ব্র্যাক ব্যাংক থেকে লোন নিন ৫ লক্ষ টাকা পর্যন্ত। বিভিন্ন প্রয়োজনে আমাদের অর্থের প্রয়োজন হতে পারে। তাৎক্ষনাত অর্থের যোগান দিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক সহজ শর্ত সাপেক্ষে লোন সেবা প্রদান করে থাকে। আজকের পোস্টে ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হলো।
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন আবেদন করার নিয়ম:
- আপনি যদি ব্রাক ব্যাংক স্যালারি লোন নিতে চান। তাহলে আপনার নিকটস্থ শাখায় যান এবং শাখা থেকে আপনার স্যালারি লোনের ফর্মটি সংগ্রহ করুন
- তারপর স্যালারি লোনের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন
- লোনের ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এটাস্ট করুন এবং শাখায় জমা করুন
- ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ আপনার লোনের আবেদনটি যাচাই-বাছাই সম্পন্ন করবে এবং
- ব্র্যাক ব্যাংক আপনাকে যদি লোনের জন্য উপযুক্ত মনে করে। তাহলে আপনাকে লোনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন আবেদন করতে কি কি লাগে:
- ব্র্যাক ব্যাংক স্যালারি লোন নিতে আবেদনকারীর পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে
- আবেদনকারীর ৩ থেকে ৬ মাসের বেতনের স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট
- আবেদনকারীর চাকরির ডকুমেন্ট। যেমন: চাকরির ডকুমেন্ট, চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ইনস্টিটিউশন লেটার ইত্যাদি
- বর্তমান ঠিকানা প্রমাণকের জন্য ডকুমেন্ট। যেমন: বিদ্যুৎ, পানি এবং গ্যাস ইত্যাদি বিলের কপি এবং
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন যোগ্যতা:
- আবেদনকারীর বয়স ২৫ বছর থেকে ৬৫ বছর হতে হবে। তার বেশি বয়সীরা এই লোনের জন্য আবেদন করতে পারবে না
- নিয়মিত চাকরি এবং ছয় মাসের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং
- আবেদনকারীর ন্যূনতম বেতন ১২০০০ থেকে ২৫ হাজারের মধ্য হতে হবে। তাহলে খুব সহজেই ব্র্যাক ব্যাংক স্যালারি লোনের আবেদন করতে পারবে
আরোও পড়ুন: ৩০ হাজার টাকা বিকাশ পে-লেটার লোন নেওয়ার উপায়
ব্র্যাক ব্যাংক স্যালারি লোনের পরিমাণ এবং মেয়াদ:
আবেদনকারীর মাসিক বেতনের ১৫ গুন পর্যন্ত লোন নিতে পারবে। যেটি সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়। ব্র্যাক ব্যাংক স্যালারি লোন থেকে আপনি সর্বনিম্ন ২ লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে এবং ব্র্যাক ব্যাংক স্যালারি লোনের মেয়াদ সর্বোচ্চ ১২মাস থেকে ৬০ মাস দীর্ঘ স্থায়ী হয়ে থাকে। অর্থাৎ, এক থেকে পাঁচ বছর মেয়াদী হয়ে থাকে
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন সুবিধা:
- ব্র্যাক ব্যাংক স্যালারি লোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে: জামানত ছাড়াই লোন গ্রহণের সুবিধা
- ব্র্যাক ব্যাংক থেকে ২ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা লোন নেওয়া যায়
- সহজ এবং দ্রুত সময়ের মতো লোন গ্রহণের সুবিধা
- বাৎসরিক ৯% থেকে ১২% লোন গ্রহণ করা যায় এবং বেতনালভিস করলে ১% সুদের হার কম হয়
- সাধারণত ১২ থেকে ৬০ মাসের মধ্যে লোন পরিশোধ করা যায় এবং
- লোনের মেয়াদ শেষ হওয়ার আগেই লোনটি পরিশোধ করলে। লোনের অতিরিক্ত চার্জ কম হয়
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন অসুবিধা:
- ব্র্যাক ব্যাংক স্যালারি লোন শুধুমাত্র নিয়মিত চাকরিজীবীদের দেওয়া হয়
- লোনের প্রসেসিং ফি ০.৫% এবং CIB রিপোর্ট ইত্যাদি অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়
- আবেদনকারীর CIB রিপোর্ট অথবা বেতন প্রমাণ সঠিক না থাকলে আবেদনটি বাতিল হতে পারে এবং
- বিশেষ ক্ষেত্রে লোনের সুদের হার পরিবর্তন হয় ইত্যাদি
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন সুদের হার:
- ব্র্যাক ব্যাংক থেকে আপনি 9 থেকে 12 শতাংশ ইন্টারেস্টে লোন গ্রহণ করতে পারবেন। তাছাড়াও আপনি যদি ব্র্যাক ব্যাংকের বেতন হিসেবে লোন চালান তাহলে ১ শতাংশ ছাড় পাবেন
- স্যালারি লোনের প্রসেসিং ফি 0.5 শতাংশ হয়ে থাকে। সর্বোচ্চ লোনের সীমা
- ১৫০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং
- অতিরিক্ত CIB রিপোর্ট ফি সহ ইত্যাদি চার্জ প্রদান করতে হয়
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন ফরম ডাউনলোড:
- ব্র্যাক ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে লোনের ফরমটি সংগ্রহ করুন এবং
- সরাসরি ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে আবেদন ফরমটি সংগ্রহ করতে পারবেন
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার নিয়ম:
- ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার জন্য আপনার নিকটস্থ শাখায় যান
- শাখা থেকে আবেদন ফরমটি সংগ্রহ করুন
- প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ফর্মটি পূরণ করুন
- তারপর ফরমটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র গুলো সংযুক্ত করে জমা করুন এবং
- ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই করে দেখবে এবং আপনাকে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন আবেদন করতে কি কি লাগে:
- আবেদনকারী এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- আবেদনকারী এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি
- স্যালারি সার্টিফিকেট, বেতন স্লিপ এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার
- লোনের মেয়াদ ৫ লক্ষ টাকা পর্যন্ত হয় এবং
- প্রয়োজনীয় কাগজপত্র (আলোচনা সাপেক্ষে)
আরোও পড়ুন: লোন অ্যাপ থেকে কাগজপত্র ছাড়াই ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত loan নিন।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের যোগ্যতা:
- ব্রাকা ব্যাংক পার্সোনাল লোনের জন্য নিম্নের ব্যক্তিরা আবেদন করতে পারবে। যেমন: কর্পোরেট, ইঞ্জিনিয়ার, সরকারি, ডাক্তার এবং মাল্টিন্যাশনাল ইত্যাদি
- আবেদনকারীকে সর্বনিম্ন ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
- সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক ইনকাম ২৫,০০০ টাকা হতে হবে এবং
- বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক ইনকাম সর্বনিম্ন ৩০,০০০ টাকা হতে হবে
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের পরিমাণ এবং মেয়াদ:
- ব্র্যাক ব্যাংক থেকে ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায় এবং
- লোনের মেয়াদ ১ থেকে ৫ বছর হয়ে থাকে
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সুবিধা:
- জরুরী প্রয়োজনে ১ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়
- জামানতবিহীন লোন নেওয়ার সুবিধা
- কিস্তিতে লোন পরিশোধ করা যায়
- বিভিন্ন পেশাজীবী এবং চাকরিজীবীদের ক্ষেত্রে আলাদা সুবিধা দেয়
- অ্যাপস থেকে আবেদন ও টাকা উত্তোলন করা যায়
- সাধারণত ৩/৭ কর্মদিবসের মধ্যে লোন প্রদান করা হয় এবং
- ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিয়ে চিকিৎসা, ঘরবাড়ি, বিয়ে এবং শিক্ষা ইত্যাদি গ্ৰহন করা যায়
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন অসুবিধা:
- ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার তুলনামূলক বেশি হয়। যেহেতু লোনটি জামানতবিহীন সেক্ষেত্রে সুদের হার তুলনামূলক বেশি হয়। সুদের হার ৯% কিংবা তার বেশী হতে পারে
- আবেদনকারীর অনেকগুলো ডকুমেন্ট জমা করতে হয়
