ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে প্রতিদিন $5 ডলার ইনকাম ২০২৫

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে প্রতিদিন $5 ডলার ইনকাম করুন। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা পুরনো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা নতুন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন। কিন্তু অনেকেই জানেন না। কিভাবে সঠিক নিয়মে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয়।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

পুরাতন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর আপনার মোবাইলে থাকা Facebook অ্যাপে প্রবেশ করে প্রোফাইল আইকনে করুন। তাহলে আপনাকে আপনার ফেসবুক পেইজের প্রোফাইলে নিয়ে যাবে। এখন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য ‘professional dashboard’ লেখাটিতে ক্লিক করুন। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

এখন পরবর্তী অপশন থেকে স্কোল করে নিচে নামুন। তাহলে monetization নামে একটি অপশন দেখতে পাবেন এবং তাঁর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Payouts
  • Star’s
  • Ads on reels
  • Live ad
  • In-stream ads
  • Partnership ads এবং
  • Content monetization

পুরাতন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য Content Monetization লেখাটির পাশে থেকে Set Up লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Get Started অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য আপনাকে ব্যাংক একাউন্ট সেট হবে। তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যাংক অ্যাকাউন্ট লিখুন এবং নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে You can…. Content monetization! লেখাটি দেখতে পাবেন। এখন আপনি নিচে থেকে Done লেখাটিতে ক্লিক করুন। অর্থাৎ, আপনার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করা সম্পন্ন হয়েছে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

আপনার যদি পুরাতন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন হয়ে থাকে। অর্থাৎ,আপনি আগে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন অন করেছেন, ব্যাংক একাউন্ট সেটআপ করেছেন বা সকল ইনফরমেশন সেটআপ করেছেন। তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে। তারা খুব সহজেই ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে কিভাবে নতুন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয়।

নতুন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করার পদ্ধতি

নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক পেইজের প্রোফাইলে প্রবেশ করুন। তারপর professional dashboard লেখাটিতে ক্লিক করুন। এখন আপনি আবারোও আগের মতো স্কোল করে নিচে নামুন। তাহলে সেখানে monetization অপশনের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Payouts
  • Star’s
  • Ads on reels
  • Live ad
  • In-stream ads
  • Partnership ads এবং
  • Content monetization

তাহলে নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য Content Monetization লেখাটির পাশে থেকে Set Up অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য নিচে থেকে Get Started লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং কয়েকটি অপশন শো করবে। যেমন:

  • Legal Fast Name
  • Legal Last Name
  • Date of birth এবং
  • Country

নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে প্রথমেই আপনি আপনার Fast Name এবং Last Name সঠিকভাবে লিখুন। তারপর আপনার জন্ম তারিখ এবং Country সিলেক্ট করুন। এখানে অবশ্যই আপনার Fast Name এবং Last Name আপনার ব্যাংক একাউন্ট অনুযায়ী দিতে হবে। আর অবশ্যই আপনার ব্যাংক একাউন্টের নাম এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে।

আরোও পড়ুন: আনলিমিটেড নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম ২০২৫

আর আপনার যদি নিজের ব্যাংক একাউন্ট না থাকে। তাহলে আপনি আপনার ফ্যামিলি অথবা অন্য কারোর ব্যাংক একাউন্ট দিতে পারবেন। এতে কোন প্রকারের সমস্যা হবে না। তবে সেই ব্যক্তির ব্যাংক একাউন্টে যে নামটি রয়েছে। সেম নাম এখানে বসাতে হবে। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার Country এবং Business type সিলেক্ট করতে হবে।ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য আপনার Country এবং Business type নির্বাচন করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Payout Account সেটআপ করতে হবে। এখন Payout Account অপশনে আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে।

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Light Fast Name অপশনে আপনি যে ব্যাংকে টাকা নিবেন। এখানে সেই ব্যাংকের নামটি সেমভাবে লিখুন। অর্থাৎ, আপনি টিন নম্বর খোলার সময় যে নামটি দিয়েছেন। এখানে সেই নামটি লিখুন। আর টিন নম্বর খোলার সময় আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে।

আর আপনাদের বয়স যাদের ১৮ বছর হয়নি। অথবা যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাদের ক্ষেত্রে তাদের গার্জিয়ানের ইনফরমেশন দিয়ে অপশন গুলো পূরণ করতে পারবে। তাহলে প্রথমেই আপনার নামটি লিখুন। তারপর নিচে আপনার জন্ম তারিখ এবং প্রাইমারি অ্যাড্রেস সঠিকভাবে লিখুন। যেমন: গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এবং পোস্ট কোড।

এখন নিচে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • City
  • State/ Province
  • ZIP/ Postal Code
  • Fon Number
  • Email Address
  • TIN Number এবং
  • Vat (optional)

নতুন ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য উপরে উল্লেখিত সকল অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের বক্সে টিক চিহ্ন দিয়ে Next লেখাটিতে ক্লিক করুন। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাবেন। যেমন:

  1. Manually link bank account এবং
  2. Link your PayPal account

ফেসবুক কন্টেন মনিটাইজেশন সেটআপ করার জন্য Manually link bank account অপশনটি সিলেক্ট করুন। তাহলে নিচে আপনার ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস চলে আসবে। যেমন: আপনার নাম, কান্ট্রি, জন্ম তারিখ ইত্যাদি। এখন নিচে Swift Code অপশন দেখতে পাবেন। সেখানে আপনার ব্যাংকের Swift Code দিতে হবে।

আরোও পড়ুন: অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট

তাহলে আপনি আপনার ব্যাংকের নাম দিয়ে নেটে সার্চ করলে Swift Code পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ব্যাংকের Swift Code নিয়ে এখানে বসিয়ে দিন এবং নিচে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লিখুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘link payout method’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Add tax info লেখা দেখতে পাবেন। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

এখন আপনি Add tax info অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার ফেসবুক পেজের নাম চলে আসবে। এখন আপনি continue লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন প্রথম অপশনটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে।

তারপর পরের অপশনে আপনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন। তাহলে Yes অপশনে ক্লিক করুন। অন্যথায়, No অপশনে ক্লিক করুন। তারপর সর্বশেষ অপশনে No অপশনে ক্লিক করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Next লেখাটিতে ক্লিক করুন।

TIN নম্বর সাবমিট করা

পরবর্তী ধাপে আসার পর এ পর্যায়ে আপনাকে আপনার টিন সার্টিফিকেট এর তথ্য দিতে হবে। শুরুতেই আপনি আপনার নাম দেখতে পাবেন। তারপর Country of citizenship (অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক) সিলেক্ট করুন। তারপর I have non U.S Tin অপশনে টিক চিহ্ন দিয়ে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে যেখানে আপনার পূরণকৃত সকল তথ্য দেখতে পাবেন।

এখন সবগুলো তথ্য ভালোভাবে চেক করুন। সব ঠিক থাকলে আবারোও Next বাটনে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে আপনি আপনার Mailing address দেখতে পাবেন। এখন সেটিও ঠিক থাকলে আবারোও Next বাটনে ক্লিক করুন।

Provide additional details relating to your services

এখানে আপনাকে আপনার সার্ভিস সম্পর্কে অ্যাডিশনাল কিছু তথ্য দিতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ে সেবা দিতে চাচ্ছেন। এখন আপনাকে এখান থেকে 0% of service will be physically performed….। অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

Contact us to continue

এখানে আপনাকে ফেসবুকের সাথে যোগাযোগের অপশন এবং ফেসবুকের terms and condition গুলোর সাথে একমত পোষণ করে এগিয়ে যেতে হবে। এখন এখান থেকে আপনি স্ক্রোল করে একদম শেষে চলে আসুন। তারপর ফেসবুক টার্মস এন্ড কন্ডিশন অপশন (I certify that I have the capacity sign for the person…) টিক চিহ্ন দিয়ে signature অপশনে আপনার সম্পূর্ণ নাম কি লিখে দিন। তারপর নিচে গিয়ে Next অপশনে ক্লিক করুন। তাহলে এরকম একটি ট্যাক্স ফর্ম দেখতে পাবেন। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন

এখন আপনি চাইলে সম্পূর্ণ ফর্মটি আরোও একবার ভালোভাবে পড়ে নিতে পারেন। তারপর একদম শেষে গিয়ে Submit Form বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো সফলভাবে সাবমিট হয়ে যাবে। এখন আপনি চাইলে PDF view or Download করে নিতে পারেন। তারপর নিচে গিয়ে Done অপশনে ক্লিক করুন।

Link শেয়ার করে ফ্রি ইনকাম করুন ২০২৫

আপনি যদি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান। তাহলে এভাবে সেটআপ করে রাখতে পারেন। ‌তাহলে আপনি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন, ফেসবুক পোস্ট, স্টোরি, ট্যাক্স সহ আরোও বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। কিভাবে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন। ইনকাম রিলেটেড এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্টপেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading