ফুডপান্ডা রাইডার বেতন কত, ফুড পান্ডা মোবাইল নম্বর, ফুডপান্ডা হেল্পলাইন নম্বর ও ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন করার নিয়ম সহ বিস্তারিত জানুন আজকের পোস্টে।
ফুডপান্ডা রাইডার বেতন
আমাদের মধ্যে অনেকেই ফুডপান্ডা রাইডার হিসেবে জয়েন করতে চান। আবার অনেকে কৌতুহলবশত ফুডপান্ডা রাইটার বেতন কত জানতে চান। তাদের জন্য এই পোস্টটি এখান থেকে আপনি ২০২৫ সালে একজন ফুডপান্ডা রাইডার বেতন কত সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশের ফুড ডেলিভারি কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ফুডপান্ডা। যেটি ডেলিভারি হিরো এর মালিকানাধীন অনলাইন খাবার ডেলিভারি কোম্পানি। যেখান থেকে আপনি খুব সহজেই হোটেল, রেস্টুরেন্ট বা মুদি দোকানের পণ্য অনলাইনে অর্ডার করতে পারবেন। শুরুর দিকে এটি ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে এটি বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়ে ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে কাজ করছে।
আরোও পড়ুন: ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২৫
শুধু বাংলাদেশ নয় বর্তমানে এটি বিশ্বের ৫০ টি দেশ ও ২০ টি ব্র্যান্ডের সাথে কাজ করছে যার সদরদপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। ২০১৬ সালের ডিসেম্বরে ডেলিভারি হিরো কোম্পানি ফুড পান্ডার মালিকানা কিনে নেয়। বর্তমানে এটি ডেলিভারি হিরো পরিচালিত একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি।
ফুডপান্ডা রাইডার বেতন কত
বর্তমান দেশে ২০ হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী তাদের কর্মসংস্থানের মাধ্যম হিসেবে ফুডপান্ডাকে বেছে নিয়েছে। আপনি চাইলে এখানে একজন রাইডার হিসেবে জয়েন করে কাজ করতে পারবেন। ফুডপান্ডায় আপনি চাইলে দুই ভাবে কাজ করতে পারেন।
- পার্ট টাইম ওয়ার্কার
- ফুল টাইম ওয়ার্কার
ফুডপান্ডা রাইডার বেতন কত এটি তার Working hours, কাজের ধরণ ও লোকেশনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। তবে সাধারণত একজন পার্ট টাইম সাইকেল রাইডার ফুডপান্ডায় কাজ করে দৈনিক সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৭০০/৮০০ টাকা পর্যন্ত আয় করতে পারে। অন্যদিকে একজন বাইক রাইডার ফুডপান্ডায় রাইডিং করে দৈনিক সর্বনিম্ন ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০/১২০০ টাকা পর্যন্ত আয় করে।
ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন বাংলাদেশ
আপনি চাইলে খুব সহজে ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন।
তারপর ফোনে থাকা যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা ‘Partner with foodpanda’ ওয়েবসাইটে প্রবেশ করুন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফর্মে থাকা তথ্যগুলো ভালোভাবে পূরণ করুন। যেমন:
- Businesses Owner First Name
- Business Owner Last Name
- Business Email
- Business Type
- Mobile Number
উপরোক্ত তথ্যগুলো ভালোভাবে পূরণ করা হয়ে গেলে ‘Get Started’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে। সেখানে ক্লিক করলে আপনার জিমেইলটি ভেরিফিকেশন সম্পন্ন হবে। তারপর আপনি চাইলে আপনার একাউন্টের আন্ডারে বিভিন্ন প্রোডাক্ট যুক্ত করে হোম শেফ হিসেবে কাজ করতে পারবেন।
ফুডপান্ডা মোবাইল নম্বর বাংলাদেশ
খাবার ডেলিভারি বিষয়ক সাহায্য বা ফুড পান্ডা রাইডার হিসেবে জয়েন করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে ফুডপান্ডা মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। তাই এ পর্যায়ে আমরা আপনাদের সুবিধার্থে ফুডপান্ডা মোবাইল নম্বর ও হেল্পলাইন নম্বর নিয়ে আলোচনা করবো।
বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুডপান্ডার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। নিম্নে বাংলাদেশের বিভিন্ন জেলার ফুডপান্ডা জুনের মোবাইল নম্বর তুলে ধরা হলো।
ফুডপান্ডা | মোবাইল নম্বর |
Dhaka- Gulshan, Banani, Tejgaon, Mohakhali | 01746766036 |
Dhaka- Badda, Basundhara, Nikunjo, Khilkhet | 01726030466 |
Dhaka- Dhanmondi,Mohammadpur, Hazaribag, Jigatola, Farmgate | 01910970643 |
Dhaka- Baily Road | 01771206351 |
Dhaka- Rampura, Khilgaon, Mugda, Banasree, South Banasree, Mogbazar, Motijheel, Shegunbagicha, Noya polton, Bangla Motor, Malibag, Aftabnagar, Bashabo, Kakrail | 01771206351 |
Dhaka- Mirpur | 01886161621, 01715066816 |
Dhaka- Wari, Jatrabari, Jurain, shonir akhra, Chawkbazar, Bangshal, Puran Dhaka | 01876283638 |
Dhaka- Lalbagh, Azimpur, Kamrangirchar, Shahbag, Newmarket, Bangshal, Ramna | 01754924882 |
Dhaka- Uttara, Dakshinkhan | 01715482325 |
Narayanganj- Narayanganj, Demra, Narsingdi, Shiddhirganj | 01521405543 |
Gazipur- Gazipur, Joydebpur,Tongi | 01722769999 |
Savar-Dhamrai, Hemayetpur, Nabinagar, Baipayl, | No |
Chittagong-Oxygen, Kalurghat, Chawakbazar, EPZ | 01881410332 |
Sylhet- Sunamganj | 01318248695 (WhatsApp) |
Rajshahi- Naogaon | 01716560635 |
Khulna- Khalishpur | 01701034606 |
Cumilla- Brahmanbaria | 01404759237 |
Barisal- Barguna | 01680845158 |
Faridpur- Rajbari | 01822017878 |
Jessore- Jhali potti | 01701034606 |
Rangpur-Nilphamari(Saidpur) | 01722649178 |
Bogra | 01737867115 |
Dinajpur- Thakurgaon | 01722649178 |
Cox’s Bazar | 01677548814 |
Feni | 01404759237 |
Tangail- Jamalpur | 01710228378 |
Gopalganj | 01680845158 |
Mymensingh- Kishoreganj | 01778672757 |
Moulvibazar- Habiganj,Sreemangal | 01318248695 |
ফুডপান্ডা হেল্পলাইন নম্বর
বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেকের ফুড ফান্ডা হেল্পলাইন নাম্বার প্রয়োজন হয়। তাই তাদের সুবিধার্থে নিম্নে ফুডপান্ডা হেল্পলাইন নম্বর দেওয়া হল। আপনি যে কোন প্রয়োজনেই যোগাযোগ করুন ফুডপান্ডা হেল্পলাইন নম্বর: 8809678777555 তবে অর্ডার সম্পর্কিত যেকোনো প্রয়োজনে নিকটস্থ ব্রাঞ্চ নম্বরে যোগাযোগ করুন।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন ফুডপান্ডা রাইডার বেতন কত, ফুড পান্ডা মোবাইল নম্বর, ফুডপান্ডা হেল্পলাইন নম্বর ও ফুডপান্ডা হোম শেফ রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।