সহজ কিস্তিতে AB Bank পার্সোনাল লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে সহজ কিস্তিতে AB Bank পার্সোনাল লোন নিতে হয়। লোন পেতে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে।
AB Bank পার্সোনাল লোন
বাংলাদেশের প্রথম ব্যক্তিগত ব্যাংক এবি ব্যাংক। এবি ব্যাংক খুব সহজ শর্তে বিভিন্ন ক্যাটাগরির উপরে লোন দিয়ে থাকে। যেমন:
- ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন
- অট লোন
- হোম লোন এবং
- পার্সোনাল ওভার ড্রাফট লোন
AB Bank পার্সোনাল লোন আবেদনের যোগ্যতা
AB bank ব্যক্তিগত লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত লোন আবেদন করা যাবে। সহজ কিস্তিতে পার্সোনাল লোন নেওয়ার জন্য চার ধরনের ব্যক্তিরা আবেদন করতে পারবেন। যেমন:
- পেশাদার
- বাড়ির মালিক
- ব্যবসায়িক এবং
- বেতন ভূক্ত কর্মচারী
উপরে উল্লেখিত ব্যক্তিরা সহজ কিস্তিতে পার্সোনাল লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
AB Bank থেকে সহজ কিস্তিতে পার্সোনাল লোন আবেদন
সহজ কিস্তিতে পার্সোনাল লোন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার নিকটবর্তী AB Bank এর যেকোন ব্রাঞ্চে ইনকামের প্রমাণপত্র সহ যোগাযোগ করুন। আপনারা যারা জমির মালিক রয়েছেন। তাদের ক্ষেত্রে জমির মূল দলিলের কপি উপস্থাপনা করতে হবে। এখানে সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই জমির মূল দলিল সাথে নিবেন। এছাড়াও https://abbl.com ওয়েবসাইটে প্রবেশ করে AB bank পার্সোনাল লোন ফরম পূরণ করে লোন আবেদন করা যাবে।
আরোও পড়ুন: কোন রকম জামানত ছাড়াই অ্যাপ থোকে সহজ কিস্তিতে লোন নিন।
AB Bank পার্সোনাল লোন পাওয়ার শর্ত
ব্যক্তিগত লোন পাওয়ার অনেকগুলো শর্ত রয়েছে সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:
- আবেদনকারীর বয়স সর্বোনিম্নে ২১ বছরের ঊর্ধ্বে হতে হবে।
- নিয়মিত জব সেলারি Person হতে হবে।
- লোন সীমা সর্বোচ্চ ২০ লাখ টাকা।
- আবেদন ফি ৫০০ টাকা।
- লোন প্রসেসিং ফি অনুমোদিত লোনের ১%।
- লোনের মেয়াদ সর্বোচ্চ ৬০ মাস বা ৫ বছর।
- জামানত জমা দান।
- ব্যক্তিগত গ্যারান্টি এবং স্বামী/স্ত্রী বা পিতা/মাতা প্রদত্ত গ্যারান্টি।
- লোনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ০% থেকে সর্বোচ্চ ১৪% পর্যন্ত Interest (সুদ) পরিশোধ।
- শিক্ষা, চিকিৎসা, বিবাহ, জমি ক্রয় সহ বেশ কিছু ক্ষেত্র বিশেষে ০% Interest (সুদ) প্রযোজ্য হবে।
AB Bank পার্সোনাল লোন পেতে যেই ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে
এবি ব্যাংক থেকে পার্সোনাল লোন পেতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তা নিম্নে তুলে ধরা হলো। ব্যক্তি বা ক্যাটাগরি অনুযায়ী এই ডকুমেন্টগুলো ভিন্ন ভিন্ন হতে পারে।
- লোন আবেদন ফরম (ব্যাংক/ওয়েবসাইট থেকে)
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।
- জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট কপি।
- ঠিকানা প্রমাণ পত্র। বিদ্যুৎ/গ্যাস/পানি বা টেলিফোন বিল।
- আয়ের প্রমাণপত্র। ব্যাংক স্টেটমেন্ট/ আয়কর রিটার্ন।
- ঋণের পরিমাণ এর উপরে ভিত্তি করে জামানত বা ডকুমেন্ট প্রদান।
- নমিনির সদ্য তোলা ১ কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি সহজ কিস্তিতে AB Bank পার্সোনাল লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও বিভিন্ন ব্যাংক, বীমা বা সংস্থার লোন সম্পর্কে জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।
আমার 2 লাখ টাকা লোন লাগবে