এনআইডি ছবি পরিবর্তন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। এনআইডি কার্ড আমাদের নাগরিকত্ব একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। অনেক সময় আমাদের এনআইডি কার্ডের ছবি পুরনো, ভুল অথবা অস্পষ্ট থাকার কারণে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন: পাসপোর্ট, ব্যাংকিং অথবা মোবাইল সিম রেজিস্ট্রেশন ইত্যাদি অফিসিয়াল কাজে এনআইডির ছবি প্রয়োজন হয়।
তবে আপনি চাইলে নতুন করে মাত্র ৫ মিনিটে এনআইডি ছবি পরিবর্তন করতে পারবেন। আজকের আর্টিকেলে সহজ ভাষায় জানানো হবে। কিভাবে আপনি ঘরে বসে দ্রুত এবং নিরাপদে এনআইডির ছবি পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে এনআইডি পেমেন্ট করবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
মাত্র ৫ মিনিটে এনআইডি ছবি পরিবর্তন করার উপায়
এনআইডি ছবি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Nid bd লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা এনআইডি কার্ডের মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন এনআইডি কার্ডের মেইন ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের মেনু বারে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- হোম
- ফিস
- ডাউনলোড এবং
- ভোটার তথ্য
এনআইডি ছবি পরিবর্তন করার জন্য আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। এখন ফরমটি ডাউনলোড করার জন্য মেনুবার থেকে “ডাউনলোড” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন।
এখন আপনার ভোটার আইডি কার্ডটি যদি হারিয়ে যায়। তাহলে “হারানো অথবা চুরি হওয়া এন আইডি কার্ড উত্তোলন আবেদন ফরম” অপশন ক্লিক করে আবেদন ফরমটি ডাউনলোড করুন। আর আপনি যদি এনআইডি ছবি পরিবর্তন করতে চান।
আরোও পড়ুন: নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৫ | Notun Voter
তাহলে “তথ্য সংশোধনের জন্য আবেদন (উপজেলা/থানা/নির্বাচন অফিসে আবেদনের জন্য)” আবেদন ফরমটি ডাউনলোড করুন। যেহেতু, আমরা এনআইডি ছবি পরিবর্তন করবো। তাই “তথ্য সংশোধনের জন্য আবেদন (উপজেলা/ থানা/নির্বাচন অফিসে আবেদনের জন্য)” আবেদন ফরমটি ডাউনলোড করবো।
তাহলে আপনার সামনে “জাতীয় পরিচয় পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন” (ফর্ম ২) নামে একটি ফরম ওপেন হবে। এখন আপনাকে এনআইডি ছবি পরিবর্তন করার জন্য ফরমটি সঠিক ভাবে দিয়ে পূরণ করতে হবে। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: ফর্ম ২ ডাউনলোড করতে হবে।
এখন আবেদন ফরমটি ডাউনলোড করা হয়ে গেলে যেকোন কম্পিউটার দোকান থেকে ফরমটি প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখন ফর্মটি পূরণ করার জন্য প্রথমে এনআইডি কার্ড অনুযায়ী নাম লিখুন। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখুন।
এখন আপনার বয়স যদি ১৮ বছরের কম হয়। তাহলে ২ নং অপশন আপনার অভিভাবকের তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর ৩ নং অপশনে আপনি যে এনআইডি ছবি পরিবর্তন করবেন। সেই সম্পর্কে কিছু তথ্য সাবমিট করতে হবে। এখন আপনি স্ক্রোল করে একদম নিচে নামুন।
তাহলে “(ঝ নং) অন্যান্য” নামে একটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ, বর্তমান জাতীয় পরিচয় পত্র বা সংরক্ষিত..…. অপশন “ছবি” শব্দটি লিখুন। তারপর “চাহিত সংশোধিত তথ্যে” অপশনে “ছবি পরিবর্তন” কথাটি লিখুন। এরপর “সংযুক্তি দলিলাদি/মন্তব্য” অপশনে “এনআইডি কার্ডের ফটোকপি” কথাটি লিখুন।
এখন ৪ নং অপশনে জমাকৃত ফ্রি এর পরিমাণ ….. অপশন দেখতে পাবেন। এনআইডি ছবি পরিবর্তন করার জন্য আপনাকে ২৩০ টাকা পেমেন্ট করতে হবে। আপনি সরকারি অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
তাহলে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে আবেদন ফি জমা করুন। এখন আবেদন ফি পরিশোধ করার পরে আবারোও এনআইডি ছবি পরিবর্তন ফরমটি ওপেন করুন। তারপর ৫ নং অপশন চালান কপির নাম্বারটি লিখুন।
এখন ৬ নাম্বার অপশন অর্থাৎ, সর্বশেষ অপশন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ: অপশন “এনআইডি কার্ডের ফটোকপি” কথাটি লিখুন। তারপর নিচে আইনকানুন অভিভাবকের স্বাক্ষর/ টিপসহি’ অপশন দেখতে পাবেন। এখন আপনার বয়স যদি ১৮ বছরের নিচে হয়ে থাকে।
তাহলে আপনার অভিভাবকের তথ্য দিয়ে অপশন গুলো পূরণ করতে হবে। যেমন:
- নাম
- ঠিকানা
- ইমেইল এড্রেস এবং
- মোবাইল নাম্বার ইত্যাদি
আর আপনি যদি 18 বছরের উপরে হয়।তাহলে আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি অপশনে নিজের তথ্য দিয়ে পুরন করতে পারবেন। তাহলে “আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি” অপশনে স্বাক্ষর দিন। তারপর আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস লিখুন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আবেদন ফরমের সাথে কয়েকটি ডকুমেন্ট সংযুক্ত করে নিকটস্থ নির্বাচন অফিসে জমা করতে হবে। যেমন:
- এনআইডি ছবি পরিবর্তন ফরম
- আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি এবং
- চালান কপি
উপরে উল্লেখিত ডকুমেন্ট গুলো একসাথে সংযুক্ত করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা করতে হবে। এখন আপনার আবেদনের ডকুমেন্ট গুলো ঢাকা নির্বাচন অফিস থেকে যাচাই-বাছাই করা হবে। এখন ঢাকা নির্বাচন অফিস থেকে আপনার এনআইডি ছবি পরিবর্তন করার জন্য উপযুক্ত মনে করে।
তাহলে আপনার আবেদনটি এপ্রুভ করে দিবে এবং আপনাকে পুনরায় একটি তারিখ দিবে। সেই তারিখে গিয়ে পুনরায় ভোটার আইডি কার্ডের ছবি তুলতে হবে। এখন ছবি তোলা হয়ে গেলে উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে একটি স্লীপ দেওয়া হবে। সেই স্লীপটি সংরক্ষণ করে রাখতে হবে।
আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড 2025
যখনি আপনার নতুন ভোটার আইডি কার্ড হয়ে যাবে। তখন আপনার মোবাইল নাম্বার ও ইমেইলে একটি এসএমএস যাবে এবং সেখানে Congratulations….. NID Number দেখতে পাবেন। এখন সেখান থেকে ভোটার নাম্বারটি দিয়ে আপনার নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
কিভাবে এনআইডি ছবি পরিবর্তনের ফ্রি পরিশোধ করবেন
এনআইডি ছবি পরিবর্তন করার জন্য আপনাকে সরকারি অথবা সোনালী ব্যাংক শাখায় ২৩০ টাকা জমা করতে হবে। এখন ফি পরিশোধ করার জন্য চালান কপিটি ডাউনলোড করতে হবে। তাহলে NID BD ওয়েবসাইট থেকে চালান কপিটি ডাউনলোড করুন।
এখন চালান কপিটি সংগ্রহ করার পরে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লিমিটেড…….. অপশনে ক্লিক করে আপনার জেলার নাম লিখুন। তারপর আপনি কোন শাখায় চালান ফর্মটি জমা করবেন। সেই শাখার নাম লিখুন।
এখন নিচে কোড নং নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার উপজেলা কার্যালয়ের অফিসারের কাছ থেকে কোড নাম্বারটি নিয়ে বসাতে হবে। এখন নিচে “যাহার নামহত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা” অপশনের নিচে “নিজ” লিখুন।
তারপর দ্বিতীয় নাম্বার অপশন অর্থাৎ, “যে ব্যক্তি/প্রতিষ্ঠানের পক্ষ থেকে…… পদবী ও ঠিকানা” অপশনে ক্লিক করে আপনার ঠিকানাটি সঠিকভাবে লিখুন। যেমন:
- নাম
- পিতার নাম
- মাতার নাম
- গ্রাম
- থানা এবং
- জেলা
এখন তৃতীয় নাম্বার অপশনে “ফি বাবদ জমা দেওয়া হইলো তাহার বিবরণ” অপশনে “এনআইডি ছবি পরিবর্তন ফি বিবরণ” কথাটি লিখুন। তারপর মুদ্রা ও নোটের বিবরণ অপশনে নগদ লিখুন। এখন টাকা অপশনে ২৩০ টাকা লিখুন। তারপর আপনার বিভাগ এবং চালান কর্মকর্তার নাম লিখুন।
এখন ফি পরিশোধের কপিটি নিয়ে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখা অথবা সরকারি শাখায় জমা করতে হবে। যখনি আপনি ২৩০ টাকা পরিশোধ করবেন। তখন আপনাকে একটি চালান নাম্বার দিবে। এখন আপনাকে সেই চালান নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে এনআইডি ছবি পরিবর্তন করতে হয় এবং কিভাবে পেমেন্ট করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!