কিভাবে হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন ২০২৫

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের অনেকেই আছেন। যাদের facebook আইডি হারিয়ে গিয়েছে। বর্তমান সময়ে আপনি চাইলেই আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন। তাই হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায়

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে m.facebook.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ফেসবুক লগইন করার ইন্টারফেস ওপেন হবে।
কিভাবে হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন ২০২৫
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য উপর থেকে “থ্রি ডট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: desktop site অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। তারপর নিচে থেকে “Forgotten Password” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
কিভাবে হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন ২০২৫

এখন এখানে আপনি ইমেইল এড্রেস ও মোবাইল নম্বরের মাধ্যমে আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন। এখন আপনি যদি মোবাইল নম্বর দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি করে থাকেন। তাহলে আপনার সেই মোবাইল নম্বরটি দিয়ে Search অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুনঃ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর! ৩ স্তরে কমেছে ইন্টারনেটের দাম।

তাহলে আপনার ওই নম্বর দিয়ে খোলা সকল ফেসবুক আইডি গুলো দেখতে পাবেন। এখন আপনি যে আইডিটি খুঁজছেন সেটি পেয়ে গেলে ক্লিক করে লগইন করুন। আর আপনি যদি জিমেইল দিয়ে ফেসবুক আইডি তৈরি করে থাকেন। তাহলে সেই জিমেইল একাউন্ট দিয়ে Search বাটনে ক্লিক করুন। তাহলে আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন।

এখন আপনি যদি জিমেইল অথবা মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুঁজে না পান। তাহলে আপনার ফেসবুক আইডির নাম দিয়ে সার্চ করুন। তাহলে ওই নাম দিয়ে খোলা অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে যেগুলোর ডানপাশে “This is my account” লেখা থাকবে।

এখন এখান থেকে আপনি আপনার Lost facebook id খুঁজে নিন। যদি আইডির সম্পূর্ণ নাম দিয়ে খুঁজে না পান। তাহলে শর্ট নাম দিয়ে বা বাংলা, ইংরেজি নাম দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারেন। একাউন্টি খুঁজে পেলে তারপর তার পাশে থাকা This is my account অপশনে ক্লিক করুন।

হারানো ফেসবুক আইডি

তাহলে আপনার সামনে পরবর্তী ধাপ চলে আসবে। যেখানে Recovery অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি Recovery অপশনে ক্লিক করুন। ‌তাহলে আপনার সামনে তিনটি অপশন আসবে।
⦁ Get code via WhatsApp
⦁ Get code via Phone
⦁ Take video selfie

এখন আপনি যদি আপনার একাউন্টটি NID দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে Take video selfie দিয়ে আপনার ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু যদি এনআইডি দিয়ে ভেরিফাই না করে থাকেন তাহলে Get Code via WhatsApp বা Get Code vai phone সিলেক্ট করে কোড নিয়ে হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।

আরোও পড়ুনঃ ১৫০টি হাসির ধাঁধা উত্তর সহ / Hasir DhaDha 2025

কোড বসানোর পর Trust this device অপশন দেখতে পাবেন সেটি সিলেক্ট করুন। তাহলে একটি সেটিং আইকন ও This page isn’t available right now দেখতে পাবেন। যেটি দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি সেখানে থাকা উপরের বাম পাশের ফেসবুক লোগোতে ক্লিক করুন।

হারানো ফেসবুক আইডি

তাহলে দেখবেন চমৎকারভাবে আপনার হারানো ফেসবুক আইডি ফিরে চলে এসেছে। এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজে হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন মুহূর্তের মধ্যে। এরকম টেক রিলেটেড আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading