ক্যাপচা টাইপিং করে ইনকাম দৈনিক ৫০ থেকে ১০০ টাকা ২০২৫

ক্যাপচা টাইপিং করে ইনকাম দৈনিক ৫০ থেকে ১০০ টাকা। বর্তমান সময়ে অনেক App বা ওয়েবসাইট রয়েছে। যেখানে Captcha typing করে ইনকাম করা যায়। তেমনি আপনাদের সাথে ৫টি ক্যাপচা টাইপিং করে ইনকাম করার অ্যাপস বা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

যেখানে আপনি Captcha typing করে ইনকাম করতে পারবেন। তাই ক্যাপচা টাইপিং করে ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ক্যাপচা টাইপিং করে ইনকাম করুন দৈনিক ৫০ থেকে ১০০ টাকা

বর্তমান সময়ে অনলাইনে ক্যাপচা টাইপিং করে ইনকাম করা সম্ভব। এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে শুধুমাত্র ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন।

এখানে আপনি যদি নিয়মিত ২ থেকে ৩ ঘন্টা ক্যাপচা টাইপিংয়ের কাজ করেন। তাহলে প্রতিমাসে অনায়াসে ৫ থেকে ৬ হাজার টাকা প্যাসিভ ইনকাম করতে পারবেন। তবে সেটি নির্ভর করে আপনার কাজের উপর। এখানে আপনি যত বেশি ক্যাপচা টাইপিং করবেন। ততবেশি টাকা ইনকাম করতে পারবেন।

এখানে আপনি দ্রুত এবং কম সময়ের মধ্যে ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন। আপনার অবসর সময় ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন এবং পার্টটাইম অনলাইনে ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন।

2Captcha-তে ক্যাপচা টাইপিং করে ইনকাম করুন

Captcha typing করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে 2Captcha ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন।

এরপর আপনার মোবাইলে থাকা “Google Chrome Browser” ওপেন করুন এবং সার্চ অপশনে 2Captcha লিখে সার্চ করুন। এরপর সার্চ রেজাল্টে আসা 2Captcha ওয়েবসাইটে প্রবেশ করুন।

এরপর “Sign Up” অপশনে ক্লিক করে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট “সাইন আপ” করুন। এখন ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট ভেরিফাই সম্পন্ন করে লগইন করুন। তাহলে আপনি সেখান থেকে ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন।

2Captcha থেকে ইনকামের তালিকা

2Captcha ওয়েবসাইট থেকে Captcha typing করে ইনকাম করতে পারবেন। তার মধ্যে কয়েকটি নিয়ম নিচে দেওয়া হলো:

  • ইমেজ ক্যাপচা টাইপিং করে ইনকাম
  • Click ক্যাপচা টাইপিং
  • রিক্যাপচা
  • পাজল টাইপ ক্যাপচা টাইপিং করে ইনকাম
  • ইনভিজিবল ক্যাপচা টাইপিং এবং
  • টেক্সট ক্যাপচা টাইপিং ইত্যাদি

ইমেজ ক্যাপচা টাইপিং করে ইনকাম করুন

ইমেজ Captcha typing করে ইনকাম করুন দৈনিক ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এখানে আপনি অসংখ্য ক্যাপচা টাইপিংয়ের কাজ পেয়ে যাবেন। যেগুলো আপনি অনায়াসে করে আয় করতে পারবেন। এখানে আপনাকে কোন প্রকারের কষ্ট করতে হবে না।

আপনি শুধু সময়ের মধ্যে সঠিক ক্যাপচা পূরণ করে সাবমিট করলে আপনার একাউন্টে নির্ধারিত টাকাটি অ্যাড হবে। এভাবে করে সেখান থেকে অসংখ্য ইমেজ ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ভুল ক্যাপচা টাইপিং করে সাবমিট করেন। তাহলে তার বিনিময়ে পেমেন্ট পাবেন না।

ইমেজ Captcha typing করে ইনকাম করার জন্য একাউন্টের ড্যাশবোর্ড থেকে “Worker” লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে ইমেজ আকারে ক্যাপচা দেখতে পাবেন। এখন সেখান থেকে সঠিক লেখা আকারে ক্যাপচা টাইপিং করে সাবমিট করুন।

এখানে প্রত্যেকটি ক্যাপচা সাবমিট করার জন্য আপনাকে কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। এখন আপনাকে সেই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ক্যাপচাটি টাইপ করে সাবমিট করতে হবে। অন্যথায়, আপনার ক্যাপচাটি গ্রহণযোগ্য হবে না। আপনি যদি সঠিক ক্যাপচা সাবমিট করেন। তাহলে আপনার একাউন্টে ডলার এড হবে।

এভাবে করে সেখানে থাকা সহজ সহজ ক্যাপচা গুলো টাইপিং করে সাবমিট করুন। আপনি যত দ্রুত এবং সঠিক ক্যাপচা পূরণ করতে পারবেন। এখান থেকে তত বেশি টাকা আয় করতে পারবেন। যখনি আপনার একাউন্ট নির্ধারিত টাকা হবে। PayPal, Bitcoin এবং Perfect Money মাধ্যমে উইথড্র দিতে পারবেন।

আপনি 2Captcha ওয়েবসাইটে অসংখ্য ইমেজ ক্যাপচার টাইপিংয়ের কাজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী Captcha typing করে ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে পেমেন্ট নিতে হলে সঠিক ক্যাপচা টাইপিং করতে হবে।

Click ক্যাপচা টাইপিং করে ইনকাম করুন

Click Captcha typing করে ইনকাম করতে পারবেন। 2Captcha ওয়েবসাইটে Click ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন। এখন Click ক্যাপচার কাজ করার জন্য একাউন্টের হোম পেজ থেকে “Start Work” অপশন থেকে Click Captcha ক্যাটাগরি সিলেক্ট করুন।

তাহলে সেখানে Click Captcha কাজ পাবেন। এখানে আপনাকে সঠিক ছবির উপর মাউস দিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনি যদি বারবার ভুল capsure টাইপ করে সাবমিট করেন। তাহলে আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে। তাই অবশ্যই কাজ করার আগে সতর্ক থাকুন এবং সঠিক নিয়মে কাজ করুন। ‌

এখানে প্রত্যেকটি ক্যাপচা সঠিকভাবে পূরণ করার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন। এখন আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। আপনি যদি সময়ের মধ্যে সঠিক ক্যাপচাটি সাবমিট করতে না পারেন। তাহলে আপনি সেই ক্যাপচার বিনিময়ে পেমেন্ট পাবেন না।

অন্যথায়, আপনাকে নতুন করে আবারও ক্যাপচার টাইপিং করতে হবে এবং সময়ের মধ্যে সাবমিট করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্ট থেকে PayPal, Bitcoin এবং Perfect Money সাহায্যে উচিত দিতে পারবেন।

পাজল টাইপ ক্যাপচা টাইপিং করে ইনকাম করুন

পাজল টাইপ Captcha typing করে ইনকাম করা সম্ভব। পাজল টাইপ Captcha typing করে ইনকাম করার জন্য একাউন্টের হোম পেজ থেকে Worker অপশনে ক্লিক করে “Puzzle Captcha” ক্যাটাগরি সিলেক্ট করুন।

সাধারণত এখানে আপনাকে একটি ছবির টুকরো দেওয়া হবে। এখন আপনাকে সেখান থেকে সঠিক ছবি সিলেক্ট করে ক্যাপচা পূরণ করতে হবে। এখানে যত দ্রুত এবং সঠিকভাবে পাজল পূরণ করতে পারবেন। তত বেশি আয় হবে। ‌

এখানে বারবার ভুল ক্যাপচা টাইপ করে সাবমিট করলে আইডি বন্ধ হয়ে যেতে পারে। তাই অবশ্যই সঠিক ক্যাপচা সাবমিট করতে হবে। এখানে প্রত্যেকটি ক্যাপচা পূরণ করার বিনিময়ে আপনাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হবে।

যখন আপনি সঠিক ক্যাপচার সাবমিট করবেন। তখন অটোমেটিক একাউন্টে ব্যালেন্স অ্যাড হবে। এভাবে করে সেখানে থাকা প্রত্যেকটি Captcha typing করে ইনকাম করতে পারবেন। তবে এখান থেকে আয় করার জন্য অবশ্যই আপনাকে সঠিক Captcha typing শিখতে হবে।

‌ইনভিজিবল ক্যাপচা টাইপিং করে ইনকাম করন

‌ইনভিজিবল ক্যাপচা টাইপিং করে ইনকাম করার জন্য একাউন্টের ড্যাশবোর্ড থেকে Worker অপশনে ক্লিক করে “Invisible CAPTCHA” অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে ‌ইনভিজিবল Captcha typing করে ইনকাম করার উপায় দেখতে পাবেন।

এখন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ইনভিজিবল Captcha typing করে ইনকাম করতে পারবেন। আর যখন আপনার 2Captcha ৫০ সেন্ড হবে। তখন PayPal, Bitcoin এবং Perfect Money একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

2Captcha-এ উইথড্র করার সহজ উপায়

2Captcha-এ Captcha typing করে ইনকাম করা ব্যালেন্সটি উইথড্র দেওয়ার জন্য একাউন্টের ড্যাশবোর্ড থেকে “Withdraw” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে উইথড্র দেওয়ার গেটওয়ে দেখতে পাবেন। যেমন:

  • PayPal
  • Bitcoin এবং
  • Perfect Money

এখন আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথড সিলেক্ট করুন।‌ তারপর আপনি কত টাকা উইথড্র দিতে চাচ্ছেন। সেই অ্যামাউন্টটি সিলেক্ট করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্ট রিকোয়েস্ট তাদের কাছে চলে যাবে। এখন ১ থেকে ৩ দিনের মধ্যে আপনার একাউন্টে টাকা চলে আসবে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে Captcha typing করে ইনকামকরতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য!

Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

অবশ্যই পড়ুন: 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading