বিকাশ স্টেটমেন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেরই বিভিন্ন প্রয়োজনে বিকাশ স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে যেমন: অনলাইন ব্যাংকিং, টাকা লেনদেন, ফ্রিল্যান্সিং ইত্যাদি। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের ভিতরে স্টেটমেন্ট দেখবেন এবং প্রয়োজন অনুসারে সেটি ডাউনলোড করবেন।
বিকাশ স্টেটমেন্ট দেখার নিয়ম
এখন থেকে বিকাশ স্টেটমেন্টের নেওয়ার জন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার অথবা লাইভ চ্যাটে যোগাযোগ করতে হবে না। শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই বিকাশ স্টেটমেন্ট দেখে নিতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে বিকাশ স্টেটমেন্ট দেখার জন্য প্রথমে আপনার ফোনে বিকাশ অ্যাপসটি ইন্সটল করুন। তারপর আপনার মোবাইল নম্বর ও পিন দিয়ে লগইন করুন।
বিকাশ অ্যাপ এ লগইন করার পর ওপরের ডানপাশে বিকাশ লোগো বা পাখিটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে সেখানে ‘স্টেটমেন্ট’ অপশনটি দেখতে পাবেন। তাহলে সেখানে ‘স্টেটমেন্ট রিকোয়েস্ট’ নামক আরো একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি চাইলে ব্যাংকের মতো করে নির্ধারিত সময়কাল অনুযায়ী স্টেটমেন্ট দেখতে পারবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
এখন স্টেটমেন্টটি দেখার জন্য বা ডাউনলোড করার জন্য ‘স্টেটমেন্ট রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং নিচে ‘+নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট’ নামক আরেকটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনি দুটি অপশন দেখতে পাবেন।
- সংক্ষিপ্ত স্টেটমেন্ট
- বিস্তারিত স্টেটমেন্ট
‘সংক্ষিপ্ত স্টেটমেন্ট’ অপশন টি ব্যবহার করে আপনি app এর ভিতরে স্টেটমেন্ট দেখতে পাবেন। আর ‘বিস্তারিত স্টেটমেন্ট’ অপশন থেকে ব্যাংকের মতো করে ডিটেলসে সবকিছু দেখতে পাবেন। এখন আপনি প্রয়োজন অনুযায়ী যে কোন একটি অপশনে ক্লিক করুন। উদাহরণস্বরূপ আপনি বিস্তারিতভাবে স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন। তাহলে বিস্তারিত স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন যেমন:
- গত ৩০ দিন
- ১৮০ দিন ও
- নির্ধারিত সময়কাল
এখন আপনি প্রয়োজন অনুযায়ী যে কোন একটি অপশনে ক্লিক করুন। আপনি যদি নির্ধারিত সময়কাল অপশনে ক্লিক করেন তাহলে Start date ও end date দেখতে পাবেন। এখন স্টার্ট ডেট অপশন থেকে আপনার স্টেটমেন্ট শুরুর সময়কাল এবং ইন ডেট অপশনে আপনার স্টেটমেন্ট শেষ হওয়ার সময়কাল বেছে নিন।
প্রয়োজন অনুযায়ী যেকোন অপশন সিলেক্ট করার পর নিচে থেকে ‘কনফার্ম করুন’ অপশনে ক্লিক করুন। তারপর আবারও কনফার্ম করুন। তাহলে আপনার একটি স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হবে। এখন আপনাকে কয়েক মিনিট অথবা সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে স্টেটমেন্ট ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
যখন আপনার স্টেটমেন্ট টি রেডি হয়ে যাবে। তখন আপনার স্টেটমেন্টটি প্রস্তুত হয়েছে বলে একটি এসএমএস চলে আসবে। এখন আপনি যদি পূর্বের ন্যায়। বিকাশ অ্যাপ থেকে স্টেটমেন্ট অপশনে প্রবেশ করেন। তাহলে একটি স্টেটমেন্ট পেয়ে যাবেন এবং তার পাশে ডাউনলোড অপশন দেখতে পাবেন।
এখন আপনি ডাউনলোডে ক্লিক করে আপনার স্টেটমেন্টে ডাউনলোড করে দেখতে পারবেন। স্টেটমেন্ট এ ডাউনলোড হওয়ার পর আপনি যখন সেটি ওপেন করতে যাবেন তখন আপনার নিকট একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি হল আপনি যেই নম্বরের স্টেটমেন্ট নিয়েছেন সেই বিকাশ নম্বরটি।
তাই যখনই পাসওয়ার্ড চাইবে তখন আপনার নম্বরটি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। সেখানে আপনি আপনার স্টেটমেন্টের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। অর্থাৎ কত তারিখে কোন নম্বরে কত টাকা সেন্ড মানি বা ক্যাশ আউট করেছেন ইত্যাদি।
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে বিকাশ অ্যাপ থেকে বিকাশ স্টেটমেন্ট দেখবেন ও ডাউনলোড করবেন। এরকম আরো প্রয়োজনীয় কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ও বঙ্গদেশ ২৪ ওয়েবসাইটে।