12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন প্রাইস সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে 12 হাজার টাকা বাজেটের ভিতরে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করবো। আপনারা যারা ২০২৫ সালে এসে 10 থেকে 12 হাজার টাকা মধ্যে একটি ভালো মানের স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন। তাদের জন্য আজকের পোস্টটি।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো।12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন প্রাইস সম্পর্কে। আজকের পোস্টটি পড়ে আপনি অনায়াসে যেকোন একটি স্মার্ট ফোন কিনতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন
আজকের 12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন ব্যবহার করে আপনি গেমিং,ভালো কোয়ালিটির ভিডিও এবং ফটো শুট করতে পারবেন। তাছাড়াও আপনি এই 12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোনের ব্যাটারির পারফরম্যান্স খুবই দুর্দান্ত পাবেন।
Number: 3
12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোনের তালিকায় তৃতীয় নম্বর পজিশনে রয়েছে Vivo y03। বর্তমান সময়ে 12 হাজার টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটিকে বেস্ট একটি স্মার্টফোন বলা হয়। কারণ এই Vivo y03 ফোনটিতে যে স্পেসিফিক গুলো ব্যবহার করা হয়েছে। অন্যান্য ফোনের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। Vivo y03 ফোনের স্পেসিফিক গুলো কি কি।
Vivo y03 ফোনের স্পেসিফিকেশন
Vivo y03 ফোনের ডিসপ্লেতে 6.56 ইঞ্চির (IPS LCD) ব্যবহার করা হয়েছে এবং এর ভিডিও রেজুলেশন HD+। তাছাড়াও ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 90ghz রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে বলা যেতে পারে। 12 হাজার টাকা বাজেটের তুলনায় Vivo y03 একটি বেস্ট ডিসপ্লে স্মার্টফোন।
Vivo y03 ফোনটিতে আপনি 269 পিপিআই পিক্সেল ডেন্সিটি পাবেন। তাছাড়াও Vivo y03 ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার পারবেন। বর্তমান সময়ে 10-12 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি Vivo y03 ফোনটে ভালো ব্যাটারির পারফরম্যান্স পাবেন। এছাড়াও Vivo y03 ফোনটিতে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যেমন:
- 13 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা এবং
- 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা
বর্তমান সময়ে আপনার বাজেট যদি 10 থেকে 12 হাজার টাকা হয়ে থাকে। তাহলে আপনি Vivo y03 ফোনটির সাথে 13 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা পাবেন। একই সাথে ক্যামেরাতে ডিজিটাল জুম পেয়ে যাবেন এবং 30 এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুযোগ।
আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫
Vivo y03 ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেলেস ক্যামেরা। যেটার মাধ্যমে আপনি 30 এফএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। তাছাড়াও ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক helio g85 গেমিং প্রসেসর। যেটির মাধ্যমে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন।
একই সাথে এই প্রসেসরটা একটা কোর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ন্যানো মিটার হিসেবে রয়েছে 12 ন্যানোমিটার। এই প্রসেসর থাকার কারণে আপনি বর্তমান সময়ের গেম গুলো ইজি খেলতে পারবেন। তবে Vivo y03 ফোনটিতে হাই কোয়ালিটির গেম খেলতে পারবেন না এবং Vivo y03 ফোনটির ওয়েট 185 গ্ৰাম। Vivo y03 ফোনটিতে আপনি দুটি কালার পাবেন। যেমন:
- গ্ৰেন গ্ৰিন কালার এবং
- স্কেক ব্ল্যাক
Vivo y03 দুটি কালারের ফোন আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। Vivo y03 ফোনটির 4GB Ram এবং 64GB ROM নিয়ে 11,999 টাকার পেয়ে যাবেন। আপনার বাজেট যদি 10 থেকে 12 হাজার টাকা হয়ে থাকে। তাহলে আপনার জন্য Vivo y03 ফোনটি বেস্ট চয়েস হবে।
Number: 2
আজকের পোষ্টের দ্বিতীয় নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো infinix smart 9। বর্তমান সময়ে আপনি infinix smart 9 ফোনটি আপনি 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক infinix smart 9 ফোনের স্পেসিফিক সম্পর্কে।
Infinix smart 9 ফোনের স্পেসিফিকেশন
Infinix smart 9 ফোনটিতে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 120gz রিফ্রেশ রেট। তাছাড়াও Infinix smart 9 ফোনটিতে Full HD+ রেজুলেশন প্রোভাইট করা হয়েছে। সেক্ষেত্রে বলা যায় আগের ফোনটির তুলনায় এই ফোনটি ডিসপ্লের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।
আরোও পড়ুন:ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করুন ২০২৫
Infinix smart 9 ফোনটিতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ফোনটিতে 5000 mAh battery ব্যবহার করা হয়েছে। যেখানে লিথিয়াম পরিমান ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে 10 ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে। তাছাড়াও চার্জারটিতে ইউএসবি টাইপ সি রয়েছে। infinix smart 9 ফোনটির ব্যাক সাইডে আপনি দুটি ক্যামেরা পেয়ে যাবেন। যেমন:
- 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং
- 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা
বর্তমান সময়ে আপনি ১০ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের ক্যামেরার ফোন পেয়ে যাবেন। যেটির মাধ্যমে আপনি ভালো কোয়ালিটির ভিডিও, ফটো শুট করতে পারবেন। তাছাড়াও infinix smart 9 ফোনটিতে আপনি ডিজিটাল জুম ক্যামেরা পেয়ে যাবেন। যেটির মাধ্যমে আপনি 30 এফএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন।
আরোও পড়ুন: Xiaomi সেরা ৬টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ
infinix smart 9 ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে। এই ফোনটিতে আপনি 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাবেন। যে ক্যামেরার মাধ্যমে আপনি 1030 এফএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। infinix smart 9 ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের helio g81 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে।
যেখানে রয়েছে অক্টো-কোর প্রসেসর এবং একই সাথে 12 ন্যানো মিটার। infinix smart 9 ফোনটির মাধ্যমে আপনি ইজিলি যে গেমগুলো রয়েছে। সেই গেমগুলো রান করতে পারবেন। কিন্তু এই ফোনটিতে হাই কোয়ালিটির গেম খেলতে পারবেন না। infinix smart 9 ফোনটির ভার্সন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ভার্সন রয়েছে Android 14 । Infinix smart 9 ফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পাবেন। যেমন:
- infinix smart 9 (3/64Gb) এবং
- infinix smart 9 (4/128Gb)
বর্তমান সময়ে infinix smart 9 (3/64Gb) ফোনটির প্রাইস 9,999 টাকা এবং infinix smart 9 (4/128Gb) ফোনটির প্রাইস 11,999 টাকা। আপনি যদি 12 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন ক্রয় করতে চান। তাহলে infinix smart 9 (4/128Gb) ফোনটি ক্রয় করতে পারেন।
আর আপনি যদি 10 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে infinix smart 9 (3/64Gb) ফোনটি কিনতে পারেন।
Number: 1
আজকের পোষ্টের ফাস্ট পজিশনে Tecno কোম্পানির পক্ষ থেকে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো Tecno spark go1। তাহলে চলুন দেখে নেওয়া যাক Tecno spark go1 স্পেসিফিকেশন গুলো সম্পর্কে।
Tecno spark go1 স্পেসিফিকেশন
বর্তমান সময়ে Tecno spark go1 ফোনটিকে বাজেট কিং বলা হয়ে থাকে। তাই আপনারা যারা 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তারা চাইলে Tecno spark go1 ফোনটি কিনতে পারেন।
Tecno spark go1 ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ফোনটিতে আপনি 120gz রিফ্রেশ রেট পাবেন। তাছাড়াও Tecno spark go1 ফোনটিতে HD+ রেজুলেশন রয়েছে। ফোনটির ডিসপ্লে প্রোটেক হিসেবে রয়েছে কনিং গরিলা গ্লাস এবং পাঞ্চহোল ডিসপ্লে।
Tecno spark go1 ফোনটিতে 5000 mAh battery ব্যবহার করা হয়েছে। যেখানে লিথিয়াম পরিমান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 15 ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে এবং চার্জারটিতে ইউএসবি টাইপ সি রয়েছে।
Tecno spark go1 ফোনটিতে আপনি ব্যাক সাইডে মাত্র একটি 13 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। যেটির মাধ্যমে আপনি জুম করতে পারবেন এবং 1030 এফএস ভিডিও রেকর্ড করতে পারবেন।
এখন আপনারা যারা ভালো মানের ভিডিও রেকর্ডিং এবং ভালো কোয়ালিটির ফটোশুট করার জন্য স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তারা চাইলে Tecno spark go1 ফোনটি কিনতে পারবেন।
তাছাড়াও Tecno spark go1 ফোনটিতে আপনি একটি ওয়াইড এঙ্গেলেস সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। Tecno spark go1 ফোনটিতে ইউনাইস্কোটি 615 অক্টোকর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেটিকে গেমিং প্রসেসর বলা হয়। Tecno spark go1 ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ভার্সন রয়েছে।
সেক্ষেত্রে বলা যায়, 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট একটি গেমিং ফোন। Tecno spark go1 ফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পাবেন। যেমন:
- Tecno spark go1 (4/64GB) এবং
- Tecno spark go1 (4/128GB)
বর্তমানে Tecno spark go1 (4/64GB) ফোনটির প্রাইস 10,999 টাকা এবং Tecno spark go1 (4/128GB) ফোনটির প্রাইস 11,999 টাকা।
আশাকরি, আজকের পোস্টেটি পড়ে আপনি 12 হাজার টাকার মধ্যে Vivo ও সেরা ৩টি স্মার্টফোন প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!