অনলাইনে রেলওয়ে টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আজকের পোস্টে আমরা আলোচনা করব। কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে। রেলওয়ে টিকেট কাটতে পারেন এবং কিভাবে রেলওয়ে পেমেন্ট পরিশোধ করবেন ইত্যাদি।
রেলওয়ে টিকেট কাটার নিয়ম
অনলাইনে রেলওয়ে টিকেট কাটার জন্য প্রথমে, Google play store থেকে ‘Rail Sheba’ অ্যাপটি ইন্সটল করুন। এটি হলো বাংলাদেশ সরকারের রেলওয়ে সেবা এপ্লিকেশন। অ্যাপটি Install হওয়ার পর Mobile number ও Password দিয়ে লগইন করুন। অথবা Registration অপশনে ক্লিক করে Mobile No, NID, Date of birth ও ক্যাপচা পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তাহলে আপনি রেল টিকেট কাটতে পারবেন।
অনলাইনে রেলওয়ে টিকেট কাটার নিয়ম ধাপে ধাপে
অনলাইনে রেলওয়ে টিকেট কাটার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Play Store ওপেন করুন এবং সার্চবারে ‘Rail Sheba’ লিখে সার্চ করুন। তারপর ‘Rail Sheba’ অ্যাপটি install করুন।
অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পরে অ্যাপ প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Mobile number
- Password
এখন আপনার যদি আগে থেকে ‘Rail Sheba’ অ্যাপে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করুন। অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে ‘Registration’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Enter mobile number
- Enter NID number
- Select date of birth
- I,m not Robot (Capture)
এখন উপরের অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচের ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Verify অপশনে ক্লিক করুন। কিন্তু আপনাদের যাদের এনআইডি কার্ড নেই এবং বয়স ১৮ বছরের নিচে। তারা চাইলে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এখন আপনার এনআইডি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর নিজে থেকে ভেরিফাই অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপ নিয়ে যাবে। সেখানে আপনার এড্রেস ইমেইল এড্রেস ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
আরোও পড়ুন: অনলাইনে অগ্রিম বাসের টিকেট কাটার নিয়ম
জন্ম নিবন্ধন দিয়ে রেলওয়ে টিকেট কাটার নিয়ম
যারা জন্ম নিবন্ধন দিয়ে রেলওয়ে টিকিট কাটবেন। তারা নিচ থেকে Submit data অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে অপশনে নিয়ে যাবে। সেখানে একটি ফর্ম দেখতে পাবেন। এখন ফর্মে থাকা তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন যেমন:
- Full name
- Mobile Number
- Confirm mobile Number
- Identification type
- Identification number
- date of birth
- Postal code
- Address
- Password
- Confirm password
এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন এবং নিচে আপনার জন্ম নিবন্ধন ছবি আপলোড করে ‘Registration’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ‘Registration’ সম্পূর্ণ হবে। এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন করুন। তাহলে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে I agree অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে ‘Rail Sheba’ অ্যাপে নিয়ে যাবে।
রেলওয়ে টিকেট বুকিং করার নিয়ম
ভিতরে প্রবেশ করার পর সেখানে একটি ফর্ম দেখতে পাবেন এবং অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Select station From
- Select station To
- Select class
- Select date
এখানে আপনি যে স্টেশন থেকে যে স্টেশন ভ্রমণ করতে চাচ্ছেন তার নাম এবং তারিখ সঠিকভাবে পূরণ করুন এবং Search train অপশনে ক্লিক করুন। তাহলে ওই দিন আপনার দেওয়া ঠিকানায় থেকে যে যে Rail অতিক্রম করবে। সেই সকল Rail এর নামের তালিকা দেখতে পাবেন। যেমন:
- Dhumketu experience (769)
- Nilsagar experience (765)
- Tista experience (707) ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘রেল’ সিলেক্ট করুন। তাহলে আপনার ভ্রমনের তারিখে যে যে টিকেট খালি রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে সাদা রঙের সিট গুলো অ্যাভেলেবেল রয়েছে এবং হলুদ রঙের সিট গুলো আগে থেকে ভর্তি রয়েছে।
এখানে আপনাকে সাদা রঙের সিট গুলো থেকে সিট সিলেক্ট করতে হবে। এখন আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন এবং নিচে থেকে ‘Continue purchase’ অপশন ক্লিক করুন।
রেলওয়ে টিকেট পেমেন্ট পরিশোধ করার নিয়ম
Continue purchase অপশন ক্লিক করার পর আপনার তথ্যগুলো দেখতে পাবেন। যেমন:
- নাম
- প্রাপ্তবয়স্ক
- ইমেইল এড্রেস
- মোবাইল নম্বর
- সিট নম্বর ইত্যাদি
এখন উপরের তথ্যগুলো সঠিকভাবে থাকলে নিচে থাকে Proceed অপশনে ক্লিক করুন। তাহলে নিচে আপনার টিকেট মূল্য দেখতে পাবেন। যেমন:
- ভাড়া এবং
- সার্ভিস ফি
আপনি অনলাইনে টিকেট কাটলে আপনাকে প্রত্যেক টিকিটের জন্য ২০ টাকা করে সার্ভিস ফি প্রদান করতে হবে। এখন নিচে পেমেন্ট করার জন্য অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন:
- বিকাশ
- রকেট
- নগদ
- উপায়
- Visa
- DBBL Nexus ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণস্বর, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তারপর নিচে থেকে Proceed to payment অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে বিকাশ পেমেন্টের গেট করে নিয়ে যাবে।
সেখানে আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে। সেটি বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টে পিন নম্বর বসিয়ে আবারও Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার টিকেট দেখতে পাবেন।
একই সাথে সেখানে টিকিটের PNR নম্বরটি দেখতে পাবেন। এখন নিচে থেকে View ticket অপশনে ক্লিক করলে আপনার রেলওয়ে টিকেটটি দেখতে পাবেন। সেখানে আপনার টিকিটের সকল তথ্য দেখতে পাবেন। যেমন:
- নাম
- মোবাইল নম্বর
- ভ্রমণ তারিখ ইত্যাদি
এখন রেলওয়ে টিকেট ডাউনলোড করার জন্য Download ticket অপশনে ক্লিক করে রেলওয়ে টিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি যে ইমেইলটি দিয়েছেন ইতিমধ্যে তাতে আপনার টিকিটটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে সেখান থেকেও রেলওয়ে টিকেটটি সংগ্রহ করতে পারবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি অনলাইনে রেলওয়ে টিকেট কাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Rokon