বাজেটের মধ্যে অবিশ্বাস্য দামে tecno camon 30 কিনুন

বাজেটের মধ্যে অবিশ্বাস্য দামে tecno camon 30 কিনুন। বর্তমান সময়ে অন্য ফোনের তুলনায় tecno camon 30 স্মার্টফোনটিতে ডিজাইনের দিক থেকে অনেক পরিবর্তন করা হয়েছে। ফোনটি আগের থেকে অনেকটাই ডিফারেন্ট করা হয়েছে এবং ফোনটির লুকিং অনেকেই গর্জিয়াস।

আপনি যদি tecno camon 30 স্মার্টফোন কেনার কথা ভাবছেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা টেকনো ক্যামন 30 প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

tecno camon 30 প্রাইস এবং স্পেসিফিকেশন:

বর্তমান সময়ে আপনি tecno camon 30 স্মার্টফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একটি হচ্ছে: টেকনো ক্যামন 30 (8GB+ 256GB) এবং অপরটি হচ্ছে: tecno camon 30 (12 GB+256 GB)। এই স্মার্টফোনটি আপনি মার্কেটে তিনটি কালারের পেয়ে যাবেন। যেমন:

  1. Uyuni Salt White
  2. Sahara Sand Brown এবং
  3. Iceland Basaltic Dark

দাম ও কনফিগারেশন:

বর্তমান সময়ে টেকনো ক্যামন 30 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস (8GB+256GB) 22,999 টাকা এবং (12 GB+256 GB) ফোনটি অফিসিয়াল প্রাইস 26,999 টাকা। তাছাড়াও Tecno camon 30 5G স্মার্টফোনের প্রাইস 30,000 টাকা।

বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন:

এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে 6.78 AMOLED এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ফোনটিতে 120hz রিফ্রেশ রেট রয়েছে এবং Tecno camon 30 স্মার্টফোনটির ডিসপ্লেতে Gorilla Glass ব্যবহার করা হয়েছে।

এই স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক Helio G99 Ultimate। যেটি 6 ন্যানোমিটারের কাজ করে। এই স্মার্টফোনটি ব্যবহার করে আপনি দৈনন্দিন কাজ, ফুল এইচডি প্লাস ভিডিও এবং হাই কোয়ালিটির গেমস খেলতে পারবেন।

আরোও পড়ুন: বাংলাদেশের বাজারে অবিশ্বাস্য দামে কিনুন tecno spark 7 pro 4+64GB

এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে android 14। তাছাড়াও ফোনটির ফিচারস হিসেবে থাকছে। মেমফিউশন, এলা, ভাসমান জানালা এবং এআই সহকারী। এই স্মার্টফোনটির রিয়েল ক্যামেরা 50Mp+ 2Mp এবং গভীরতা ও ডুয়াল-এলইডি ক্যামেরা রয়েছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 50 MP এবং ডুয়েল,টোন এলইডি।

টেকনো ক্যামন 30 স্মার্টফোনটিতে আপনি 5,000mah ব্যাটারি এবং 70 W ফাস্ট চার্জার পেয়ে যাবেন। যে চার্জার ব্যবহার করে আপনি 45–46 মিনিটের মধ্যে আপনার মোবাইলে 100% চার্জ কমপ্লিট করতে পারবেন। এই ফোনটি আপনি অনায়েসে 12 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি অনলাইনে কাজ করেন এবং ওয়াইফাই ব্যবহার করেন। তাহলে 15.5 ঘন্টা ব্যবহার করতে পারবেন।

তাছাড়াও আপনি যদি মোবাইল ফোনটি স্বল্প সময়ে ব্যবহার করেন। তাহলেই অনায়াসে ফোনটি দুই দিনের মতো ব্যবহার করতে পারবেন। ‌ ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে অন্য ফোনের তুলনায় ফোনটির ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। ‌তাছাড়াও এই ফোনটিতে আপনি ব্লুটুথ, NFC, ওয়াইফাই, 4G নেটওয়ার্ক এবং ইনফ্রারেড ব্যবহার করতে পারবেন।

বর্তমান সময়ে বাজেট অনুযায়ী টেকনো ক্যামন 30 স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং সিষ্টেম, ডিসপ্লে এবং পারফরম্যান্স অসাধারণ। আপনার বাজেট যদি সর্বনিম্ন 25,000 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনার বেস্ট চয়েস হবে Tecno camon 30 স্মার্টফোনটি।

এই ফোনটিতে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও দেখতে পারবেন। তাছাড়াও ফোনের ক্যামেরা ব্যবহার করে আপনি ভালো ফটোশুট এবং ভিডিও করতে পারবেন। সুতরাং, বলা যায় মার্কেটের অন্য ফোনের তুলনায় এই ফোনটি পারফরম্যান্স অসাধারণ।

tecno camon 30 স্মার্টফোনের সুবিধা সমূহ:

আপনি যদি Tecno camon 30 স্মার্টফোনটি কিনে থাকেন। তাহলে আপনি বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন। বাজেট অনুযায়ী ফোনটিতে AMOLED এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। যেটি ফোনটির বাজেট অনুযায়ী অসাধারণ। এই ফোনটিতে আপনি এইচডি প্লাস ভিডিও এবং গেমস খেলতে পারবেন।

তাছাড়াও ফোনটিতে রিয়েল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল। যে ক্যামেরা ব্যবহার করে আপনি ভালো কোয়ালিটির ফটোশুট এবং ভিডিও করতে পারবেন। এই ফোনটিতে 70 ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকার কারণে ফোনটি দ্রুত চার্জ করা যায়। সেটি নিঃসন্দেহে ফোনটির একটি ভালো দিক।

আরোও পড়ুন: ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল

ফোনটির এন্ড্রয়েড ভার্সন android 14 এবং ফোনটিতে তিন বছরের নিরাপত্তা রয়েছে। তাছাড়াও Tecno camon 30 ফোনটিতে ভিডিও সাউন্ড, অডিও সাউন্ড এবং স্পিকার অসাধারণ। এই ফোনটি ব্যবহার করে আপনি ক্লিয়ার কথা বলতে পারবেন।

tecno camon 30 স্মার্টফোনটির অসুবিধা সমূহ:

বর্তমান সময়ে প্রত্যেকটি ফোনের ভালো দিকের পাশাপাশি কয়েকটি খারাপ দিকও রয়েছে। ঠিক তেমনি Tecno camon 30 ফোনটির ভালো দিকের পাশাপাশি কয়েকটি খারাপ দিকও রয়েছে। নিচে দিক গুলো হলো:

Processor mid-range; Ultra frame/Ultra graphics না পাওয়া যেতে পারে। 4K ভিডিও রেকর্ডিং নেই (1080p পর্যন্ত সীমাবদ্ধ)। 3.5mm হেডফোন জ্যাক নেই। No microSD স্লট এবং IP রেটিং নেই।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading