২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ | Today best minute offer

২০ টাকায় ৬০ মিনিট কথা বলতে পারবেন যেকোনো নম্বরে এবং মেয়াদ সারা জীবন। এখানে আপনি সারা জীবনের জন্য ২০ টাকা রিচার্জ করে ৬০ মিনিটে প্যাকেজে মেয়াদ পাবেন। আপনার কোন প্রকারের ব্যালেন্স কেটে নেওয়া হবে না। তাছাড়াও আপনি ৪০ টাকা রিচার্জ করে ১২০ মিনিট কথা বলতে পারবেন সারা জীবন মেয়াদে। এভাবে আপনি যত বেশি রিচার্জ করবেন তত বেশি মিনিট পাবেন। 

 

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

২০ টাকায় ৬০ মিনিট প্যাকেজটি কেনার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এখন অ্যাপসটি ইন্সটল করার জন্য আপনার মোবাইল থেকে ‘Google Play store’ অ্যাপে প্রবেশ করুন এবং সার্চবারে ‘Brilliant contact’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘Brilliant contact’ অ্যাপসটি ইন্সটল করুন। 

আরোও পড়ুন: রবি ব্যালেন্স চেক ও সকল প্রয়োজনীয় কোন সমূহ।

অ্যাপসটি সম্পূর্ণভাবে ইনস্টল হবার পরে অ্যাপসে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি ‘এরো’ অপশন চলে আসবে।

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

এখন আপনি বাকি  ‘এরো’ অপশন গুলোতে ক্লিক করে পরবর্তীতে প্রবেশ করুন। তাহলে ‘start’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার সচল একটি মোবাইল নম্বরটি বসিয়ে ‘continue’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে সেটি বসিয়ে ‘continue’ ক্লিক করুন। তারপর ‘Allow’ অপশনে ক্লিক করুন। 

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

তাহলে আপনার সামনে ‘profile’ নামে একটি পেইজ ওপেন হবে। এখানে আপনি আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ বসিয়ে ‘continue’ অপশনে ক্লিক করুন। এখানে আপনি চাইলে প্রোফাইলে আপনার ছবিও অ্যাড করতে পারবেন। এখন পরবর্তী অপশনে ‘notification permission’ অপশন দেখতে পাবেন সেখান থেকে ‘continue’ অপশনে ক্লিক করুন। তারপর ‘Allow’ অপশনে ক্লিক করুন। 

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

এখন আপনাকে ‘Brilliant contact’ অ্যাপসটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখন এনআইডি কার্ডে ভেরিফিকেশন করার জন্য ‘সেটিংস’ অপশনে ক্লিক করুন। এখানে আপনি লক্ষ্য করলে আপনার প্রোফাইলে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন। যখন আপনি এনআইডি কার্ড দিয়ে ‘Brilliant contact’ অ্যাপটি ভেরিফিকেশন করবেন তখন আপনাকে একটি ‘Brilliant’ নম্বর দেওয়া হবে। 

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

তারপর আপনি যখন আপনার কাঙ্খিত ব্যক্তিকে ফোন করবেন তখন তার কাছে আপনার নম্বরটি না গিয়ে সরাসরি একটি ‘Brilliant’ নম্বর যাবে যেটি একটি বিদেশি নম্বর। 

এখন আপনি ‘NID’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে সেখানে আপনার ‘NID card’ অনুযায়ী জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় পত্র নম্বরটি বসিয়ে বসিয়ে দিন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের ছবি এবং পিছনের ছবি তুলে আপলোড করুন। এখন সকল তথ্য সঠিকভাবে থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে ‘ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সাবমিট হয়েছে’ লেখাটি চলে আসবে। 

 

২০ টাকায় ৬০ মিনিট সারাজীবন মেয়াদ প্যাকেজ কেনার নিয়ম

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদে প্যাকেজটি কেনার জন্য ‘profile’ অপশনে ক্লিক করুন তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং তার উপর আপনার মোবাইল নম্বরটি ও দেখতে পাবেন। এখানে ব্রিলিয়ান্ট নাম্বারটি পেতে কিছুক্ষণ দেরি হতে পারে। নম্বরটি পেয়ে গেলে আপনি ২০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এখন আপনি ‘settings’ অপশনে ক্লিক করুন।

২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ

তারপর ‘My balance’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে ‘add balance’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে রিচার্জ করার মাধ্যম গুলো দেখতে পাবেন। যে যে মাধ্যমগুলো ব্যবহার করে আপনি রিচার্জ করতে পারবেন। অন্যান্য সিমের মত এখানে রিচার্জ করে মিনিট প্যাক কিনতে পারবেন। 

এখন কল করার জন্য ‘call’ আইকনে ক্লিক করে আপনার প্রিয় মানুষের নম্বর ডায়াল করে ‘brilliant out’ ক্লিক করলেই আপনার প্রিয় মানুষের কাছে brilliant নম্বর থেকে কল যাবে। এখানে ৩৫ পয়সা মিনিটে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন।

brilliant minute offer

এভাবে খুব সহজে ২০ টাকায় ৬০ মিনিট সারা জীবন মেয়াদ অফারটি ক্রয় করে আপনার প্রিয়জনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের খুব বেশি উপকারে আসছে। এরকম গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ ২৪ ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading