ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে প্রতি মাসে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সাধারণত বাংলাদেশের যতগুলো ইনকাম সাইট রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ ও জনপ্রিয় সাইট হলো: ফেসবুক। আপনি এই সাইটে ইনকাম করে সরাসরি আপনার ব্যাংকে টাকা নিতে পারবেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম
ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে একটি ফেসবুক ‘pages’ খুলতে হবে। তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করুন এবং ‘3ডট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনেই এমন একটি পেইজ ওপেন হবে সেখান থেকে ‘pages’ অপশনে ক্লিক করুন। কারো কারো ক্ষেত্রে See more অপশনে Page অপশনটি থাকতে পারে।
এখন পরবর্তী অপশনে ‘+create’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর ‘Get started’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে ‘pages name’ একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি যে নামে ‘pages’ টি খুলতে চান সেই নামটি লিখুন এবং নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে প্রতিদিন ২০০-৫০০ টাকা ইনকাম করুন।
এখন পরবর্তী অপশনে আপনাকে ক্যাটাগরি’ সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘ক্যাটাগরি’ লিখুন। এখানে আপনি দুই থেকে তিনটি ক্যাটাগরি লিখুন এবং ‘Create’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে এমন একটি পেইজ দেখতে পাবেন।
এখানে ‘Bio’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনার দেশ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য লিখুন। আপনি চাইলেই বাংলা অথবা ইংরেজিতেও তথ্য গুলো লিখতে পারবেন। তারপর নিচে ‘Website’ অপশনে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের নামটি বসিয়ে দিন। তারপরে আপনার email address, mobile number, address, City, Zip code সঠিকভাবে লিখুন এবং ‘next’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে প্রোফাইল আইকনে ক্যামেরা আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করুন এবং তার পাশে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার কভার ফটো ও সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনার কভার ফটোটি সিলেক্ট করে ‘next’ অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার ‘WhatsApp’ নম্বরটি বসিয়ে দিন। যাতে করে আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনি Whatsapp নম্বর না দিতে চাইলে নিচে থাকে ‘Skip’ অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে ‘invite friends’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা ফ্রেন্ড তালিকা দেখতে পাবেন। এখানে আপনি যাদের আপনার ‘pages’ ইনভাইট করতে চান। তাদের নামের পাশে বক্সের ‘টিক চিহ্ন’ দিয়ে ‘send Invites’ অপশনে ক্লিক করলে এই ইনভাইটেশন কি আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে।
তারা চাইলেই আপনার পেজটিকে লাইক করতে পারে। এখন আপনি ‘next’ অপশনে ক্লিক করুন।তারপর পরবর্তী অপশনে ‘Done’ অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার ফেসবুক পেজটি খোলা সম্পূর্ণ হবে এবং আপনার সামনে ‘start tour’ নামে একটি পপ আপ চলে আসবে সেখান ক্লিক করুন।
তাহলে আপনার ‘pages’ একাউন্ট খোলার কাজ সম্পন্ন হবে। এখন আপনাকে এই ‘pages’ ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনি ফুল কোয়ালিটি অথবা নরমাল ভিডিও আপলোড করতে পারবেন। তাছাড়াও ফেসবুক রেলস ভিডিও আপলোড করতে পারবেন।
এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মতো ভিডিও আপলোড করতে পারবেন। তবে পেইজে প্রফেশনাল ভিডিও আপলোড করার জন্য আপনার মোবাইলে থাকা ‘Google Play store’ এপ্লিকেশনে প্রবেশ করুন এবং সার্চবারে ‘creator studio’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা ‘Creator studio’ এপ্লিকেশনটি ইন্সটল করুন। কারো কারো ফোনে ফেসবুক ক্রিয়েটরস অ্যাপটি সার্চ করার পর নাও আসতে পারে। তাই এই লিংক থেকে Apk ডাউনলোড করে Install করে নিতে পারেন।
তাহলে অ্যাপসটি ইন্সটল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন ভিডিও আপলোড করার জন্য ডানপাশে একটি ‘আইকন’ দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে Reel, Video, Photo, Live এবং Text নামে অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি ‘Reel’ ভিডিও আপলোড করতে চান তাহলে ‘Reel’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন আপনি চাইলে সরাসরি ‘Reel’ ভিডিও আপলোড করতে পারবেন। অর্থাৎ, টিক টকের মতো ভিডিও আপলোড করতে পারবেন।
আর গ্যালারির ভিডিও আপলোড করার জন্য ‘গ্যালারি রিসেন্ট’ অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করুন। এখন ডানপাশে ‘Audio’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে নতুন মিউজিক যুক্ত করতে পারবেন। তারপর ‘Text’ অপশনে ক্লিক করে ভিডিওতে ‘Text’ যুক্ত করতে পারবেন।
তাছাড়াও আপনি Effects, Edit clips এবং stickers ব্যবহার করতে পারবেন। এখন ভিডিওটি এডিট করা হয়ে গেলে ‘Next’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে ভিডিওতে একটি টাইটেল দিতে হবে।
এখানে ভিডিওতে অবশ্যই আপনাকে একটি টাইটেল যুক্ত করতে হবে। তাহলে আপনার ভিডিও অনুযায়ী আপনি একটি টাইটেল লিখুন এবং ‘share reel’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার reel ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের ভিতরেই আপনার পেইজে ভিডিওতে দেখতে পাবেন। ফেসবুকের ফুল লেন্স ভিডিও গুলো আপনি ইউটিউবের মতো ‘60.9’ আপলোড করতে পারবেন। তবে বেস্ট ভিডিওর কোয়ালিটি 1.1 ।
তাহলে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় 1.1 ভিডিও আপলোড করুন। তাহলে আপনার ভিডিওর ‘views’ অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে।
ফেসবুক Reel ভিডিও থেকে ইনকাম করার উপায়
ফেসবুক Reel ভিডিও সর্বোচ্চ এক মিনিটের হয়ে থাকে। তারমানি আপনাকে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও আপলোড করতে হবে। তাছাড়াও আপনি যদি ভিডিওর কোয়ালিটি 9.16 দিয়ে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখতে অসাধারণ দেখাবে এবং আপনার ভিডিওর ‘views’ অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। এখানে আপনি নরমালি 9.16 ভিডিও ছাড়াও যেকোন ভিডিও কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন। তবে সবচেয়ে ভালো কোয়ালিটির ভিডিও হচ্ছে: 9.16।
Full length ভিডিও আপলোড করার নিয়ম
Full length ভিডিও অর্থাৎ নরমাল ভিডিও আপলোড করার জন্য আগের মতো আপনার পেইজ থেকে ডান পাশের আইকনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবারো এই অপশন গুলো চলে আসবে। এখন আপনি ‘video’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে আপনার ফোনের গ্যালারি চলে আসবে। এখানে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে ‘next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে ভিডিও টাইটেল লিখতে হবে। এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু তথ্য অথবা টাইটেল লিখুন।
তারপর নিচে ‘Description’ অপশনে আপনার সিলেক্ট করা ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখুন এবং নিচে ‘Thumbnail’ অপশনে একটি সুন্দর ছবি বসিয়ে দিন। যাতে মানুষের কাছে ভিডিওটি আকৃষ্ট মনে হয়। তারপর ‘next’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে ‘publish’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ভিডিওটি ‘publish’ হওয়া শুরু করবে এবং কয়েক মিনিটের ভিতরে আপনার ভিডিওটি ‘publish’ হয়ে যাবে।
মনে রাখবেন ‘ফেসবুক পেইজে’ Reel অথবা video ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি ‘page view’ অথবা ‘following’ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। যখনি আপনার আপলোড করা ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে তখন থেকেই আপনার ‘page view’ অথবা ‘following’ দ্রুত বাড়তে থাকবে।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে ফেসবুক মনিটাইজেশন অন করতে হবে। তবে মনিটাইজেশন অন করার বেশ কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে কয়েকটি নিম্নে দেওয়া হলো। যেমন:
- আপনার ফেসবুক অন্তত দশ হাজার ‘Following’ থাকতে হবে।
- Last ৬০ দিনে ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
- তাছাড়াও পাঁচটি একটিভ ভিডিও থাকতে হবে।
- ফেসবুক পেইজে কোন প্রকারের পলিসি ইস্যু থাকলে হবে না।
আপনার ফেসবুক পেইজে যখন এই চারটি কন্ডিশন ফুলফিল হবে। তখনি আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর ফেসবুক যদি আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেয়। তারপর আপনার ফেসবুক ভিডিও ওয়াচ করার পরই আপনার ভিডিও থেকে ইনকাম আসা শুরু করবে এবং এটি আপনার ফেসবুকে জমা হবে। এখানে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।
সাধারণত, এখানে আপনি একদিন বাদে/ তিন চার দিন পরে একটি করে ভিডিও আপলোড করলেন। অথবা সপ্তাহে একদিনে দুটি থেকে তিনটি ভিডিও আপলোড করলেন। এখানে এভাবেই ভিডিও আপলোড করলে হবে না। আপনাকে ‘must be’অথবা রেগুলার একটি মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। যেমন: প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করুন অথবা দুইদিন পর পর একটি ভিডিও আপলোড করুন।অথবা সপ্তাহে একটি ভিডিও আপলোড করুন।
যেটি করুন না কেন রেগুলারলি মেইনটেইন করতে হয়। এভাবেই আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন। তাহলে খুব দ্রুত ভিডিওতে ফলোয়ার ও ওয়াচ টাইম পাবেন এবং আপনার ইনকাম করার অপশন চালু হয়ে যাবে। আপনার পেজে যদি একবার মনিটাইজেশন চালু হয়ে যায়। তাহলে সারা জীবন এখন থেকে ইনকাম করতে পারবেন। যেগুলো সরাসরি আপনার লোকাল ব্যাংকে চলে আসবে।
এভাবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও ফেসবুক থেকে আরোও ইনকামের নতুন নতুন উপায় গুলো সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!