সেরা ৫টি PTC Site থেকে এডস দেখে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমানে সময়ে অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় গুলোর অন্যতম হলো PTC Site থেকে এডস দেখে ইনকাম। যেখানে সু্ধু মাত্র সহজ কিছু কাজ করে ইনকাম করতে পারবেন যেমন: এডস দেখে, ওয়েবসাইট ভিজিট করে ইনকাম ইত্যাদি।
PTC Site থেকে এডস দেখে ইনকাম
সাধারণত, পিটিসি সাইটগুলো থেকে তেমন বেশি ইনকাম করা যায় না। তবে আপনি যদি খুব কম সময় ব্যয় করে অল্প কিছু টাকা ইনকাম করতে চান। তাহলে পিটিসি সাইটে কাজ করতে পারেন। এখানে কাজ করে আপনি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। যেটা দিয়ে আপনার মাসিক হাত খরচ চলে আসবে।
তবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়ালেখার পাশাপাশি এই সাইটে কিছুটা সময় ব্যয় করে আপনি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
Coinpayu PTC Site থেকে এডস দেখে ইনকাম
PTC Site থেকে এডস দেখে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট গুলোর একটি Coinpayu। এটি বিগত ১০ বছর ধরে মার্কেটে কাজ করে আসছে এবং এই সাইটে কাজ করে আপনি ১০০% ইনকাম করতে পারবেন।
এটি বিশ্বস্ত সাইট হওয়ায় এখানে কাজ করার প্রতারিত হওয়া সম্ভব না খুবই কম। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই সাইটে কাজ করে ইনকাম করেছি।
Coinpayu তে একাউন্ট করার নিয়ম
আপনি যদি Coinpayu PTC Site থেকে এডস দেখে ইনকাম করতে চান তাহলে শুরুতেই আপনাকে এই সাইটে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন।
তারপর ফোনে থাকা যেকোন ব্রাউজারের এড্রেস বারে ‘Conipayu’ লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা www.coinpayu.com ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন ‘Start earning now’ অপশনে ক্লিক করুন। তহলে উপরের চিত্র ০২ এর মতো একটি রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। সেখানে আপনার একটি Email এড্রেস, Password, Repeat Password ইত্যাদি পূরণ করে I agree to the বক্সে টিক মার্ক দিয়ে ‘Register’ বাটনে ক্লিক করুন।
আরোও পড়ুন: নিউজ ভিডিও বানিয়ে YouTube থেকে Income মাসে ৫০ হাজার টাকা।
তাহলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি দিয়ে ওকে করলে আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে।
তারপর থেকে আপনি চাইলে এই সাইটে PTC কাজ করে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে কাজ করবেন এসব বিষয়ে বিস্তারিত জানুন ইউটিউব থেকে।