকে All করে দিন। অর্থাৎ আপনি কত টাকা তুলতে চাচ্ছেন। সেটি সিলেক্ট করুন। তারপর একদম নিচে গিয়ে Place order বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে। সেখানে আপনি Waiting for buyer payments অপশন দেখতে পাবেন। অর্থাৎ বায়ার আগে আপনাকে টাকা পাঠাবে। তারপর আপনি সেটি কনফার্ম করবেন।
https://bongovasha.com/free-trusted-money-earning-app/
সাধারণত, আপনি এখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। টাকা আসার পর আপনি Payment received বাটনে ক্লিক করুন। তারপর ‘I have verified that’ সিলেক্ট করে Confirm release বাটনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্ট সম্পন্ন হবে।
এখন আপনি চাইলে বায়ারকে Feedback বা রেটিং দিতে পারেন। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন।
আশা করি, বোঝাতে পেরেছি কিভাবে বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ !