মোবাইল ফোন গরম বা হ্যাং করলে কি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সাধারণত, যখন আমরা খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করি। তখন আমাদের মোবাইল ফোন গরম বা হ্যাং করে। এখন আপনার মোবাইল ফোন যদি গরম বা হ্যাং করে। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। মোবাইল ফোন গরম বা হ্যাং করলে কি করবেন। তাই মোবাইল ফোন গরম বা হ্যাং হলে কি করবেন। সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
মোবাইল ফোন গরম বা হ্যাং হলে কি করবেন
আপনার মোবাইল ফোন যদি গরম বা হ্যাং করে। তাহলে আপনার মোবাইল ফোনে পাঁচটি সেটিং অন করে রাখলে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না। তাহলে মোবাইল ফোন গরম বা হ্যাং থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনার মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করুন। এখন সার্চ অপশনে Storage লিখে সার্চ করুন। তারপর Storage অপশনে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
মোবাইল ফোন গরম বা হ্যাং থেকে বাঁচার জন্য Storage অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে কোন ফোল্ডারে কত জিবি Storage রয়েছে। সেটি দেখতে পাবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “Free up…GB” নামে একটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ, আপনার মোবাইল ফোনে যখন কোন একটি অ্যাপস ব্যবহার করেন।
তখন সেই অ্যাপসটি প্রোগ্রাম রান হওয়ার জন্য অটোমেটিক কিছু ফাইল তৈরি করে। এখন আপনার কাজ শেষে মোবাইল থাকা অ্যাপসটি ডিলিট করার পরেও মোবাইল ফোনে অ্যাপসের Storage থেকে যায়। আর এভাবে আস্তে আস্তে করে আমাদের মোবাইলের ইন্টার্নাল স্টোরেজ গুলো ফুল হয়ে যাই। যার কারণে মোবাইল ফোন গরম বা হ্যাং করে।
আরোও পড়ুন: কিভাবে হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন ২০২৫
সাধারণত, যখন আপনার মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকবে। তখন অটোমেটিক আপনার ফোনটি স্লো হয়ে যাবে। কারণ আপনার মোবাইল ফোনের ইন্টার্নাল মেমোরি যত বেশি খালি থাকবে। ততই আপনার মোবাইল ফোনটি দ্রুত চলবে। আর যখন আপনার মোবাইল ফোনের internal memory ফুল হয়ে যাবে। তখন আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে।
Step No:1মোবাইল ফোন গরম বা হ্যাং করলে করণীয়
মোবাইল ফোন গরম বা হ্যাং থেকে প্রতিকার করার জন্য Free up…GB” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার মোবাইলে ইন্টার্নাল স্টোরিসগুলো অটোমেটিক ক্লিন হয়ে যাবে। এখন আপনি নিচে থেকে Clean up অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইলের ইন্টার্নাল স্টোরিস অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আর আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না। এখন আপনি ব্যাক করে “Deep Clean” পেইজে প্রবেশ করুন। তারপর Deep Clean অপশনে ক্লিক করে আপনার মোবাইল ফোনের ইন্টার্নাল স্টোরিসগুলো ডিলিট করুন।
আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইলের ইন্টারনেট স্টোরিসগুলো খালি রাখতে। তাহলে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না।
Step No:2
মোবাইল ফোন গরম বা হ্যাং প্রতিরোধ করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিংস অপশনে প্রবেশ করুন। তারপর সেটিংস অপশন থেকে about phone অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Miui version for…. নামে একটি অপশন দেখতে পাবেন। এখন মোবাইল ফোন গরম বা হ্যাং প্রতিরোধ করার জন্য Miui version for অপশনে সাতবার ট্যাপ করুন।
তাহলে আপনার মোবাইল ফোনের ডেভেলপার অপশনটি অটোমেটিক চালু হয়ে যাবে। তারপর আবারোও ব্যাক করে সেটিংস অপশনে প্রবেশ করুন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেটিংস অপশন থেকে “Developer Options” টি খুঁজে বের করুন। তারপর Developer Options উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: সেখান থেকে background process limit অপশনটি খুঁজে বের করতে হবে। তারপর background process limit অপশনটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে Standard limit অপশনের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- No background proceses
- At Most 1 Process
- At Most 2 Process
- At Most 3 Process এবং
- At Most 4 Process
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। সাধারণত আমরা যখন আমাদের মোবাইল ফোনে কোন অ্যাপস নিয়ে কাজ করি এবং কাজ শেষে হোম পেজে প্রবেশ করি। তখন এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। এখন আপনার মোবাইল ফোনের ইন্টার্নাল এস্টোরে এবং RAM যদি কম থাকে।
আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫
তাহলে উপরে উল্লেখিত অপশন থেকে No background proceses অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলের অ্যাপসের কাজ শেষে অ্যাপস গুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে:
উপরে উল্লেখিত অপশন থেকে যেকোন একটি অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি At Most 2 Process অপশন সিলেক্ট করুন। তাহলে আপনার মোবাইল ফোনের র্যাম এর উপর প্রেসার কম পড়বে। যার ফলে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না।
এখন আপনার মোবাইল ফোনটি যদি ওল্ড হয়ে থাকে। অর্থাৎ, আপনার মোবাইল ফোনের ক্যাপাসিটি কম থাকে। তাহলে উপরে উল্লেখিত অপশনটি অন করুন। আর মোবাইল ফোনটি যদি নতুন মডেল হয়ে থাকে। তাহলে উপরে উল্লেখিত অপশনটি অন করেন প্রয়োজন হবে না। এখন আপনি “Window animation Scale” নামে একটি অপশন দেখতে পাবেন।
যখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় সোয়াপ করি। তখন Window animation Scale অপশনটি অ্যানিমেশন আকারে শো করে। এখন আপনার মোবাইল ফোনটের ক্যাপাসিটি যদি নরমাল হয়ে থাকে এবং আপনার মোবাইল ফোনের RAM ও ROM কম থাকে।
তাহলে এখান থেকে এনিমেশন গুলো অফ করুন। তাহলে আপনার মোবাইল ফোন ফাস্ট কাজ করবে এবং আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না। মোবাইল ফোন গরম বা হ্যাং থেকে বিরত রাখতে নিম্নের অপশন গুলো অফ করুন। যেমন:
- Window animation Scale
- Transition Animation Scale
- Animation duration Scale এবং
- Simulate Secondary Display
Step No:3
সাধারণত, আমরা যখন মার্কেট থেকে একটি ফোন ক্রয় করি। তখন সেই মোবাইল ফোনে প্রি ইনস্টল কিছু অ্যাপস থাকে। আর আমরা আমাদের ব্যবহারের সুবিধার্থে আমাদের মোবাইল ফোনে কিছু কিছু অ্যাপস ইনস্টল করি। কিন্তু কয়েকদিন পরে আমাদের অ্যাপসগুলো আর প্রয়োজন হয় না। এখন এই অ্যাপসগুলো আপনার মোবাইল ফোনে থাকার কারণে আপনার মোবাইলে ফোনের ইন্টার্নাল স্টোরেজ গুলো জমা হতে থাকবে।
আপনার মোবাইল ফোনের ইন্টার্নাল স্টোরেজ যত বেশি ফুল থাকবে। তত বেশি আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার মোবাইলে থাকা অব্যবহারিত অ্যাপস গুলো খুঁজে বের করতে হবে। তারপর সেই অ্যাপসগুলো আপনার মোবাইল ফোন থেকে আনইনস্টল করতে হবে।
তাহলে আপনি যে অ্যাপসটি আনইনস্টল করতে চাচ্ছেন। সেই অ্যাপসটি চাপ দিয়ে ধরে রাখুন। তারপর App Info অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে UnInstall অপশনে ক্লিক করুন। এভাবে আপনার মোবাইলে থাকা অব্যবহারিত অ্যাপস গুলো আনইনস্টল করুন। তাহলে আপনার মোবাইল ফোনের ইন্টার্নাল স্টোরেজ গুলো খালি হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না।
Step No:4
সাধারণত, আপনার মোবাইল ফোনটি যদি পুরাতন হয়ে যায়। অর্থাৎ, আপনার মোবাইল ফোনের ব্যবহারের বয়স ২/৩ বছর হয়ে থাকে। অথবা আপনার মোবাইল ফোনটি যদি লো কনফিগারেশন হয়ে থাকে এবং আপনার মোবাইল ফোনে RAM ও ROM কম থাকে। অর্থাৎ, আপনার মোবাইলে ফোনে যদি ২/৩ জিবি রেম এবং কম স্টোরেজের ফোন হয়ে থাকে।
তাহলে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে Facebook lite লিখে সার্চ করুন। তারপর ফেসবুক লাইট ইনস্টল করে ব্যবহার করুন।
কেননা ফেসবুকের অরজিনাল App টি অনেক বেশি বড় হয়ে থাকে। যেটি আপনার ফোনের জন্য মোটেও উপযোগী নয়। তাই ফেসবুকের মত অন্যান্য বড় বড় অ্যাপের Lite version ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
Step No:5
বর্তমান সময়ে আমরা আমাদের মোবাইল ফোনে আরোও বেশি কিছু কাজ করে থাকি। যে কারণে আমাদের মোবাইল ফোন গরম বা হ্যাং হয়। যেমন: আমরা আমাদের মোবাইল ফোনে অপ্রয়োজনীয় apps ব্যবহার করে থাকি এবং অপ্রয়োজনে আমরা আমাদের স্মার্ট ওয়াচের সাথে আমাদের মোবাইল ফোন দিয়ে কানেক্ট করে থাকি।
যার ফলে আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াচে ফোন এবং নোটিফিকেশন আসার কারণে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে। অর্থাৎ, অপ্রয়োজনে আপনাদের মোবাইলের উপর প্রেসার কম দিন। তাহলে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবে না।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কি কি কাজ করলে আপনার মোবাইল ফোন গরম বা হ্যাং করবেন না ইত্যাদি সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ24 ওয়েবসাইটে ধন্যবাদ!