ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নিন ২০২৫

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা একটি Eastern Bank ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন। তাদের জন্য আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ইস্টার্ন ব্যাংক সম্পূর্ণ ফ্রিতে ভিসা এবং মাস্টার কার্ড প্রভাইট করছে। শুধুমাত্র তাই নয় এটি একটি ডুয়েল কারেন্সি কার্ড।

এই কার্ডটি ব্যবহার করে আপনি দেশে কিংবা বিদেশে যেকোনো পণ্য অর্ডার করতে পারবেন। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানেন না। তাদের জন্য আজকের পোস্টটি।

আজকের পোস্টে আমরা ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার উপায়, ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা অসুবিধা এবং Eastern Bank Credit Card বেসিক অফার সম্পর্কে আলোচনা করবো। তাই ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার সহজ উপায়

বর্তমান সময় একটি ক্রেডিট কার্ড অনেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে‌। তাই অবশ্যই একটি মানসম্মত ক্রেডিট কার্ডের গুরুত্ব অপরিসীম। নিম্নে ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড সুযোগ-সুবিধা

আপনি যদি Eastern Bank Credit Card নিয়ে থাকেন। তাহলে নিম্নের সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। যেমন:

  • আপনি যদি Eastern Bank Credit Card নিয়ে থাকেন। তাহলে আপনাকে প্রথম বছর বাৎসরিক চার্জ দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে ১ বছর এই কার্ডটি ব্যবহার করতে পারবেন
  • শেয়ারট্রিপ থেকে ক্রয় flight 15% ডিসকাউন্ট পাবেন
  • এছাড়াও আপনি 5,000 টাকার ওয়েলকাম ভাউচার পাবেন
  • Eastern Bank Credit Card ব্যবহারে ৩ মাসের 0% ইএমাই সুবিধা পাবেন
  • তাছাড়াও এই কার্ডটি ব্যবহার করে আপনি বছরে 6টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রিতে ভিজিট করতে পারবেন এবং
  • Eastern Bank ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি বিভিন্ন হোটেলে ডিসকাউন্ট পাবেন

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড বেসিক অফার

Eastern Bank Credit Card বেসিক অফার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো:

  • Eastern Bank Credit Card ব্যবহারের দ্বিতীয় বছর থেকে ২৪টি ট্রানজেকশনে এনুয়াল ফি ওয়েভার করতে পারবেন
  • আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট এর মাধ্যমে ব্যাংক থেকে ডলার এনডোর্সমেন্ট করতে পারবেন।
  • এই কার্ডে আপনি ডাবল ইন্সুরেন্স সুবিধা পাবেন। অর্থাৎ, কার্ড হোল্ডার ডেথ অথবা ডিজএবিলিটির ক্ষেত্রে কার্ড এর ফুল আউটস্ট্যান্ডিং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মওকুফ করা হবে এবং নমিনীকে সমপরিমাণ অর্থ প্রদান করা হবে।
  • Eastern Bank Credit Card ব্যবহারে আপনি বিভিন্ন মার্চেন্ট 0% ইন্টারেস্ট থেকে 3 থেকে 36 মাসের EMIতে প্রোডাক্ট কেনার সুবিধা
  • ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডে আপনি দুটি ফ্রী সাপ্লিমেন্ট্র নিতে পারবেন
  • ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন
  • মিনিমাম ১৫ দিন এবং ম্যাক্সিমাম ৪৫ দিন ইন্টারেস্ট ফ্রি টাইম ব্যবহার করে পারবেন এবং
  • EBL অন্যান্য ক্রেডিট কার্ডের যত ফিচার রয়েছে এবং অফার রয়েছে। সেটি আপনি উপভোগ করতে পারবেন

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড লাউঞ্জ সুবিধা

Eastern Bank Credit Card লাউঞ্জ সুবিধা সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো:

