প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করবেন যেভাবে এ নিয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করাকে অনেক কঠিন মনে করেন। কিন্তু তারা হয়তো জানেন না, অনলাইনে এমন অনেক সহজ কাজ রয়েছে যেগুলো করে আপনি ইনকাম করতে পারবেন।
আজকের পোস্টে আমরা প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করার সহজ একটি উপায় শেয়ার করবো যেটি ব্যবহার করি আপনিও অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম
প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করুন Quora ওয়েবসাইট থেকে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন Quora একটি অনলাইন ভিত্তিক Question and answer ওয়েবসাইট।
যেখান থেকে আপনি যেকোনো বিষয়ে প্রশ্ন করে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে পারবেন। অথবা আপনার কোন প্রশ্নের উত্তর জানা থাকলে সেটি দিয়ে অন্যদের সাহায্য করতে পারবেন।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি চাইলে Quora থেকে বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন। Quora তার ব্যবহারকারীদের জন্য Monetization প্রোগ্রাম চালু করেছে।
আরোও পড়ুন: ডোমেইন নাম বিক্রি করে ইনকাম বছরে 10 লাখ টাকা
যেখান থেকে একজন ব্যক্তি চাইলে দু’ভাবে ইনকাম করতে পারবেন। প্রথমটি হচ্ছে কোর স্পেস থেকে। আর দ্বিতীয়টি হচ্ছে কোরা প্রোফাইল থেকে।
তবে এছাড়াও আপনি চাইলে। কোরাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে টাকা উপার্জন করতে পারবেন। যেমন: অ্যাফিলিয়েট, রেফার, মার্কেটিং, গেস্ট পোষ্টিং ইত্যাদি।
কিন্তু আজকের এই পোস্টে আমরা শুধুমাত্র Quora থেকে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করার পদ্ধতিটি শেয়ার করব। যেটি থেকে আপনি ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
Quora তে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম
কোরাতে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে English Quora ওয়েবসাইটে আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মনে রাখবেন Quora দু’টি ভার্সন রয়েছে।
- Bangla ও
- English
Quora বর্তমানে বাংলা ভার্সনে মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেনি। তাই আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করার জন্যই Quora English ভার্সনে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
এখন অনেকেই বলবেন আমি তো ইংরেজি পারিনা। তাহলে আমি কিভাবে ইংরেজিতে প্রশ্ন ও উত্তর করে টাকা ইনকাম করব? তাদের জন্য বড় সুখবর হলো Quora AI text সাপোর্ট করে। তাই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে Chatgpt বা Deepseek কে কাজে লাগাতে পারেন। তাহলে আপনি ইংরেজি না জেনেও Quora থেকে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।
Quora থেকে যেভাবে ইনকাম শুরু করবেন
Quora থেকে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করার জন্য ইউটিউবে টিউটোরিয়াল দেখে একটি ইংরেজি Quora অ্যাকাউন্ট তৈরি করে নিন। অথবা আপনি চাইলে সরাসরি যে কোন ব্রাউজার থেকে English Quora ওয়েবসাইটে প্রবেশ করে একটি একাউন্টে তৈরি করে নিন।
কোরাতে অ্যাকাউন্ট তৈরি করার পর। এখন থেকে আপনার কাজ হবে। Quora তে যে সকল ব্যক্তি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদেরকে AI থেকে উত্তর সংগ্রহ করা। আর আপনার যদি কোন বিষয়ে অজানা থাকে তাহলে বেশি বেশি করে কোরাতে জিজ্ঞেস করা।
মনে রাখবেন আপনি যত বেশি প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন। আপনার প্রোফাইলটা তত দ্রুত বড় হবে এবং আপনি খুব তাড়াতাড়ি Quora মনিটাইজেশন নিতে পারবেন। কোরাতে মনিটাইজেশন নেওয়ার পর। Quora তে আপনার জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর গুলোর বিনিময় আপনি ইনকাম করতে পারবেন। যত বেশি মানুষ আপনার প্রশ্ন ও উত্তর গুলো দেখবে। আপনি তত বেশি ইনকাম করতে পারবেন।
Quora থেকে টাকা উইথড্র করার নিয়ম
আপনি যদি quora space বা profile মিলিয়ে সর্বমোট 10$ ইনকাম করতে পারেন। তাহলে কোরা অটোমেটিকালি আপনার একাউন্টে সমপরিমাণ টাকা পাঠিয়ে দেবে। সাধারণত Quora credit card and debit cards এর মাধ্যমে টাকা প্রদান করে থাকে।
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে কোরাতে প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাই।