সহজ পদ্ধতিতে গুগল ওয়ালেটে কার্ড এড করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বাংলাদেশের অলরেডি গুগল পে চালু হয়ে গিয়েছে। এখন আপনি গুগল ওয়ালেটে কার্ড এড করতে পারবেন। এখনো পর্যন্ত আপনি যদি গুগল ওয়ালেটে কার্ড এড করে না থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি সহজ পদ্ধতিতে গুগল ওয়ালেটে কার্ড এড করবেন এবং কিভাবে কার্ড এড করার পর ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
সহজ পদ্ধতিতে গুগল ওয়ালেটে কার্ড এড করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন। তারপর সার্চ অপশনে “Google Wallet” লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা google wallet অ্যাপসটি ইন্সটল করুন।
তারপর অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটি ওপেন করুন এবং আপনার পছন্দ অনুযায়ী জিমেইল সিলেক্ট করুন। তাহলে পরবর্তী অপশনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে “view wallet” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে নোটিফিকেশন Allow করুন।
তারপর পরবর্তী অপশন থেকে Got it অপশনটি সিলেক্ট করুন। তাহলে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে “Add payment Card” লেখাটি সিলেক্ট করুন। এখন পরবর্তী অপশন থেকে ওয়ালেটে কার্ড এড New Card or dabit Card অপশন ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে কিছুটা সময় লোড নেবে। এখন আপনাকে আপনার কার্ডের ফ্রন্ড পাঠ স্ক্যান করতে হবে। তাহলে আপনি আপনার কার্ডটি ফ্রন্ড পাঠ স্ক্যান করুন। অথবা “Enter Details manually” অপশনে ক্লিক করে সরাসরি আপনার কার্ডের ডিটেলস লিখুন।
এখন আপনার কার্ডের ডিটেলস সম্পূর্ণ ফিলাপ করা হয়ে গেলে নিচে থেকে “Save Continue” অপশনে ক্লিক করুন। তাহলে Chalking card Eligibility লেখা আসবে। এখন কিছুটা সময় লোন নিবে এবং Issuer terms চলে আসবে। এখন আপনি চাইলে Issuer terms পড়ে নিতে পারেন।
তারপর নিচে থেকে Accept অপশনে ক্লিক করুন। এখন processing card details অপশন আসবে। তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন আপনার কার্ডের ডিটেলস যদি ঠিক থাকে। তাহলে পরবর্তী অপশনে আপনার কার্ডটি চলে আসবে। এখন কার্ডটি ভেরিফাই করতে হবে।
এখন আপনি ব্যাংক একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন। সেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখন মোবাইল নাম্বার ভেরিফাই করতে Text me a code অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ব্যাংকে দেওয়া মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে।
এখন আপনার মোবাইল নাম্বার থেকে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে card is ready for online payment লেখা চলে আসবে। সেখান থেকে got it অপশনে ক্লিক করুন। এখন আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে আসবে।
তাছাড়াও নিচে থেকে Add to wallet অপশনে ক্লিক করে একাধিক কার্ড এড করতে পারবেন। এখন আপনার কার্ডের উপর ক্লিক করে কার্ডের ভার্চুয়াল নাম্বার এবং ইত্যাদি ডিটেলস দেখতে পাবেন। এখানে আপনি যদি একাধিক কার্ড এড করেন। তাহলে Add nickname অপশনে ক্লিক করে পছন্দ অনুযায়ী কার্ডের নাম লিখতে পারবেন।
আর আপনি যদি গুগল ওয়ালেটে থেকে কার্ড সরাতে চান। তাহলে নিচে থেকে “remove payment method” অপশনে ক্লিক করে বাকি স্টেপগুলো ফলো করে কার্ডটি সরাতে পারবেন। এখন আপনি গুগল পে থেকে কার্ডটি ব্যবহার করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে সহজ পদ্ধতিতে গুগল ওয়ালেটে কার্ড এড করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!