- আবার অনেক ক্ষেত্রে নমিনি প্রয়োজন হয়
- আবেদনকারীর সঠিক CIB রিপোর্ট না থাকলে লোন নিতে অসুবিধা হয় এবং
- বেসরকারি এবং কম বেতন চাকরিজীবীদের ক্ষেত্রে লোনটি পেতে অসুবিধা হতে পারে
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সুদের হার:
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার স্থির নয়। এটি সময় এবং ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে পরিবর্তন হয়। তাছাড়া ও আপনার লোন এবং মেয়াদের উপর নির্ভর করে লোনের সুদের হার নির্ধারণ করা হয়। তবে সম্প্রতিক তথ্য অনুযায়ী ধারণা করা হয়। ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার ৯% কম বেশি হতে পারে।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন ফরম ডাউনলোড:
- ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের আবেদন ফরমটি তাদের মেইন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এবং
- আপনার নিকটস্থ যেকোনো ব্রাক ব্যাংক শাখা থেকে আবেদন ফরমটি সংগ্রহ করতে পারবেন
ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন করার নিয়ম:
- আপনার লোনের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করুন
- আপনার নিকটস্থ শাখায় গিয়ে হোম লোনে অফিসে যোগাযোগ করুন
- আবেদন ফরম পূরণ করুন এবং ডকুমেন্ট জমা করুন এবং
- ব্যাংক কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট চেক করবে এবং আপনাকে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে
ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন করতে কি কি লাগে:
- আবেদনকারীর NID কার্ড অথবা পাসপোর্ট কপি
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের
- দুই কপি ছবি
- ঠিকানা প্রমাণকের জন্য ইউটিলিটি বিল বিদ্যুৎ, গ্যাস এবং পানি ইত্যাদি
- আবেদনকারীর লাস্ট ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- আবেদনকারীর সর্বশেষ আয়কর সনদ অথবা রিটার্ন রশিদ
- চাকরিজীবীদের ক্ষেত্রে: স্যালারি সার্টিফিকেট, লাস্ট ৩ মাসের পে-স্লিপ এবং চাকরির ভিজিটিং কার্ড ইত্যাদি
- ব্যবসায়ী/পেশাজীবীদের ক্ষেত্রে: শেষের ৩ বছরের ট্রেড লাইসেন্স, শেষের ১ বছরের ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট ও কোম্পানি ডকুমেন্টস এবং
- জমি/বাড়ি মালিকদের ক্ষেত্রে: খতিয়ান, জমির দলিল এবং খাজনা রশিদ ইত্যাদি
ব্র্যাক ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা:
- আবেদনকারীর বয়স সর্বনিম্ন 25 থেকে 65 বছরের মধ্যে হতে হবে
- মাসিক বেতন ৩০,০০০ টাকা
- সরকারি চাকরিজীবীদের ১ বছরের অভিজ্ঞতা এবং
- ব্যবসায়ীদের ২/৩ বছরের অভিজ্ঞতা
ব্র্যাক ব্যাংক হোম লোন সুবিধা:
- ব্র্যাক ব্যাংক হোম লোন থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া যায়
- দীর্ঘ স্থায়ীতে কিস্তি পরিশোধ করা যায়। আপনি সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কিস্তিতে পরিশোধ করতে পারবেন
- বিভিন্ন প্রয়োজনে কিস্তি নেওয়া যায়
- অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে এবং
- মধ্যবিত্তদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করা হয়
ব্র্যাক ব্যাংক হোম লোন অসুবিধা:
- সুদের হার তুলনামূলক বেশি হয়। সাধারণত সুদের হার ৯ শতাংশ থেকে ১১ শতাংশ হয়
- ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে জমি অথবা ফ্ল্যাট ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়
- অনেক ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়। যেমন: জমির দলিল, খাজনা এবং রশিদ ইত্যাদি
- আপনার লোনের মেয়াদ শেষ হওয়ার আগে লোনটি পরিশোধ করলে চার্জ ০.৫০% ভ্যাট সহ দিতে হবে এবং
- আপনার লোনের বেগর থাকলে লোনটি নিতে অসুবিধা হয়
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন ২০২৫
ব্র্যাক ব্যাংক হোম লোন ইন্টারেস্ট রেট:
- বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুদের হার পরিবর্তন হতে পারে
- বর্তমান মার্কেট অনুযায়ী সুদের হার 11 শতাংশ
- প্রসেসিং ফি: ৫০ লাখে ০.৫০ শতাংশ অথবা ১৫,০০০ টাকা
- তাছাড়াও ৫০ লাখে ০.৩০ শতাংশ অথবা ২০,০০০ টাকা
ব্র্যাক ব্যাংক হোম লোন ফরম ডাউনলোড:
- ব্র্যাক ব্যাংক হোম লোনের ফরম আপনার নিকটস্থ শাখা থেকে নিতে পারবেন এবং
- ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি নিতে পারবেন
ব্র্যাক ব্যাংক অটো লোন আবেদন করার নিয়ম:
- আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো প্রস্তুত করুন
- আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকের শাখায় যান
- শাখা থেকে Auto Loan বিভাগের আবেদন ফরমটি পূরণ করে জমা দিন
- ব্যাংক কর্তৃপক্ষ আপনার CIB রিপোর্ট, আবেদনের ডকুমেন্ট এবং গাড়ির কোটেশন ইত্যাদি তথ্য যাচাই করবে এবং
- আপনার আবেদনটি অনুমোদন হলে আপনাকে সিদ্ধান্ত জানাবে
ব্র্যাক ব্যাংক অটো লোন আবেদন করতে কি কি লাগে:
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট
- আবেদনকারী ও নমিনের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- শেষের এক বছরের ব্যাংক স্টেটমেন্ট
- গাড়ির ডকুমেন্ট
- আবেদনকারীর ডকুমেন্ট
- আবেদনকারীর টিন সার্টিফিকেট
- ব্যবসায়ীদের জন্য: ট্রেড লাইসেন্স এবং ব্যবসায়ীর এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি
- পেশাগত সনদ প্রয়োজন হবে এবং
- আবেদনকারীর সম্পত্তির দলিল এবং ইউনিটি বিলের কপি
ব্র্যাক ব্যাংক অটো লোন সুবিধা:
- নতুন এবং পুরাতন গাড়ির উপর ভিত্তি করে লোন নেওয়া যায়
- ব্র্যাক ব্যাংক অটো লোন থেকে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা লোন নেওয়া যায়
- নির্দিষ্ট কোন ২৫ টি ডিলারের মাধ্যমে লোনটি নিলে সুদের হার সাধারণত ৮.৫% হয়
- লোনটি ১ থেকে ৬ বছরের জন্য নেওয়া যায়
- গাড়ি জামাত হিসেবে লোন নেওয়া যায় এবং
- চাকুরিজীবী, বেসরকারি এবং প্রফেশনাল ব্যাক্তিরা লোনটির জন্য আবেদন করতে পারবে
ব্র্যাক ব্যাংক অটো লোন অসুবিধা:
- লোনটির সুদের হার ৯% থেকে ১১% হয়
- লোনটির প্রসেসিং ফি অতিরিক্ত হয়
- নির্ভরযোগ্য গ্যারান্টর ছাড়া লোনটি নেওয়া যায় না
- লোনটি নিতে অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হয়। যেটি আবেদনকারীর জন্য অসুবিধা হতে পারে
- আবেদনকারীর CBI রিপোর্ট ভালো না হলে আবেদনটি বাতিল হয় এবং
- আপনার লোনটি পরিশোধ করার আগ পর্যন্ত গাড়ির মালিকানা ব্যাংক থাকবে
ব্র্যাক ব্যাংক অটো লোন সুদের হার:
- ব্র্যাক ব্যাংক অটো লোনের সুদের হার পরিবর্তনশীল
- বাজার এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তন হয়
- ব্র্যাক ব্যাংক অটো লোনের সুদের হার ৮.৫% হয় এবং
- আপনি যদি 6 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন। তাহলে আপনার লোনের প্রসেসিং ফি ১%
ব্র্যাক ব্যাংক অটো লোন ফরম ডাউনলোড:
- ব্র্যাক ব্যাংক অটো লোনের ফরম ব্রাক ব্যাংক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এবং
- ব্র্যাক ব্যাংকের শাখা থেকে আবেদন ফরমটি নেওয়া যায়
ব্র্যাক ব্যাংক লোন হেল্প লাইন নাম্বার:
- ব্র্যাক ব্যাংক হেল্পলাইন নাম্বার: ১৬২২১ (বাংলাদেশ)
- ব্র্যাক ব্যাংক হেল্পলাইন নাম্বার: +৮৮০৯৬১১২২৩৩৪৪ এবং +৮৮০২৫৫৬৬৮০৫৫৫‑৫৬ (বিদেশ থেকে) এবং
- ব্র্যাক ব্যাংক ইমেইল এড্রেস: [email protected]
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। ব্র্যাক ব্যাংক লোন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ!