Mobiledokan এ দেখা গেল 7000mAh শক্তিশালী ব্যাটারি 12GB+256GB CN স্টোরেজ সহ iQOO 15 ultra স্মার্টফোন

স্মার্টফোনপ্রেমীদের জন্য রয়েছে দুদান্ত সুখবর! Mobiledokan-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, iQOO নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO 15 Ultra স্মার্টফোন। ফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী 7000mAh ব্যাটারি, দ্রুতগতির 12GB RAM এবং বিশাল 256GB CN স্টোরেজের সুবিধা।

এছাড়াও ফোনটির আধুনিক ডিজাইন ও হাই কোয়ালিটির স্পেসিফিকেশনের সমন্বয়ে গঠিত iQOO 15 Ultra স্মার্টফোন বাজারে নতুন আলোচনা সৃষ্টি করতে চলেছে। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

iQOO 15 ultra স্মার্টফোন স্পেসিফিকেশন:

  • RAM: 12/16GB
  • ROM: 256/512GB
  • Battery: Li-Ion 7000mAh
  • Display: 6.85”1440x3168p
  • Camera: 50+50+50MP, 32MP
  • Unofficial Price: 82,000, 94,000 এবং 1,00,000 টাকা

নিউজ ডেস্ক বঙ্গভাষা: স্মার্টফোনের বাজারে আবারো ঝড় তুলতে চলেছে iQOO 15 ultra স্মার্টফোন। ফোনটি মার্কেটে আনঅফিসিয়ালি 20 October 2025 লঞ্চ হয়েছে। ফোনটির তৈরিকৃত দেশ চায়না। ফোনটির ওজন 220 grams ও ফোনটি মার্কেটে Black, White, Green এবং Blue কালারের রয়েছে।

ফোনটির মডেল 15, ডেলিভারি টাইপ স্মার্টফোন, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, জিপিইউ Adreno 840, অপারেটিং ভার্সন v16, স্ট্যাটাস Available এবং ফোনটিতে Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে।

এছাড়াও ফোনটিতে থাকছে LTPO AMOLED 6.85 ইঞ্চির ডিসপ্লে। সেটির সাইজ 17.4 সেন্টিমিটার। এতে রয়েছে 1440×3168 px (QHD+) রেজুলেশন, 144 Hz রিফ্রেশ রেট এবং 6000 nits ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা।

ফোনটির স্ত্রীন প্রটেকশন হিসেবে থাকছে Gorilla Glass এবং টার্চ স্কীনে রয়েছে Capacitive Touchscreen, Multi-touch সুবিধা। ফোনটি মার্কেটে তিনটি ভেরিয়েন্টে রয়েছে। যেমন:

  1. iQOO 15 ultra 12GB+256GB CN আনঅফিসিয়াল প্রাইস 82,000 টাকা
  2. iQOO 15 ultra 12GB+512GB CN আনঅফিসিয়াল প্রাইস 94,000 টাকা
  3. iQOO 15 ultra 16GB+512GB CN আনঅফিসিয়াল প্রাইস 1,00,000 টাকা

ফোনটিতে রয়েছে Li-Ion (Lithium Ion) দীর্ঘস্থায়ী 7000 mAh ব্যাটারি ক্যাপাসিটি, 40W wireless এবং সাথে 100W wired, PPS ব্যবস্থা। ফোনটিতে আরও থাকতে USB Type-C 3.2 এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির নিরাপত্তার জন্য রয়েছে (অন স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক। ‌

ফোনটিতে Triple প্রাইমারি ক্যামেরা 50MP Wide Angle, Primary Camera, 50MP Periscope Telephoto Camera এবং 50MP Ultra-Wide Angle Camera সেন্সর, 8150×6150 Pixels রেজুলেশন এবং ডিজিটাল জুমের সুবিধা রয়েছে।

এছাড়াও প্রাইমারি ক্যামেরার সাহায্যে 30 fps, 60 fps, 240 fps_ 7680×4320, 3840×2160, 1920×1080 রেজুলেশনের ভিডিও, অটোফ্ল্যাশ, ফ্ল্যাশ এবং OIS ইত্যাদির সুবিধা রয়েছে।

ফোনটিতে একটি Single 32MP Wide Angle, Primary Camera সেন্সর এবং 60 fps_ 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা রয়েছে। ফোনটিতে জলপ্রতিরোধ (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত) এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা রয়েছে।

ফোনটিতে আইপি রেটিং হিসেবে পাচ্ছেন IP68/IP69, ফোনটির দৈর্ঘ্য 163.7 মি.মি, প্রস্থ 76.8 মি.মি ও ফোনটির বেধ 8.1 মি.মি। ফোনটির র‍্যাম টাইপ LPDDR5X, ওটিজি ব্যবহারের সুবিধা এবং স্টোরেজ টাইপ UFS 4.1।

ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল সিম, HSPA, LTE, 5G স্পীড, লাউডস্পিকার, অডিও জ্যাক ইউএসবি টাইপ-সি, Wi-Fi 7, ব্লুটুথ v6.0, VoLTE, ওয়াই-ফাই হটস্পট এবং জিপিএস ইত্যাদির সুবিধা।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading