ডিজিটাল মার্কেটিং কি এবং A to Z বিস্তারিত ২০২৫

ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন। Digital marketing কত প্রকার, কোন বিষয়ে Digital marketing শুরু করবেন, কি ধরনের ডিজিটাল মার্কেটিং এ ভালো ইনকাম হবে। আমাদের অনেকের মনে এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের জন্য আজকে আমরা Digital marketing এর A to Z আলোচনা তুলে ধরবো। তাই সম্পূর্ণ পোস্টটি সাথে থাকার জন্য অনুরোধ করছি।

 

ডিজিটাল মার্কেটিং কি?

আমরা যারা নতুন ফ্রিল্যান্সার অথবা যারা নতুন করে Digital marketing শুরু করার কথা ভাবছি। তাদের মধ্যে অনেকেই জানি না ডিজিটাল মার্কেটিং কি? তাই শুরুতেই আমরা ডিজিটাল মার্কেটিং কি এ বিষয়ে জানবো। যাতে করে ডিজিটাল মার্কেটিং এর পরবর্তী আলোচনা গুলো বুঝতে সুবিধে হয়।

Digital marketing হলো: অনলাইনে পন্য বা সেবার বিজ্ঞাপন প্রচার। যা সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেইল মার্কেটিং বা SEO ইত্যাদির উপর নির্ভরশীল।

 

ডিজিটাল মার্কেটিং এর ধাপ সমূহডিজিটাল মার্কেটিং এর ধাপ সমূহ

Digital marketing এর বিভিন্ন ধাপ রয়েছে। যার সাহায্যে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। নিম্নে Digital marketing এর ধাপ সমূহ তুলে ধরা হলো:

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • সিপিএ মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ইত্যাদি।

 

কিভাবে Digital marketing শুরু করবেন

Digital marketing এর বিভিন্ন সেক্টর রয়েছে। আপনি চাইলে যেকোন একটি সেক্টর নিয়ে কাজ করে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। Digital marketing শুরু করার জন্য প্রথমে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলো থেকে আপনার পছন্দের সেক্টরটি বেছে নিতে হবে।

তারপর সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। শুরুর দিকে আপনি চাইলে ইউটিউব ও ফেসবুকে ডিজিটাল মার্কেটিং এর উপরে ভিডিও ক্লাস দেখার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। তার পরবর্তীতে আপনি চাইলে যেকোন কুচিং সেন্টার বা পার্সোনাল টিউটর নিয়োগ করেও Digital marketing এ আরোও বেশি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।

কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করবেনকোন বিষয়ে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং শুরু করবেন

শুরুতে বলেছে যে বিষয়ে আপনার ভালো লাগা কাজ করে আপনি সেই বিষয়ে Digital marketing শুরু করতে পারেন। তবে সেক্টর নির্বাচণের পূর্বে অবশ্যই মনে রাখবেন। Digital marketing শেখার জন্য এমন সেক্টর বেছে নিন। যেখানে প্রতিযোগী কম আছে, যেটি AI দিয়ে কাজ করা সম্ভব নয় এবং যার চাহিদা বর্তমান এবং ভবিষ্যৎও থাকবে।

আরোও পড়ুন: সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম অ্যাপ- ২০২৪

তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন বিষয়ে Digital marketing শুরু করবেন। তাহলে বলবো আপনি ইউটিউ, ফেসবুক, প্রিন্টারেস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে ডিজিটাল মার্কেটিং করলে সবচেয়ে ভালো হয়। এছাড়াও চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে আপনার Digital marketing এর যাত্রা শুরু করতে পারেন।

 

কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং শিখলে সবচেয়ে ভালো ইনকাম করতে পারবেন

সাধারণত, আমরা সকলে ইনকামের আশায় ফ্রিল্যান্সিং শিখতে চাই। তাই এক্ষেত্রে সকলের মনে একটা কমন প্রশ্ন জাগে যে কাজটি শিখে আমি কত টাকা ইনকাম করতে পারবো। তাই আপনাদের আগ্রাহ বাড়ানোর জন্য কোন বিষয়ে Digital marketing শিখলে কত টাকা আয় করতে পারবেন বা একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা আয় করে চলুন জেনে নেওয়া যাক।

একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা আয় করে বা আপনি Digital marketing শিখে কত টাকা আয় করতে পারবেন। এটি জানার জন্য আপনি যেকোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সাহায্য নিতে পারেন। নিচের স্কিনশর্টে লক্ষ করুন। সেখানে একজন 1 লেভেলের ডিজিটাল মার্কেটারের ইনকাম শেয়ার করা হলো।

কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন

আপনি যদি লক্ষ করেন তাহলে দেখতে পাবেন এই UK ডিজিটাল মার্কেটার তাঁর একটি গিগে প্রায় 279 টি অর্ডার পেয়েছে যার প্রতিটি অর্ডার 210$ থেকে শুরু। সেই হিসেবে এই ডিজিটাল মার্কেটার তার এই গিগে মোট অর্ডার পায় 58,590$ ডলারের। যেটি বাংলাদেশি টাকায় প্রায় ৬৯ লক্ষ ৭২ হাজার ২১০ টাকা।

WiFi এমবি বিক্রি করে টাকা ইনকাম করুন ২০২৪

আপনি যদি তার সম্পূর্ণ প্রোফাইল ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন। সেই সর্বমোট ৪০০+ অর্ডার পেয়েছে। সেই হিসেবে ভেবে দেখুন উনি ডিজিটাল মার্কেটিং করে এখন পর্যন্ত কত টাকা আয় করেছেন।

তবে আপনি যদি বেসিক ভাবে Digital marketing শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস অথবা লোকালি কাজ করেন শুরুর দিকে অত বেশি ইনকাম করতে না পারলেও একটা সময় আপনি এখান থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন, Digital marketing কত প্রকার, কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, কি ধরনের Digital marketing এ ভালো ইনকাম হবে ইত্যাদি। অনলাইন ইনকাম রিলেটেড এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice