BRTA BSP একাউন্ট খোলার নিয়ম ২০২৫

BRTA BSP একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি BRTA BSP যাবতীয় কাজ অনলাইনের মাধ্যমে করতে পারবেন। বিআরটিএ তাদের একটি সার্ভিস পোর্টাল তৈরি করেছেন। যার নাম হচ্ছে: BSP। এখন আপনি BRTA BSP একাউন্ট তৈরি করে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।

তাছাড়াও আপনি চাইলে BRTA BSP একাউন্ট মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং ড্রাইভিং লাইসেন্স সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমানে BRTA BSP একাউন্ট তৈরি করার সময় অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার অনেকেই জানেন না। কিভাবে সঠিক নিয়মে BRTA BSP একাউন্ট তৈরি করতে হয়।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি সঠিক নিয়মে BRTA BSP একাউন্ট তৈরি করবেন এবং আপনি যদি BRTA BSP একাউন্ট খোলার সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। Sorry! This mobile number Can be…. NID Number লেখাটি চলে আসে। অর্থাৎ, আপনার মোবাইল নম্বরটি জাতীয় পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করা নেই।

এরকম সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন। তাহলে আপনাকে পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি সঠিক নিয়মে BRTA BSP একাউন্ট তৈরি করবেন।

BRTA BSP একাউন্ট খোলার সহজ নিয়ম

BRTA BSP একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, bsp.brta.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

BRTA BSP একাউন্ট

এখন উপরে লক্ষ্য করলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. প্রবেশ করুন এবং
  2. নিবন্ধন

BRTA BSP একাউন্ট খোলার জন্য নিবন্ধন লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে। এখন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরটি সঠিকভাবে লিখুন। তারপর মোবাইল নম্বর অপশনে আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন করা এমন একটি মোবাইল নম্বর বসিয়ে দিন।

আরোও পড়ুন: অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করুন অনলাইনে ২০২৫

এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে “অনুসন্ধান” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি এখানে ৩ মিনিটের মধ্যে বসিয়ে দিন এবং “ওটিপি যাচাই করুন” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার ওটিপি যাচাই করা সম্পন্ন হবে।

আবার অনেকের ক্ষেত্রে ওটিপি যাচাই করার সময় Sorry! This mobile number Can be…. NID Number লেখাটি চলে আসতে পারে। এখন আপনার যদি ওটিপি ভেরিফাই করার সময় এই সমস্যাটি চলে আসে। তাহলে বুঝবেন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা হয়নি। সাধারণত BRTA BSP একাউন্ট খোলার সময় আপনি যে মোবাইল নম্বর দিবেন। অবশ্যই সেই মোবাইল নম্বরটি আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে। অন্যথায়, আপনি BRTA BSP একাউন্ট তৈরি করতে পারবেন না।

এখন আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশন করা এমন একটি মোবাইল নম্বর বসিয়ে দিন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড সেট করুন। যাতে আপনি পরবর্তীতে আপনার BRTA BSP একাউন্ট লগইন করতে পারেন।

এখন আপনি যদি BRTA BSP একাউন্ট খোলার সময় উপরোক্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা এমন সিম নম্বরটি বসিয়ে দিন। আবার অনেক সময় সার্ভারে সমস্যা থাকার কারণে জাতীয় পরিচয় দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বর বসানোর পরে এই সমস্যাটি আসতে আসে।

তাহলে কয়েক বার চেষ্টা করলেই আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর আপনার ভোটার আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটি দেওয়ার পরেও যদি সমস্যাটি সমাধান না হয়। তাহলে বুঝবেন আপনার সিমটি BRTA BSP পোর্টালে রেজিস্ট্রেশন হয়নি। তার জন্য আপনাকে কিছুদিন সমস অপেক্ষা করতে হবে।

আবার অনেকেই আছেন যারা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নতুন সিম কিনেছেন। এখন এই নতুন সিম দিয়ে যখন আপনি BRTA BSP একাউন্ট তৈরি করতে যাবেন। সাধারণত তখন এই প্রবলেম গুলো হয়ে থাকে। কমপক্ষে সিম কেনার সাত দিন পর ট্রাই করলে দেখতে পাবেন আপনার BRTA BSP একাউন্ট তৈরি করতে কোনো প্রকারের প্রবলেম হবে না।

আপনি খুব সহজেই BRTA BSP একাউন্ট তৈরি করতে পারছেন। কিন্তু তারপরেও যদি Sorry! This mobile number Can be…. NID Number সমস্যাটি চলে আসে। তাহলে আপনি সরাসরি বিআরটিএ হেল্প লাইন কথা বলতে পারবেন। হেল্প লাইন নম্বর: ১৬১০৭ অথবা আপনার নিকটস্থ বিআরটিএ সার্কেল অফিসে যোগাযোগ করে আবেদন দাখিল করতে পারবেন।

এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে বিআরটিএ পোর্টাল আপনার মতামতের মাধ্যমে সমস্যাটি সাবমিট করতে পারবেন। তাহলে আপনার সমস্যাটি সমাধান হতে পারে। যখনি আপনার ওটিপি ভেরিফাই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তখন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে Your mobile number successfully verified! লেখা চলে আসবে।

BRTA BSP একাউন্ট

এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: এখানে আপনাকে একটি ইমেইল এড্রেস বসাতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমেইল এড্রেস লিখুন। এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। যাতে করে আপনি পরবর্তীতে আপনার BRTA BSP একাউন্ট লগইন করতে পারেন।

আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫

তাহলে পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ড নির্বাচন করুন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশনে একই পাসওয়ার্ড লিখুন। তারপর নিচে থেকে “নিবন্ধন করুন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার BRTA BSP একাউন্ট পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং Account Create successfully! লেখা চলে আসবে।

এখন আপনাকে লগইন করার অপশনটিতে নিয়ে আসবে। তাহলে আপনার BRTA BSP একাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে Login লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি লগইন হয়ে যাবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

BRTA BSP একাউন্ট

এটাই হলো আপনার BRTA BSP একাউন্ট। এই একাউন্টের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স রিইস্যু করতে পারবেন এবং সেই সাথে এই একাউন্ট ব্যবহার করে অনলাইনে বিআরটিএ সকল করতে পারবেন।

অনলাইন BSP Portal অভিযোগ দাখিল করুন

আপনার যদি BRTA BSP একাউন্ট তৈরি করতে প্রবলেম হয়। তাহলে আপনি সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করার জন্য বিআরটিএ পোর্টাল একাউন্টের হোম পেইজে প্রবেশ করুন। তাহলে সেখানে “অভিযোগ/ মতামত দিন” নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

BRTA BSP একাউন্ট

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আবেদন দাখিল করার জন্য একটি ফর্ম ওপেন হবে। এখন আপনাকে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তাহলে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম, ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর বসিয়ে দিন। যে মোবাইল নম্বর ব্যবহার করে BRTA BSP একাউন্ট তৈরি করতে প্রবলেম হচ্ছে।

এখন বিষয় অপশনে ক্লিক করে “BSP একাউন্ট প্রসঙ্গে” লিখুন। তারপর বার্তা অপশনে ক্লিক করে আপনার BRTA BSP একাউন্ট তৈরি করতে প্রবলেম হচ্ছে সেই সম্পর্কে কিছু তথ্য লিখুন। তাছাড়াও আপনি চাইলে নিচের বার্তা অনুযায়ী বার্তা দাখিল করতে পারবেন।

BRTA BSP একাউন্ট

এখন বার্তা লেখা হয়ে গেলে নিচে থেকে “ফাইল সংযুক্তকরনের জন্য ক্লিক করুন” অপশনটিতে ক্লিক করে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার একটি স্কিনশর্ট সাবমিট করুন। তারপর নিচে থেকে Security Code অর্থাৎ, ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে “বার্তা পাঠান” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

আর আপনার যদি জরুরী ভিত্তিতে BRTA BSP একাউন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আপনি আপনার নিকটস্থ বিআরটিএ শাখায় গিয়ে একটি অভিযোগ দায়ের করুন। এখন আপনি চাইলে নিচের অভিযোগ পত্র অনুযায়ী বিআরটিএ শাখায় অভিযোগ দাখিল করতে পারবেন।

BRTA BSP একাউন্ট

তাহলে অভিযোগ দাখিল করার জন্য যেকোনো কম্পিউটার দোকান থেকে এরকম একটি অভিযোগ পত্র প্রিন্ট করুন। তারপর সেই অভিযোগ পত্রটি বিআরটিএ শাখায় জমা করুন। তাহলে তারা যত দ্রুত সম্ভব আপনার BRTA BSP একাউন্ট এক্টিভ করে দিবে। মূলত, এই পদ্ধতিতে আপনি খুব সহজেই BRTA BSP একাউন্ট সমস্যার জন্য আবেদন জমা করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে BRTA BSP একাউন্ট তৈরি করতে হবে, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে, একাউন্ট তৈরি করার সময় Sorry! This mobile number Can be…. NID Number সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এবং কিভাবে অনলাইন অথবা অফলাইনে আবেদন দাখিল করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading