Free Taka income করার বাংলাদেশি ওয়েবসাইট বিকাশ পেমেন্ট ২০২৫

Free Taka income করার বাংলাদেশি ওয়েবসাইট থেকে প্রতিদিন ইনকাম করুন ৫০০ থেকে ১০০০ টাকা।‌ আজকের পোস্টে আমরা আপনাদের সাথে এমন একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো। যেখানে আপনি কাজ করে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একাউন্টে ভেরিফিকেশন করতে হয় এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য কোন রকমের চার্জ দিতে হবে কিনা ইত্যাদি সম্পর্কে।

 

Free Taka income করার বাংলাদেশি ওয়েবসাইট

Free Taka income করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর যেকোনো ব্রাউজারের সার্চ বারে freelancingview লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা সরাসরি এখানে ক্লিক করুন।

এখন Free Taka income করার জন্য ‘Start earning now’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে।

Free Taka income

এখন আপনি উপরে উল্লেখিত পিকচারটিতে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name
  • Email Address
  • Phone Number
  • Refer Code
  • Password এবং
  • Confirm Password

এখন একাউন্ট তৈরি করার জন্য উপরের অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন: Name অপশনে আপনার নাম লিখুন। Email Address অপশনে আপনার একটি ইমেইল এড্রেস দিয়ে দিন। তারপর Phone number অপশনে আপনার একটা সচল মোবাইল নম্বর দিন।

আরোও পড়ুন: ওন লাইন ইনকাম এর সহজ ৫টি Website ২০২৪| Online income Bangladesh 

Refer Code অপশনটি অপশনাল। তাই আপনি চাইলে এটি দিতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন। এরপর Password এবং Confirm password অপশনে একই পাসওয়ার্ডটি লিখুন। সবগুলো অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘I accept all’ বক্সে টিক মার্ক দিয়ে sign up অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Free Taka income bkash payment

একাউন্ট তৈরি করা পর থেকে আপনি Free Taka income করতে পারবেন। এখন Free Taka income করার জন্য আপনাকে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আপনি যদি একজন বায়ার হয়ে থাকেন। তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন করার দরকার নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হয়।

Account ভেরিফিকেশন করার নিয়ম

একাউন্ট ভেরিফিকেশন করে আপনি Free Taka income করতে পারবেন। এখন একাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচে থেকে থ্রি- মাইনাস অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেক গুলো অপশন শো করবে। যেমন:

  • Job
  • Create Real video view
  • Create Surfing
  • My Work
  • Earn money
  • Deposit
  • Buy course and Account verified
  • Withdrawal
  • Convert Balance এবং
  • Account

এখন একাউন্ট ভেরিফিকেশন করার জন্য উপরে উল্লেখিত অপশনগুলো থেকে Buy course and Account verified লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি পেইজ ওপেন হবে।

Free Taka income bkash payment

এখন আপনার একাউন্ট ভেরিফিকেশন করার পরে কি কি কোর্স পাবেন। সেটিও দেখতে পাবেন। তাহলে আপনি ‘এই কোর্সে যা যা পাবেন’ সেগুলো ভালোভাবে পড়ুন। এখন একাউন্ট ভেরিফিকেশন করার জন্য Buy course and Account verified অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে ৫০ টাকা দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে।

এখন আপনাকে তাদের দেওয়া নম্বরে টাকা সেন্ড মানি করতে হবে। এখন আপনি সেখানে অনেকগুলো পেমেন্ট মেথড এবং নম্বর দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ
  • রকেট
  • বাইনান্স
  • নগদ এবং
  • উপায় ইত্যাদি

তাহলে উপরে উল্লেখিত যেকোনো একটি পেমেন্ট মেথড ব্যবহার করে। আপনি খুব সহজেই একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করুন।

উদাহরণ স্বরূপ, বিকাশ পেমেন্ট মেথড ব্যবহার করে সেন্ড মানি করার জন্য তাদের দেওয়া বিকাশ নম্বর কপি করুন এবং আপনার বিকাশ একাউন্ট থেকে তাদের দেওয়া নম্বরে ৫০ টাকা সেন্ড মানি করুন। এখন সেন্ড মানি করা হয়ে গেলে আপনি আবারোও আগের ইন্টারফেস প্রবেশ করুন। তারপর স্ক্রোল করে নিচে নামুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Free Taka income bkash payment

এখন আপনি সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Phone Number
  • Payment Number
  • Payment Transaction Id এবং
  • Payment Transaction Screenshot

তাহলে Phone Number অপশনে আপনি তাদের যে নম্বরে টাকা সেন্ড মানি করেছেন। সেই নম্বরটি বসিয়ে দিন। এখন Payment Number অপশনে একই নম্বর বসিয়ে দিন। তারপর Payment Transaction Id নম্বরটি বসিয়ে দিন এবং Payment Transaction Screenshot অপশনে আপনি যে তাদের নম্বরে টাকা পাঠিয়েছেন। তার একটি স্ক্রিনশর্ট দিন।

সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় নিবে এবং আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তবে একাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হতে 12-24 ঘন্টা নিতে পারে। এখন নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়।

তাহলে আপনি তাদের সাথে কথা বলে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে তাদের সাথে যোগাযোগ করার জন্য আবারোও ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর উপর থেকে থ্রি-ডট অপশনে ক্লিক করুন।

Free taka income

এখন আপনি পরবর্তী অপশনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Home
  • Jobs
  • Gigs
  • Surfing
  • Watch & Earn
  • Blogs এবং
  • Help

এখন আপনি Help অপশনের মাধ্যমে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যেমন: Facebook Group, Email এবং সরাসরি তাদের নম্বরে কথা বলে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। যখনি আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হবে। তখন আপনি থ্রি ডট অপশনে ক্লিক করে সেটি দেখতে পাবেন।

তাহলে একাউন্ট ভেরিফিকেশন চেক করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর থ্রি ডট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার প্রোফাইলের নিচে Verified লেখা দেখতে পাবেন।

Free Taka income bkash payment

তাহলে বুঝবেন আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এখন থেকে আপনি কাজ করে Free Taka income করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে Micro job ওয়েবসাইট থেকে Free Taka income করবেন।

Micro job ওয়েবসাইটে কাজ করার নিয়ম 

Micro job ওয়েবসাইটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার Micro job সাইটে প্রবেশ করুন। তারপর উপর থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন।

Free Taka income bkash payment

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো কাজের অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে কাজ করে Free Taka income করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজের অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Jobs কাজ করে Free Taka income করতে চাচ্ছেন।

তাহলে Jobs অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে YouTube এর বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন। যেমন:

  • ইউটিউব সাবস্ক্রাইব
  • ইউটিউব ভিডিও দেখা
  • ইউটিউব ভিডিওতেলাইক করা
  • ফেসবুক ফলো এবং
  • ফেসবুক ভিডিও দেখা ইত্যাদি

এখন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাজ করে Free Taka income করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ এর অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, Bot Join কাজ করার জন্য Bot Join অপশনের পাশে থেকে apply অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কিভাবে কাজ করবেন বিস্তারিত দেখতে পাবেন।

এখন আপনি কাজের বিস্তারিত দেখে সেখান থেকে কাজ করতে পারেন। তাহলে আপনি সেখান থেকে বিস্তারিত দেখে আপনি সেই অনুযায়ী কাজ করুন। যখনি আপনার কাজটি করা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি নিচে থেকে Submit অপশনে ক্লিক করুন।

Free Taka income bkash payment

তাহলে আপনার কাজটি Pending চলে যাবে। এখন আপনার কাজটি বায়ার চেক করবে। যদি আপনার কাজটি সঠিক হয়ে থাকে। তাহলে কাজটি এপ্রুভ করে দিবে এবং আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট এড হবে। এভাবে আপনি বিভিন্ন ধরনের কাজ করে Free Taka income করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইনকাম কৃত ব্যালেন্স চেক করতে হয়।

ব্যালেন্স চেক করার নিয়ম 

ব্যালেন্স চেক করার জন্য ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে আপনার ইনকাম করা টাকাটি দেখতে পাবেন।

Free Taka income app bkash payment

যখনি আপনার একাউন্টে 2$ হবে। তখনি আপনি টাকা উইথড্র দিতে পারবেন। এভাবে আপনি অসংখ্য কাজ করে Free Taka income করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে রেফার করেও Free Taka income করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেফার করে Free Taka income করা যায়।

Free Taka income করার ওয়েবসাইট থেকে রেফার করে ইনকাম করুন 

আপনি চাইলে রেফার করে Free Taka income করতে পারবেন। রেফার করে টাকা ইনকাম করার জন্য আপনি আপনার একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর থ্রি ডট অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টের প্রোফাইল অপশন দেখতে পাবেন এবং সেখানে রেফার কোড দেখতে পাবেন। ‌

Free Taka income app bkash payment

এখন আপনি আপনার একাউন্টের রেফার কোড দিয়ে যদি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেন এবং একাউন্ট ভেরিফিকেশন করে দেন। তাহলে আপনি তার বিনিময়ে পেমেন্ট পাবেন। এভাবে আপনি রেফার করে যত খুশি Free Taka income করতে পারবেন। এখন আপনি চাইলেই আপনার ইনকাম করা টাকাটি উইথড্র দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে টাকা উইথড্র দিতে হয়।

টাকা উইথড্র দেওয়ার নিয়ম

আপনার ইনকাম করা টাকা উইথড্র দেওয়ার জন্য থ্রি লাইনে থেকে ‘Withdraw’ অপশনে ক্লিক করুন। তাহলে আরো দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Withdraw now’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে উইথড্র পেজে নিয়ে আসবে।

Free Taka income app bkash payment

এখন আপনার মোবাইল নম্বর, পেমেন্ট মেথড এবং এমাউন্ট বসিয়ে দিন। এখান থেকে সর্বনিম্ন ২ ডলার হলেই আপনি উইড্র করতে পারবেন। Last payment proof অপশনে আপনি যদি এই সাইট থেকে আগে কোন পেমেন্ট রিসিভ করে থাকেন তাহলে সেই স্ক্রিনশর্টি দিয়ে দিবেন।

দিনে ৫০০ টাকা ইনকাম apps ২০২৪ | Income apps

কিন্তু আপনি যদি এখান থেকে প্রথমবার উইথড্র দিয়ে থাকেন তাহলে last payment proof দিতে হবে না। সবগুলো অপশন সঠিকভাবে পূরণ করার পর Submit বাটনে ক্লিক করে সাবমিট করে দিন। তারপর এডমিন আপনার উইথড্রোটি চেক করে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট করে দিবে।

আশা করি, বুঝতে পেরেছি Free Taka income করার বাংলাদেশি ওয়েবসাইট থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। এরকম ইনকাম রিলেটেড আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে।

 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice