ব্র্যাক ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন নেওয়ার উপায়

বাংলাদেশের নামকরা কয়েকটি ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক অনেকের পছন্দের শীর্ষে। কেননা এখান থেকে একজন গ্রাহক চাইলে বিভিন্ন ধরনের লোন আবেদন করে ৫০০০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারে। ব্র্যাক ব্যাংক সাধারণত ছয় ধরনের লোন প্রদান করে থাকে যেগুলো নিম্নে তুলে ধরা হলো।

 

ব্র্যাক ব্যাংক লোন গুলো কি কি

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার উপায়। ব্র্যাক ব্যাংক থেকে মূলত ৬ ধরনের লোনর সুবিধা প্রদান করে থাকে। ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য ‘google chrome browser’ গিয়ে সার্চ অপশনে ‘Loan products’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা ‘Loan products’ অথবা Brac Bank ওয়েবসাইটে প্রবেশ করুন। 

ব্র্যাক ব্যাংক লোন নেওয়ার উপায়

ব্র্যাক ব্যাংক মূলত ৬ ধরনের লোন প্রদান করে থাকে। যেমন:

  • Home loan 
  • Personal loan 
  • দিশারী Personal loan 
  • আগামী personal loan 
  • সুবিধা Digital personal loan এবং 
  • Auto loan 

Home loan

এখন আপনি যদি Home loan অপশনে ক্লিক করেন। তাহলে Home loan ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি Home loan এর  interest rates and fees এবং processing fee সম্পর্কে জানতে পারবেন। তাছাড়াও ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট অথবা কাগজপত্র লাগবে সেটিও জানতে পারেন।

ব্র্যাক ব্যাংক লোন নেওয়ার উপায়

Personal loan

আপনি যদি Personal loan অপশনে ক্লিক করেন তাহলে সেখানে আপনি ফরম দেখতে পাবেন। এখন ব্রাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করতে হবে। যেমন: Name, Document Number এবং Email দিয়ে Registration করতে হবে। 

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার উপায়

তাছাড়াও সেখানে আপনি Personal loan নেওয়ার interest ও দেখতে পারবেন। যেমন:

  • interest rates and fees 
  • processing fee
  • Supervision charge 
  • Special features ইত্যাদি।

তাছাড়াও এখানে আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটিও দেখতে পারবেন এবং লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটিও দেখতে পারবেন। 

 

দিশারী Personal loan 

দিশারী Personal loan থেকে লোন নেওয়ার জন্য দিশারী Personal loan অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে লোন নেওয়ার সকল interest গুলো দেখতে পাবেন। যেমন: 

  • Special Features
  • Eligibility
  • Interest Rate and Fees
  • Required Documents ইত্যাদি।

এখানে ‘দিশারী personal loan’ নেওয়ার সকল ডকুমেন্টগুলো দেখতে পারবেন এবং কত টাকা লোন নিতে পারবেন সেটিও বিস্তারিত জানতে পারবেন।

 

আগামী personal loan 

এখন আপনি যদি ‘আগামী personal loan’ অপশনে ক্লিক করেন। ‌তাহলে সেখানে প্রথমেই আপনি apply করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name 
  • Document number 
  • Email 
  • University Name এবং 
  • Captcha 

উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করে ‘আগামী personal loan’ জন্য আবেদন করতে পারবেন। এখন একটু স্ক্রোল করে নিচে নামলে সেখানে ‘আগামী পার্সোনাল লোন’ features সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

ব্র্যাক ব্যাংক আগামী পার্সোনাল লোন নেওয়ার উপায়

তাছাড়াও Eligibility, Interest Rate, Processing Fee, Supervision Charge এবং Other fees and charges ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 

সুবিধা Digital personal loan

‘সুবিধা Digital personal loan’ লোন নেওয়ার জন্য আপনি ‘সুবিধা Digital personal loan’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে লোন নেওয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটিও জানতে পারবেন। তাছাড়াও এখানে আপনি লোন নেওয়ার সম্পর্কে instead loan, sheddho (সাধ্য) Digital personal loan, Interest Rate ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।

Auto loan 

এখানে আপনি Auto loan ও নিতে পারবেন। এখন ব্রাক ব্যাংক থেকে Auto loan নেওয়ার জন্য আপনি Auto loan অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে আপনি অটো লোন নিতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত Auto loan নিতে পারবেন সেটি জানতে পারবেন। 

আরোও পড়ুন: অনলাইনে লোন নিন ৫ লক্ষ টাকা। কগজপত্র ছাড়াই।

তাছাড়াও এই পদ্ধতি ব্যবহার করে আপনি নিজেই ব্রাক ব্যাংক থেকে Auto loan নেওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং এখান থেকে Auto loan এর interest গুলো সম্পর্কে জানতে পারবেন। যেমন:

  • Interest Rate
  • Processing Fee
  • Supervision Charge
  • Customer segment & Eligibility 
  • Conditions apply 
  • Required Documents ইত্যাদি।

মূলত এই ৬ ধরনের লোন ব্রাক ব্যাংক দিয়ে থাকে। আপনি ব্রাক ব্যাংকের মূল ওয়েবসাইটে প্রবেশ করে ব্রাক ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তথ্যগুলো ভালোভাবে দেখে নিজেই ব্রাক ব্যাংকের লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

ব্র্যাক ব্যাংক স্টুডেন্টে লোন নেওয়ার উপায়

ব্র্যাক ব্যাংক স্টুডেন্টে লোন নেওয়ার উপায়। অনেক স্টুডেন্ট রয়েছে যারা লেখাপড়ার খরচ চালানোর জন্য বিভিন্ন জায়গা লোন আবেদন করে থাকেন‌‌। কিন্তু দুর্ভাগ্যবশত সঠিক কোন রেজাল্ট আসে না। তাছাড়াও অনেকেই জানেন না কিভাবে সঠিক নিয়মে ব্যাংক থেকে স্টুডেন্টে লোন নিতে হয়। সাধারণত, বাংলাদেশে অনেক ধরনের ব্যাংক স্টুডেন্টে লোন দিয়ে থাকে। 

তার মধ্যে একটি জনপ্রিয় ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লোন গুলো প্রদান করে থাকে। এখন এই ব্র্যাক ব্যাংক স্টুডেন্টে লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কি কি যোগ্যতা থাকতে হবে এবং ঋণের পরিমাণ কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

 

ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন 

ব্র্যাক ব্যাংক স্টুডেন্টে লোন নেওয়ার জন্য আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন: 

  • আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 
  • উচ্চশিক্ষা গ্রহণের জন্য নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে Admission (ভর্তি) নিশ্চিত করতে হবে। 
  • নির্দিষ্ট আয় বা সম্পদ থাকতে হবে। যা ঋণের অর্থ পরিশোধ জন্য ব্যবহার করা যেতে পারে এবং 
  • লোন আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্য হতে হবে।

স্টুডেন্ট লোনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন

স্টুডেন্ট লোনের জন্য আপনাকে কিছু কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  • ভর্তি নিশ্চিতকরণের Documents বা কাগজপত্র 
  • জাতীয় পরিচয় পত্র অর্থাৎ NID অথবা জন্ম সনদ (Birth certificate) 
  • আয়ের প্রমান পত্র/সনদ (চাকরি সনদ/আয়কর রিটার্ন)
  • ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এবং 
  • গ্যারান্টরের তথ্য যদি (প্রযোজ্য) হয়। 

স্টুডেন্ট লোনের পরিমাণ 

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। যা সাধারণত, ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখানে ঋণের পরিমাণ নির্ধারণ করে আপনার যোগ্যতা/ চাকরির উপর। 

স্টুডেন্ট লোনের সুদের হার 

স্টুডেন্ট লোন (Student loan) এর ক্ষেত্রে সুদের হার সাধারণত ৯% থেকে ১২% পর্যন্ত হতে পারে। যা ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তনশীল। ব্যক্তিবেদে সুদের হার নির্ভর করে ব্যাংকের নীতিমালা এবং স্টুডেন্টদের যোগ্যতার উপর। 

স্টুডেন্ট লোনের EMI হিসাব 

উদাহরণস্বরূপ, আপনি স্টুডেন্ট লোনের জন্য ব্র্যাক ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছেন এবং সুদের হার ১০%। তাহলে EMI হিসেবে কত? ২ বছরের EMI হিসেবে কত হবে। 

এখানে,

P= ঋণের পরিমাণ ৩,০০,০০০ টাকা

r= মাসিক সুদের হার =১০% / ১২=০.৮৩৩৩%

n= মোট মাস=২ / times ১২ = ২৪ মাস।

EMI = p*r*(1+r)n

(1+r)n-1

স্টুডেন্ট লোনের বিস্তারিত প্রক্রিয়া

স্টুডেন্ট লোন নেওয়ার জন্য কি কি প্রক্রিয়া অতিক্রম করতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে। সেই সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। যেমন:

  • প্রথমেই আপনার নিকটস্থ ব্রাক ব্যাংকে শাখাই যোগাযোগ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। 
  • তারপরে ব্র্যাক ব্যাংক থেকে আপনার কাগজপত্র অথবা ডকুমেন্টগুলো যাচাই করা হবে। 
  • যাচাই-বাছাই সম্পূর্ণ হলে ব্রাক ব্যাংক থেকে ঋণ মঞ্জুর করবে
  • তারপর ঋণ মঞ্জুর হওয়ার পরে আপনাকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে এবং 
  • ঋণের টাকা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একাউন্টে স্থানান্তর করা হবে। 

এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিতে পারবেন। 

ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন

ব্রাক ব্যাংক লেনদেনকে সহজ করার জন্য ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারেন। ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Play store’ এপ্লিকেশনে প্রবেশ করুন। তারপর সার্চ বারে ‘Brac Bank Astha’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘Brac Bank astha’ অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন। 

ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন

অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পর অ্যাপে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। যেমন: 

  • Register Touch ID
  • Login 

এখন আপনি ‘Register Touch ID’ অপশনে ক্লিক করুন। তারপর I agree to the বক্সে টিক চিহ্ন দিয়ে next অপশনে ক্লিক করুন। এখানে আপনি debit card, credit card এবং accountant মাধ্যমে ‘Brac Bank astha’ রেজিস্ট্রেশন করতে পারবেন। উদাহরণ স্বরূপ, account দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য account অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। 

ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন

সেখান আপনার ব্রাক ব্যাংকের ১৩ থেকে ১৬ ডিজডিটের একাউন্ট নম্বর এবং ব্রাক ব্যাংকে একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন সেই নম্বরটি বসিয়ে দিন এবং Validate অপশনে ক্লিক করুন।

তারপর SMS নামে একটি অপশন চলে আসবে। এখন আপনি next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা এটিপি যাবে। সেটি বসিয়ে next অপশনে ক্লিক করুন। তাহলে Set userid and password চলে আসবে। এখন আপনি next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার username, password এবং confirm password দিতে হবে। 

ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন

এখানে Username অনেক সময় ব্র্যাক ব্যাংকের অন্য একাউন্টের নামের সাথে মিলে যেতে পারে। সেজন্য অবশ্যই ইউজার নেম পরিবর্তন করে তার সাথে কিছু সংখ্যা যুক্ত করুন। যেমন: Ashikul360, Ashikul45, Ashikul978 ইত্যাদি। যাতে করে অন্য কোন ব্যক্তিদের সাথে না মিলে। 

তারপর নিচে password এবং confirm password একই দিয়ে submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ‘Brac Bank astha’ একাউন্টে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এখন আপনার username এবং password দিয়ে একাউন্টে লগইন করুন। 

তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। সেখানে Referral code (option) নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনি যদি কারোর Referral code ব্যবহার করেন তাহলে কিছু ফিচার পাবেন। তারপর নিচের অপশনে আপনার ইমেইল এড্রেসটি লিখুন এবং confirm অপশন ক্লিক করুন।

ব্র্যাক ব্যাংক লোন নেওয়ার উপায়

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এখানে আপনি একাউন্ট তৈরি করার সাথে সাথেই ‘Brac Bank astha’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ‘Brac Bank astha’ অ্যাপের সকল ফিচার গুলো ব্যবহার করতে চান তাহলে আপনার ব্র্যাক ব্যাংকের একাউন্টে মিনিমাম ৫ হাজার টাকা থাকতে হবে। 

এটি salary account এবং saving account জন্য প্রযোজ্য। তাহলে আপনি debit card পাবেন। এখানে ডেবিট কার্ডটি আপনাকে আলাদাভাবে অর্ডার করতে হবে। ডেবিট কার্ডটি অর্ডার করার জন্য এক সপ্তাহ অথবা ৫০০০ টাকা ব্র্যাক ব্যাংকের একাউন্টে থাকতে হবে। 

যখন আপনার কাছে ডেবিট কার্ডটি চলে আসবে। তখন পরবর্তীতে আপনি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস এর মাধ্যমে পিন এড করে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার অথবা ব্যবহার করতে পারবেন। এখানে আপনার একাউন্ট থেকে ডেবিট কার্ডের সামান্য সার্জ কেটে নেওয়া হবে এবং পরবর্তীতে আপনি ব্র্যাক ব্যাংকের সকল ফিচার উপভোগ করতে পারবেন।

এখানে আপনি যদি ‘Brac Bank astha’ অ্যাপটি ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনাকে debit card অর্ডার করতে হবে এবং প্রতি বছর আপনাকে debit card ফি ৬৯০ টাকার মতো ১৫% ভ্যাট সহ প্রদান করতে হবে। 

আশা করি, আজকের পোস্টটি পড়ে ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার উপায়, ব্র্যাক ব্যাংক স্টুডেন্টে লোন নেওয়ার উপায় এবং ব্র্যাক ব্যাংক লোন অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading