income tax e filing করার নিয়ম ২০২৫ (সকল ইন্ডিয়ানদের জন্য) 

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) বা income tax e filing ITR 1 to ITR 6 and 7 filling পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা জানেন না। income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) সম্পর্কে। তাদের জন্য আজকের এই পোস্টটি।

আজকের পোস্টটিতে আমরা income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

income tax e filing করার নিয়ম

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) অর্থাৎ, অনলাইনের মাধ্যমে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে কিংবা পোর্টালে আয়কর রিটার্ন জমা দেওয়াকে বুঝানো হয়েছে। আগের দিতে হাতে কলমে ফরমটি পূরণ করে অফিসে গিয়ে জমা করতে হতো। কিন্তু বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) জমা করতে পারবেন।

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না এবং অনলাইনের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কে কে ITR 1 ফিলাপ করতে পারবে।

ITR1 যে সকল ব্যাক্তিরা ফিলাপ করতে পারবেন

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) অর্থাৎ, ITR1 যে সকল ব্যাক্তিরা ফিলাপ করতে পারবেন। তাদের তালিকা দেওয়া হলো:

  • সেলারি পার্সন ব্যক্তি
  • পেনশনার ব্যক্তিরা
  • আপনার যদি ব্যবসা অথবা পেশা থেকে ইনকাম থাকে
  • আপনার মোট ইনকাম 50 লাখের বেশী হলে পারবেন
  • লটারি অথবা ক্যাপিটাল গেইন থেকে ইনকাম থাকলে পারবেন
  • যদি বিদেশ কিংবা দেশে আয়ের সোর্চ থাকে তাহলে পারবেন
  • আপনার যদি একাধিক বাড়ি থেকে ইনকাম আসে। তাহলে পারবেন এবং
  • আপনি কৃষি ইনকাম 5,000 বেশি হয়। তাহলে অনলাইনের মাধ্যমে ITR 1 পরিশোধ করতে পারবেন

উপরে উল্লেখিত ব্যক্তিরা income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) অর্থাৎ, ITR1 ফিলাপ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ইনকামের ট্যাক্স রশিদ জমা করতে হয়।

ইনকামের ট্যাক্স জমা করার নিয়ম

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) জমা করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।

এখন সার্চ বক্সে Income tax লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনাকে সরাসরি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে।

income tax e filing

এখন প্রথমে আপনার Pan Number বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার একাউন্টের পাসওয়ার্ড বসিয়ে আবারোও Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট লগইন হয়ে যাবে এবং আপনাকে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের হোম পেজ নিয়ে আসবে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন

এখন একাউন্টের হোম পেজে Income tax ফরমটি দেখতে পাবেন। এখন আবেদন ফরমটি পূরণ করার আগে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: একাউন্টের হোম পেজে থেকে AIS অপশনে ক্লিক করুন।

income tax e filing

তারপর পরবর্তী অপশন থেকে proceed অপশনে ক্লিক করে AIS অপশনে করে ফাইন্যান্সিয়াল ইয়ার ২৪২৫ করুন। এখন আপনি নিচে আপনার সকল তথ্য দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা প্রত্যেকটি অপশন সঠিকভাবে চেক করতে হবে।

তারপর আবারো Income tax ওয়েবসাইটের হোম পেজ প্রবেশ করুন। এখন উপর থেকে e-file অপশনে ক্লিক করুন। তাহলে নিচে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Income tax return
  • Income tax forms
  • E-pay tax এবং
  • Submit the Evasion

এখন আপনি “Income tax return” অপশনে ক্লিক করে View Form 26As অপশনে ক্লিক করুন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে চেক বক্সে ক্লিক করে Proceed অপশনে ক্লিক করুন। এখন ভিউ ট্যাক্স ক্রেডিট অপশন ক্লিক করুন। তাহলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি Assessment year অপশনে ক্লিক করুন।

income tax e filing

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) জমা করার জন্য Assessment year অপশনে ক্লিক করে ২০২৫-২০২৬ সিলেক্ট করুন। তারপর View As অপশন থেকে HTML সিলেক্ট করে View/Download অপশনে ক্লিক করুন। তাহলে নিচে কত টিটিএস রয়েছে। সেটি দেখতে পাবেন।

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা টিটিএস গুলো ভালোভাবে চেক করুন। এখন সকল ডকুমেন্ট সঠিক থাকলে ইনকাম ট্যাক্স ফর্মে প্রবেশ করুন। তাহলে Assessment year অপশনে ক্লিক করে ২০২৫-২০২৬ সিলেক্ট করুন। তারপর Online সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশন থেকে Individual অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Select ITR From অপশনে ক্লিক করে ITR 1 সিলেক্ট করুন।

income tax e filing

তারপর পরবর্তী অপশন থেকে Proceed With ITR 1 সিলেক্ট করে Ok অপশনে করুন। তাহলে পরবর্তী অপশনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে Let’s Get Started অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন।

এখন সেখানে থাকা তথ্যগুলো আপনার যদি থেকে থাকে। তাহলে টিক চিহ্নে ক্লিক করে নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। অন্যথায়, Other’s অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার পাসপোর্ট ইনফরমেশন দেখতে পাবেন। এখন আপনি সেখানে থাকা প্রত্যেকটি অপশন ভালোভাবে চেক করুন।

তারপর nature of employees অপশনে ক্লিক করে আপনার জব সিলেক্ট করুন। এখন Filling u/s অপশন থেকে 139 (1) সিলেক্ট করুন। এখন আপনি ক্রোল করে নিচে নামুন। তাহলে আপনি কি নিউ ট্যাক্স রেজিম থেকে হতে চান? নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি নিউ ট্যাক্স রেজিম থেকে হতে চান।

তাহলে Yes অপশনে ক্লিক করুন। অন্যথায়, No অপশনে ক্লিক করুন। এখন নিচে Bank Details অপশন দেখতে পাবেন। এখন আপনি আপনার Bank Details টি ভালোভাবে চেক করুন। তারপর নিচে থেকে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি পেজ ওপেন হবে।

income tax e filing

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) জমা করার জন্য দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার বেতনের ডিটেলস দেখতে পাবেন। এখন আপনি Edit অপশনে ক্লিক করে এক্সট্রা অপশন গুলো ডিলিট করুন।

এখন সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে Save অপশনে ক্লিক করুন। এখন আপনার যদি হাউজ প্রোপাটি থেকে ইনকাম থাকে। তাহলে B To কলমে ক্লিক করে Edit অপশনে ক্লিক করুন। তারপর সিলেক্ট অপশনে ক্লিক করে Self Occupied নাকি Let out সেটি সিলেক্ট করুন।

এখন আপনি যদি Let out অপশনটি সিলেক্ট করেন। তাহলে নিচে কয়েকটি অপশন চলে আসবে। এখন আপনি সেখানে থাকা অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

income tax e filing

income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) জমা করার জন্য Section 24(b)….. Capital অর্থাৎ, আপনি যদি প্রোপাটি কেনার সময় কোনো ধরনের লোন নিয়ে থাকেন। তাহলে Section 24(b) অপশনটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করুন।

এখন নিচে income from other sources নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি নিচে থেকে Exempt income……. অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনার এগ্ৰিকালচার ইনকাম যদি ৫ হাজার টাকা হয়ে থাকে। তাহলে সেটি এখানে বসাতে পারবেন।

এছাড়াও আপনি যদি লাইক ইন্সুরেন্স থেকে কোনো অর্থ পেয়ে থাকেন। তাহলে সেটি সিলেক্ট করুন। আপনি যদি রিটায়ারমেন্টের সময় কোনো অর্থ পেয়ে থাকেন। তাহলে আপনি এক্সামটেড ইনকামের ঘরে বসাতে পারবেন। এখন আপনার নতুন বছরের income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) দেখতে পাবেন।

এখন সেখানে থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করে নিচে থেকে Confirm অপশনে ক্লিক করুন। এখন আপনি আবারোও টোটাল ডিডাকশন অপশনে প্রবেশ করুন।

income tax e filing

এখন সেখানে থাকা সকল অপশন চেক করে Confirm অপশনে ক্লিক করুন। এখানে থাকা প্রত্যেকটি অপশন আপনাকে ভালোভাবে চেক করতে হবে। কোনো অপশন যদি ভুল থাকে। তাহলে এডিট অপশনে ক্লিক করে সঠিক করুন।

আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম সাইট প্রতিদিন ১০ ডলার আয় করুন ২০২৫

এখন আপনি Verify your tax liability details অপশনে ক্লিক করে আপনার টোটাল ইনকাম ডিটেলস দেখতে পাবেন। অর্থাৎ, আপনার income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) সকল তথ্য দেখতে পাবেন। অর্থাৎ, কত টাকা পেমেন্ট করতে হবে। সেটি দেখতে পাবেন।

এখন আপনাকে income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট করার জন্য pay now অপশনে ক্লিক করে Confirm অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে নির্ধারিত অ্যামাউনটি পেমেন্ট করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। income tax e filing (ইনকাম ট্যাক্স ই ফিলিং) সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

https://youtu.be/qmTDxb_PgEM?si=GJW3RckEm1701aLs

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading