Quora থেকে ইনকাম করার উপায় ২০২৫ | Earn by Quora

Quora থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। কোরা ওয়েবসাইটে সাধারণ Question এবং Answer আপলোড করা হয়। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের Question এবং Answer আপলোড করে Quora থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোরাতে স্পেস তৈরি করে সেখানে Quora মনিটাইজেশন নিয়ে এডস বসিয়ে ইনকাম করতে পারবেন।

তাছাড়াও আপনি সিপিএ লিড, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন কাজে Quora ব্যবহার করে Quora থেকে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে Quora থেকে ইনকাম করবেন। Quora ওয়েবসাইটে একাউন্ট তৈরি করবেন, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে কোরা স্পেস তৈরি করবেন ইত্যাদি।

Quora থেকে ইনকাম করার উপায়

Quora থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে কোরা ওয়েবসাইট একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনি সেই অ্যাকাউন্টের আন্ডারে Quora থেকে ইনকাম করতে পারবেন। কোরা ওয়েবসাইট একাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন।

তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে Quora লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, Quora ওয়েবসাইটে প্রবেশ করুন। ‌তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

Quora থেকে ইনকাম

এখন আপনাকে কোরাতে একটি একাউন্ট তৈরি করতে হবে। এখন আপনি চাইলে কোরা ওয়েবসাইটে আপনার Facebook অথবা Google একাউন্ট ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে কোরা একটি একাউন্ট তৈরি করুন।

আরোও পড়ুন: ইন্ডিয়ান ইনকাম app 2024।

উদাহরণ স্বরূপ, আপনি Google ব্যবহার করে কোরাতে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। তাহলে Google অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একটি জিমেইল এড্রেস সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি জিমেইল সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে এমন একটি পেইজ ওপেন হবে।

Quora থেকে ইনকাম

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন গুলো সিলেক্ট করুন এবং নিচে থেকে ‘Done’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কোরা ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে আপনার একাউন্টের হোম পেইজে নিয়ে যাবে।এখন হোম পেইজে আপনি বিভিন্ন ধরনের পোষ্ট এবং এড দেখতে পাবেন।

সাধারণত, আপনি কোরাতে একটি স্পেস তৈরি করলেন এবং সেখানে বিভিন্ন ধরনের Question এবং Answer আপলোড করলেন। সেই Question এবং Answer বিভিন্ন ধরনের কমেন্ট এবং View আসলো এবং সেখানে বিভিন্ন ধরনের এড শো করলো। মুলত, এই এড থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি Day On থেকে Monetization করতে পারবেন।

স্পেস তৈরি করে Quora থেকে ইনকাম করুন

স্পেস তৈরি‌ করে Quora থেকে ইনকাম জন্য নিচের প্রদর্শিত পিকচার থেকে ম্যান আইকনে ক্লিক করুন।

Quora থেকে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Create a Space এবং
  2. Discover Space

এখন আপনি Create a Space অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার স্পেস নাম এবং যে বিষয় সম্পর্কে আপনি কাজ করবেন সেই বিষয় সম্পর্কে একটি Description লিখতে হবে। এখন ডিসক্রিপশন লেখা হয়ে গেলে নিচে থেকে Create অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Import Contacts এবং
  2. Skip Importing

এখন আপনি Skip Importing অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে একটি নতুন পেইজ ওপেন হবে। এখন আপনি Get Invite Link অপশনের পাশে থেকে Copy অপশনে ক্লিক করুন এবং লিংকটি কপি করে Skip অপশনে ক্লিক করুন।

Quora থেকে ইনকাম

তাহলে আপনার লিংকটি কপি হয়ে যাবে এবং আপনার কোরাতে স্পেস তৈরি করা সম্পূর্ণ হবে। এখন আপনার স্পেসটিকে মনিটাইজ করতে হবে। তাহলে স্পেসটিকে মনিটাইজ করার জন্য নিচের উল্লেখিত পিকচার থেকে Get Started অপশনে ক্লিক করুন।

Quora থেকে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। এখন আপনি অপশনগুলো ভালোভাবে পড়ুন। সাধারণত, আপনাকে Spach* Subscription’ এবং Quora অপশন থেকে ইনকাম করার দরকার নেই। এখানে আপনি Ad Revenue Sharing থেকে ইনকাম করতে পারবেন।

ইন্ডিয়ান ইনকাম app 2024| Online earning Indian app

তাহলে আপনি Ad Revenue Sharing অপশনটি সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় অপশনটি Skip করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে।

এখন আপনাকে Ad Revenue Sharing টিকে Enable now করতে হবে। তাহলে নিচে থেকে Enable now অপশনে ক্লিক করে Go To My Space অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মনিটাইজেশনটি এনাবল হয়ে যাবে এবং এমন একটি পেইজ ওপেন হবে।

Quora থেকে ইনকাম

এখন স্কোল করে নিচে নামলে Settings অপশন দেখতে পাবেন। এখন আপনি সেটিং অপশনে ক্লিক করে আপনার একাউন্টের প্রোফাইল আইকন, ব্যাক কভার ফটো, ডিটেলস ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এখন থেকেই আপনি Quora থেকে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কোরা ব্যাংক একাউন্ট এড করতে হয়।

কোরা ব্যাংক একাউন্ট এড করার নিয়ম

কোরা ব্যাংক একাউন্ট এড করার জন্য আপনার কোরা একাউন্ট থেকে নিম্নের উল্লেখিত মার্ক করা অপশনে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। এখন কোরা ব্যাংক একাউন্ট এড করার Earnings অপশনে ক্লিক করুন।

Quora থেকে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে Banking And Payouts অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার ইমেইল এড্রেসটি বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার একটি সচল মোবাইল নম্বর বসিয়ে আবারো ও Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বর একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে দিন।

তাঁরপর আপনার Business আপশনটি সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার Full Name, Middle Name এবং Date of Birth সঠিকভাবে বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • IFSC Code
  • Account Number এবং
  • Confirm Account Number

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন এবং Save অপশনে ক্লিক করুন। তাহলে কোরাতে আপনার ব্যাংক একাউন্টে এড হয়ে যাবে। এখন আপনি চাইলে সেখান থেকে ব্যাংক একাউন্ট এডিট করতে পারবেন।

তাছাড়াও Proof Of Identity Document অপশনে ক্লিক করে PAN Card অথবা Other ভেরিফিকেশন করে নিতে পারবেন। এখন Agree & Submit অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ‌

Quora থেকে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে প্রথমে Earn$10.00 Minimum to…. fast Payout লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ, আপনি যখন খোয়াতে $১০.০০ ডলার ইনকাম করবেন। তখন আপনার পেমেন্টটি ব্যাংক একাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তাহলে আপনি খুব সহজেই Quora থেকে ইনকাম করতে পারবেন।

কোরা একাউন্টে কাজ করার নিয়ম

কোরা একাউন্টে কাজ করার জন্য হোম পেইজ ওপেন করুন। তারপর উপর থেকে ম্যান আইকনে ক্লিক করুন। তাহলে আপনাকে কোরা স্পেস নিয়ে যাবে। তাঁরপর আপনার প্রোফাইলে ক্লিক করুন। এখন একটু স্ক্রোল করে নিচে নামলে Post In….. অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

Quora থেকে ইনকাম

এখানে আপনি Create Post এবং Add Question মাধ্যমে দুই ভাবে ইনকাম করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পোষ্ট অথবা Question লিখে নিচে থেকে Post অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পোস্টটি আপলোড হয়ে যাবে এবং google আপনার পোস্টটি শো করবে।

যখন গুগলে আপনার পোস্টটি অথবা Question টি আপলোড হয়ে যাবে। তখন অন্য ব্যক্তি আপনার পোস্ট কমেন্ট করতে পারবে। এই পদ্ধতি ব্যবহার করে Quora থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার কোরা একাউন্টে রেগুলার কাজ করুন। তাহলে আপনার একাউন্টি রিস পাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করে এবং উত্তর দিয়ে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন।

আশাকরি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Quora থেকে ইনকাম করতে হয়, কিভাবে কোরা একাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হয়, কিভাবে কোরা স্পেস তৈরি করতে হয় এবং সর্বোপরি কিভাবে Quora থেকে ইনকাম করতে হয়। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading