বট থেকে ফ্রি টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আমরা অনেকেই টেলিগ্রাম বট থেকে ফ্রি টাকা ইনকাম করতে চাই। কিন্তু সঠিক টেলিগ্রাম বট সম্পর্কে না জানার কারণে আয় করতে পারি না। এখন আপনি যদি টেলিগ্রাম বট থেকে সত্যিকারের অর্থ ইনকাম করতে চান। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কোন প্রকারের ইনভেস্ট ছাড়াই বট থেকে ফ্রি টাকা ইনকাম করবেন এবং আপনার ইনকাম করা টাকাটি কিভাবে উইথড্র দিবেন। তাই বট থেকে ফ্রি টাকা ইনকাম করার সম্পূর্ণ প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
বট থেকে ফ্রি টাকা ইনকাম করার সেরা উপায়
বট থেকে ফ্রি টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। যেখানে অংশগ্রহণ করে শুধুমাত্র ছোট ছোট কাজ করার মাধ্যমে ইনকাম করা যায়। আজকের পোস্টে আমরা তেমনি আপনাদের সাথে টেলিগ্রাম বট থেকে ফ্রি টাকা ইনকাম করার মাধ্যম শেয়ার করবো। যেখানে আপনার অবসর সময়ে কাজ করে প্যাসিভ ইনকাম করতে পারবেন।
বট থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামে একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলের নেট কানেকশন অন করুন। এরপর আপনার মোবাইলে থাকা “গুগল প্লে স্টোর” ওপেন করুন এবং সার্চ বক্সে Telegram লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা টেলিগ্রাম অ্যাপসটি ইন্সটল করুন।

এখন টেলিগ্রাম অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর আপনার টেলিগ্রাম একাউন্টের সার্চ অপশন থেকে @withTTI _bot লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি টেলিগ্ৰাম বটের ভিতরে নিয়ে আসবে।
এখন আপনি নিচে থেকে “Start” লেখাটিতে ক্লিক Open অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে টেলিগ্ৰাম বটটি ওপেন হয়ে যাবে এবং সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সেখানে “Daily Check-in Bonus” নামে একটি অপশন দেখতে পাবেন।

এখানে সাতদিনের একটি বোনাস সিস্টেম চালু রয়েছে। এখন আপনি নিচে থেকে “Wait for Next Day” অপশনে ক্লিক করে প্রতিদিন বোনাস নিতে পারবেন। এখন আপনি উপরে লক্ষ্য করলে আপনার অ্যাকাউন্টের নাম এবং ব্যালেন্স দেখতে পাবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
বট থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য নিচে থেকে “Ads task” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি এক ঘন্টায় কয়টি কাজ এবং একদিনে সর্বমোট কয়টি কাজ কমপ্লিট করতে পারবেন। সেটি দেখতে পাবেন।
এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। তাহলে কাজ করার জন্য নিচে থেকে “Start Task” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
এরপর একটি “ক্রস আইকন” চলে আসবে। এখন আপনি ক্রস আইকনে ক্লিক করে ব্যাক করুন। তাহলে সাথে সাথেই একটি নোটিফিকেশন চলে আসবে। অর্থাৎ, Task Completed লেখা চলে আসবে। তাহলে বুঝবেন আপনার একটি কাজ কম্পলিট হয়ে গেছে।
এখন নতুন আরেকটি কাজ করার জন্য আবারো ও নিচে থেকে “Start Task” অপশনে ক্লিক করুন। তাহলে আবারোও আগের মতোন একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তাহলে পুনরায় “ক্রস আইকন” চলে আসবে। এখন আপনি ক্রস আইকনে ক্লিক করে ব্যাক করুন। তাহলে আপনার একাউন্ট আরোও একটি কাজ জমা হবে।

এভাবে করে আপনি সেখান থেকে ট্যাক্স গুলো কম্পলিট করতে হবে। তবে এখানে আপনি প্রতি ঘন্টায় ২০টি ট্যাক্স কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি প্রতি ঘন্টায় ২০টি কাজের বেশি ট্যাক্স কমপ্লিট করতে পারবেন না। প্রতি ঘন্টায় মাত্র ২০টি করে কাজ করতে পারবেন।
TG Tasks কমপ্লিট করে ইনকাম করুন
TG Tasks কমপ্লিট করে বট থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য একাউন্টের হোম পেজ থেকে “TG Tasks” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশন থেকে Join অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি গ্ৰুপ বা চ্যানেল ওপেন হবে।

এখন Join অপশনে ক্লিক করে নিচে থেকে “With TTI” অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে ব্যাকে নিয়ে আসবে। এখন আপনি সেখান থেকে Verify অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কাজটি ভেরিফাইড হয়ে যাবে। এভাবে করে আপনি সেখানে থাকা প্রত্যেকটি কাজ কমপ্লিট করতে পারবেন।
Refer করে বট থেকে ফ্রি টাকা ইনকাম করুন
এখানে আপনি রেফার করে বট থেকে ফ্রি টাকা আয় করতে পারবেন। এখন টেলিগ্ৰাম বট থেকে ফ্রি টাকা আয় করার জন্য একাউন্টের হোম পেজ থেকে “Refer” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একাউন্টের রেফার লিংক দেখতে পাবেন।
এখানে আপনি যে ব্যক্তিকে রেফার করবেন। সেখান থেকে আপনি লাইফ টাইমের জন্য 20% কমিশন অর্জন করতে পারবেন। এখানে প্রত্যেকটি রেফার করার বিনিময়ে 20% কমিশন নিতে পারবেন। এভাবে করে আপনি যতগুলো রেফার করতে পারবেন। ততবেশি কমিশন পাবেন।
কিভাবে বট থেকে ফ্রি টাকা উইথড্র করবেন?
আপনার ইনকাম করা টাকাটি টেলিগ্ৰাম বট থেকে উইথড্র করার জন্য একাউন্টের হোম পেজ থেকে Withdrawal অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একাউন্টের শিব কয়েন্ট গুলো দেখতে পাবেন।
এছাড়াও নিচে আপনি তিনটি উইথড্র দেওয়ার অপশন দেখতে পাবেন। যেমন:
- বিকাশ (Bkash)
- নগদ (Nagad) এবং
- বাইনান্স (Binance)
এখন আপনি সেখানে থেকে যেকোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে উইথড্র করতে পারবেন। তবে যেহেতু এটি একটি নতুন টেলিগ্ৰাম বট সেক্ষেত্রে এখানে আরোও নতুন নতুন ফিচার এড করা হবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে টেলিগ্ৰাম বট থেকে ফ্রি টাকা ইনকাম করতে হয়। কিভাবে এখানে থাকা প্রত্যেকটি কাজ কমপ্লিট করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