  • Eastern Bank ক্রেডিট কার্ড হোল্ডার ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কাইলাইঞ্জ সুবিধা একজন গেস্ট ১২ বছরের নিচে দুই জন চিলড্রেন সহ এক্সপ্রেস করতে পারবেন
  • এই ক্রেডিট কার্ডটি ব্যবহার করে সাপ্লিমেন্ট্র কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে এক্সপ্রেস করতে পারবে এবং
  • ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্বজুড়ে ১১০০টির বেশি এয়ারপোর্টে লাউঞ্জে বছরের ছয়টি ভিজিট করতে পারবেন

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড ভ্যালু এডেড সুবিধা

Eastern Bank Credit কার্ডের ভ্যালু এডেড সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

  • Eastern Bank Credit Card ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল ব্যাগেজে প্রটেকশন সুবিধা পাবেন। (বছরের ২বার মোট এবং ৫বার)
  • তাছাড়াও ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্সুরেন্স সুবিধা পাবেন। (বছরের ২বার মোট এবং ৫বার)
  • এছাড়াও ফরেইন ট্রানজেকশনে ডাবল স্কাইকয়েন করতে পারবেন এবং
  • ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি প্রত্যেকটি ট্রানজেকশনে স্পেয়ারট্রপে ডাবল ট্রিপ কয়েন পারবেন

ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডের ফি এবং চার্জ

Eastern Bank ক্রেডিট কার্ড বাৎসরিক ফি 5700 টাকা। অর্থাৎ, এই কার্ডটি ব্যবহার করার মাধ্যমে আপনাকে প্রত্যেক বছর 5700 টাকা দিতে হবে। সাধারণত আপনি যদি কার্ডটি নিয়ে থাকেন। তাহলে আপনাকে প্রথম বছরে কোন প্রকারের বাৎসরিক চার্জ প্রদান বলতে হবে না।

আরোও পড়ুন: উপায় ডুয়েল কারেন্সি কার্ড ২০২৫ (সম্পূর্ণ ফ্রি)

তাছাড়াও এই কার্ডটি ব্যবহার করে আপনি যদি বছরে ২৪ টি ট্রানজেকশন করেন। তাহলে আপনাকে কোন প্রকারের চার্জ দিতে হবে না। Eastern Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যদি মোবাইলে ট্রানজেকশন করেন। তাহলে আপনাকে 1.15% চার্জ দিতে হবে। মূলত এটাই হচ্ছে ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডের ফি এবং চার্জ।

কিভাবে Eastern Bank ক্রেডিট কার্ড নিবেন

আপনার কাছে যদি আগে থেকে কোন ক্রেডিট কার্ড থাকে। যেমন:

  • ব্রাক ব্যাংক: গোল্ড/ প্লাটিনাম/ মাস্টার/ সিগনেচার
  • সিট অ্যামেক্স: গোল্ড/ প্লাটিনাম
  • এনটিভি: প্লাটিনাম/ সিগনেচার
  • ঢাকা ব্যাংক: প্লাটিনাম/ টাইটানিয়াম / মাস্টার ওয়ার্ল্ড এবং
  • প্রাইম ব্যাংক: প্লাটিনাম/ মাস্টার ওয়ার্ল্ড/ টাইটানিয়াম

উপরে উল্লেখিত যেকোনো একটি কার্ড যদি আপনার কাছে থাকে। তাহলে আপনি একই লিমিটে Eastern Bank ক্রেডিট কার্ডটি নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে শেষ ছয় মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে।

আর যাদের ক্রেডিট কার্ড নেই, কিন্তু চাকরিজীবী তারা চাইলে ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ডটি নিতে পারবেন। তবে এর জন্য মাসিক আয় সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে হবে এবং ইস্টার্ন ব্যাংকের যেকোনো শাখায় সেলারি একাউন্ট থাকতে হবে।

আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫

এছাড়াও আপনার যদি ইস্টার্ন ব্যাংকে সেলারি একাউন্টে না থাকে। কিন্তু মাসিক ইনকাম ২৫ হাজার টাকার বেশি হয় এবং যেকোনো ব্যাংকে স্যালারি একাউন্ট থাকে। তাহলেও আপনি ইস্টার্ন ব্যাংকের এই ক্রেডিট কার্ডটি নিতে পারবেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি Eastern Bank ক্রেডিট কার্ড নেওয়ার উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading