দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে না। আপনি যদি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করতে চান।
তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করবেন, কিভাবে খতিয়ান নাম্বার দিয়ে জমির পরিমাণ এবং কিভাবে কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ ইত্যাদি চেক করতে হয়। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার সহজ উপায়
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে land gov bd লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে “ভূমি তথ্য বাতায়ন” ওয়েবসাইট চলে আসবে। এখন আপনি ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
বর্তমান সময়ে ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার জন্য স্ক্রোল করে নিচে আসুন। তাহলে সেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- মিউটেশন
- ভূমি রেকর্ড ও ম্যাপ
- ভূমি রাজত্ব মামলা
- ইজারা ও বন্দোবস্ত
- ভূমি প্রশাসন ব্যবস্থাপনা
- ভুমি তথ্য ব্যাংক
- ভূমি উন্নয়ন কর ও
- ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইত্যাদি
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার জন্য “ভূমি রেকর্ড ও ম্যাপ” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- সার্ভে খতিয়ান
- নামজারি খতিয়ান ও
- মৌজা ম্যাপ
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করতে নামজারি খতিয়ান সিলেক্ট করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করার জন্য সর্বপ্রথম আপনার বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করুন। তারপর নিচে থেকে আপনার জমির মৌজা সিলেক্ট করুন। তাহলে নিচে খতিয়ানের তালিকা অপশনে আপনার মৌজার যাদের নাম রয়েছে। সকল ব্যক্তির নাম চলে আসবে।
খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা চেক
বর্তমান সময়ে আপনি খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করতে পারবেন। আপনি খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করতে চান। তাহলে খতিয়ানের তালিকা অপশনের নিচে “খতিয়ান নং” অপশনে আপনার জমির খতিয়ান নং টি লিখুন।
তাহলে “খতিয়ান নং” অপশনে ক্লিক করে আপনার খতিয়ান নংটি লিখে খুঁজুন অপশনে ক্লিক করুন। তাহলে আপনার জমির খতিয়ান নম্বর অনুযায়ী নাম চলে আসবে। এখন সেখান থেকে আপনার নামের উপর ক্লিক করুন। তাহলে আপনার খতিয়ানের সকল ডিটেলস দেখতে পাবেন। যেমন: আপনার বিভাগ, জেলা, উপজেলা, জমির পরিমাণ, মৌজা ও সার্ভে ইত্যাদি।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা চেক
দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করার জন্য আবারোও “খতিয়ানের তালিকা” অপশনে প্রবেশ করুন। তারপর নিচে থেকে “অধিকতর অনুসন্ধান” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি চাইলে মালিকের নাম অথবা দাগ নং ব্যবহার করে জমির মালিকানা চেক করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি অপশন সিলেক্ট করে জমির মালিকানা চেক করুন। উদাহরণ স্বরূপ, আপনি দাগ নং ব্যবহার করে জমির মালিকানা চেক করতে চাচ্ছেন। তাহলে দাগ নং অপশনে ক্লিক করে আপনার জমির দাগ নং টি লিখুন এবং নিচে থেকে খুঁজুন অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: অনলাইনে খতিয়ান সংশোধন আবেদন-২০২৫
এখন পরবর্তী অপশনে আপনার দাগ নং অনুযায়ী জমির মালিকের নাম দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: জমির মালিকের নামের উপর ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার জমির রেকর্ডটি দেখতে পাবেন।
মালিকের নাম দিয়ে জমির পরিমাণ চেক
বর্তমান সময়ে মালিকের নাম দিয়ে আপনার বাবা, দাদা অথবা পূর্বপুরুষের নামে কত জমির পরিমাণ রয়েছে। সেটি চেক করতে পারবেন। তাহলে মালিকের নাম দিয়ে জমির পরিমাণ চেক করার জন্য পুনরায় “খতিয়ানের তালিকা” পেইজে প্রবেশ করুন।
মালিকের নাম দিয়ে জমির পরিমাণ চেক করার জন্য নিচে থেকে অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- মালিকের নাম এবং
- দাগ নাম্বার
মালিকের নাম দিয়ে জমির পরিমাণ চেক করার জন্য মালিকের নাম অপশনটিতে ক্লিক করে জমির মালিকের নামটি সঠিকভাবে লিখুন। তারপর নিচে থেকে খুঁজুন অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার জমির মালিকের নামে যতজন ব্যাক্তি রয়েছে। সকলের নাম চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার জমির মালিকের নামের উপর ক্লিক করুন।
আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫
তাহলে পরবর্তী অপশনে আপনার জমির খতিয়ান নম্বরটি দেখতে পাবেন এবং সেখানে আপনার বিভাগ, জেলা, সার্ভে, জমির পরিমাণ এবং মালিকের নাম ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখন আপনি চাইলে জমির খতিয়ান নম্বরটি ডাউনলোড করে নিতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক করতে হয়, কিভাবে খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করতে হয় এবং কিভাবে মালিকের নাম দিয়ে জমির পরিমাণ চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!
রাইটার:
সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)