ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি সঠিকভাবে ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে হয়।
ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম
ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাকে দুটি ধাপ অতিক্রম করতে হবে। যেমন:
- সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হবে এবং
- মনিটাইজেশন ক্রায়টেরিয়া সম্পূর্ণ করতে হবে।
তাহলেই আপনি ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। সাধারণত, ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে তিনটি নিয়ম ফলো করতে হবে। যেমন:
- Page Name
- Logo এবং
- Cover photo
উপরে উল্লেখিত ৩টি অপশন ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসবুক পেজ খুলতে পারবেন। ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন।
তারপর আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে Facebook লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা Facebook অ্যাপটি ইনস্টল করুন।
এখন ফেসবুক অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন এবং আপনার facebook একাউন্টটিতে ‘লগইন’ করুন। এখন আপনি ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রোফাইলের উপরে লক্ষ্য করলে সেখানে ‘থ্রি ডট’ অপশন দেখতে পাবেন। এখন আপনি থ্রি ডট অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেক গুলো অপশন শো করবে।
ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনি Page অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Create অপশনে ক্লিক করে Get Started অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাকে ফেসবুক পেজ একাউন্ট তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আপনাকে Page Name সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী Page Name লিখুন এবং নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
আরোও পড়ুন: বিকাশ app ফ্রি লটারী খেলে ইনকাম ২০২৪।
অর্থাৎ, আপনি যে বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক পেজ তৈরি করছেন। এখানে সেই সম্পর্কে ক্যাটাগরির লিখুন এবং নিচে থেকে Create অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Promote your products…service এবং
- Create Content…. with fans
এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পেইজটি কি বিজনেস পেজ নাকি ভিডিও কনটেন্ট Creator পেজ। এখন আপনি যেহেতু ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাই Create Content… with fans অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে Next অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে Build Your page… অপশন দেখতে পাবেন। এখন আপনি চাইলে আপনার পেজে Friend Invite করতে পারবেন।
তাহলে Friend Invite করার জন্য নিচে থেকে Invited Friend অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী ফ্রেন্ড ইনভাইটেড করুন। তারপর Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস শো করবে।
এখন আপনি যদি ফেসবুক পেজ নোটিফিকেশন পেতে চান। তাহলে ‘Page notification….. profile’ অপশনটিতে ক্লিক করে On করুন। অন্যথায়, আপনি Off করুন। তারপর নিচে থেকে Done অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুক পেজ খোলা সম্পূর্ণ হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: আপনার ফেসবুক পেজটিকে কাস্টমাইজ করতে হবে।
ফেসবুক পেজ কাস্টমাইজ করার নিয়ম
ফেসবুক পেজ কাস্টমাইজ করার জন্য আপনার ফেসবুক পেজে প্রবেশ করুন। এখন উপর থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখন প্রথমেই আপনাকে আপনার ফেসবুক পেজ কভার ইমেজ এবং Logo সিলেক্ট করতে হবে।
এখন লোগো অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী লোগো সিলেক্ট করুন এবং Save অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুক পেজ আপনার লোগোটি সেভ হয়ে যাবে।এখন আপনাকে কভার ইমেজ সিলেক্ট করতে হবে। তাহলে কভার ইমেজ সিলেক্ট করার জন্য কভার ইমেজ আইকনে ক্লিক করুন।
তারপর আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি কভার ইমেজ সিলেক্ট করুন এবং Save অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুক পেজে কভার ইমেজ সেভ হয়ে যাবে। এখন আপনি ‘থ্রি ডট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন শো করবে। যেমন:
- Edit
- Page status
- Add Action Button
- Archive
- View As এবং
- Activity logo ইত্যাদি
এখন উপরে উল্লেখিত অপশন গুলো থেকে আপনি Edit অপশনে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে Boi নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Boi অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজ সম্পর্কে কিছু তথ্য লিখুন এবং Save অপশনে ক্লিক করুন।
তারপর আবারোও স্ক্রোল করে নিচে নামলে Links নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Links অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস শো করবে।
এখন আপনার ফেসবুক পেজের নামে যদি youtube চ্যানেল, TikTok একাউন্ট এবং instagram একাউন্ট ইত্যাদি থেকে থাকে। তাহলে সেই একাউন্ট গুলোর লিংক আপনার ফেসবুক পেজের সাথে এড করতে পারবেন। তাহলে ফেসবুক পেজের সাথে লিংক এড করার জন্য ‘Add Social Link’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী যেকোন সোশ্যাল মিডিয়ার লিংক এড করুন।
https://bongovasha.com/earn-money-online-for-free-with-bkash-payments/
এভাবে আপনি চাইলে আরোও সোশ্যাল মিডিয়ার লিংক এড করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সোশ্যাল মিডিয়া লিংক এড করুন এবং সেভ অপশনে ক্লিক করুন। তারপর পুনরায় ব্যাক করে বেরিয়ে আসুন। এখন আপনি Add Action Button অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনাকে Remove অপশনে ক্লিক করে মেসেজ রিমুভ করতে হবে। তাহলে মেসেজ রিমুভ করার জন্য ‘Edit Buttons’ অপশনে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে ‘Watch Now’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে ‘Watch Now’ অপশনে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল লিংকটি দিতে হবে। তারপর Save অপশনে ক্লিক করুন।
তাহলে যখনি কোনো ব্যক্তি আপনার facebook পেজে প্রবেশ করবে। তখন যেই ব্যক্তি খুব সহজেই আপনার youtube চ্যানেলে যেতে পারে। এখন আপনার ফেসবুক পেজ কাস্টমাইজ করা সম্পূর্ণ হয়েছে। তাছাড়াও যখনি আপনার facebook পেজে কোন ব্যক্তি প্রবেশ করবে। তখন ফেসবুক পেজ থেকে সরাসরি watch now অপশনে ক্লিক করে আপনার youtube এবং TikTok ইত্যাদি ভিডিও দেখতে পারবে।
ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার নিয়ম
ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে সঠিক নিয়মে নিয়মিত ফেসবুক পেজ ভিডিও আপলোড করতে হবে এবং মনিটাইজেশন ক্রায়টেরিয়া সম্পূর্ণ করতে হবে। ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ফেসবুক পেজে 5 হাজার ফলোয়ার থাকতে হবে এবং লাস্ট দুই মাসে 60k মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ করতে হবে।
তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি খুব সহজেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। যখনি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন অ্যাপ্রুবাল পেয়ে যাবে। তখন থেকেই আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি ধরনের ভিডিও ছাড়বো। তাদের জন্য বলে রাখা ভালো এখানে আপনি নিজে তৈরি করা সকল ধরনের ভিডিও ছাড়তে পারবেন। তবে অন্যদের ভিডিও ছাড়তে পারবেন না। আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে ভিডিও বানিয়ে ছাড়ুন। যেমন: টিচিং, ফুল তৈরি, ফানি ভিডিও তৈরি, কুরআন শিখানো, ইংরেজি শিখানো, অংক করানো, রান্না-বান্না করা ইত্যাদি।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে সহজেই ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন। এরকম আরো ইনকাম রিলেটেড গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ও বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে ধন্যবাদ!