ডিজাইন আপলোড করে ইনকাম ২০২৪| ফ্রি ইনকাম সাইট

ডিজাইন আপলোড করে ইনকাম করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ডিজিটাল আইটেম সেল করে অনলাইন থেকে ইনকাম করতে চান। অথবা অনেকেই বিভিন্ন ধরনের ছবি, লোগো ইত্যাদি তৈরি করতে পছন্দ করেন। তাঁরা এখন চাইলে ‘Cafepress’ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন, আর্টওয়ার ইত্যাদি ডিজাইন সেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন। 

তাছাড়াও ‘Cafepress’ওয়েবসাইটে প্রতি মাসে প্রায় ১মিলিয়নের বেশি Traffic Visit করে থাকে। যেখানে ইউ এস, বাংলাদেশ, কানাডা, ইউনাইটেড কিংডম ইত্যাদি দেশের ট্রাফিক এই ওয়েবসাইটে ভিজিট করে থাকে। এই ওয়েবসাইটে Men, Women, Kids & Baby, Accessories ইত্যাদি ক্যাটাগরি রয়েছে।

তাছাড়াও এখানে ‘Drinkware’ রয়েছে অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের মগ, গ্লাসের উপর ডিজাইন তৈরি করতে পারবেন। তাছাড়াও এখানে আরোও বেশ কয়েকটি অপশন রয়েছে। যেমন:

  • Home & Decor 
  • Stationery & Signs
  • Officially Licensed 
  • Gifts & Occasion এবং 
  • Sele

উপরে উল্লেখিত অপশনগুলো থেকে আপনি যেকোনো ডিজাইন তৈরি অথবা সেল করতে পারবেন। 

 

ডিজাইন আপলোড করে ইনকাম

ডিজাইন আপলোড করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ওয়ার্কার একাউন্ট  তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Cafepress’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। 

ডিজাইন আপলোড করে ইনকাম

তাহলে আপনাকে ‘Cafepress’ ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। সেখান থেকে ‘3 মাইনাস’ অপশনে ক্লিক করে একাউন্টে লগইন করুন। এখন লগইন সম্পূর্ণ হওয়ার পর থেকেই আপনি এখান কাজ শুরু করতে পারেন। এখন আপনি ‘Profile’ মেনুতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • My Account 
  • Purchase 
  • Saved Custom Products
  • Favorites 
  • Payment Methods 
  • Address Book 
  • Seller Dashboard 

এখন আপনি ‘Seller Dashboard’ অপশনে ক্লিক করুন।(আপনার সামনে হয়তো প্রথমবার ‘Seller Dashboard’ অপশন না থাকতে পারে সেখানে ‘Start selling’ অপশন থাকতে পারে) আপনি যখন start selling অপশনে ক্লিক করবেন তখন তাদের ট্রামর্স এন্ড কন্ডিশন আসতে পারে। আপনি সেটি ওকে করে পেজটি পুনরায় রিলোড করলে তখন ‘Seller Dashboard’ টি চলে আসবে।

আরোও পড়ুন: আর্টিকেল পড়ে ইনকাম করুন প্রতিদিন ২০০-৩০০ টাকা।

এখন Seller Dashboard প্রবেশ করার পর   আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনি কত টাকা ইনকাম করেছেন, Total Revenue,Total Odars, Total Designs ইত্যাদি দেখতে পাবেন। এখানে ডিজাইন আপলোড করার জন্য ‘Design Library’ অপশনে ক্লিক করুন।

ডিজাইন আপলোড করে ইনকাম

তাঁরপর ‘Upload Design’ অপশনে ক্লিক করে আপনার পছন্দের লোগো অথবা ডিজাইনটি সিলেক্ট করুন। এখানে আপনি চাইলে একবারে একের অধিক ডিজাইন আপলোড করতে পারবেন। এখন আপনার ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে ‘Next’ অপশনে ক্লিক করুন।

তাহলে পরবর্তী অপশন ছবির Displayed Name, Description, Full Name এবং Tags অপশন গুলো দেখতে পাবেন। সেগুলো সঠিকভাবে পূরণ করুন। (আপনি চাইলে চ্যাট জিপিটি সাহায্যে  অপশন গুলো পূরণ করতে পারবেন)।

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সম্পূর্ণভাবে পূরণ করা হয়ে গেলে ‘Save’ অপশনে ক্লিক করুন। তাঁরপর পরবর্তী ধাপ থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে অনেক গুলো সাজেশন দেখতে পাবেন। অর্থাৎ, এখানে আপনি কোন কোন ডিজাইন গুলো রাখতে চাচ্ছেন সেই ডিজাইন গুলো রাখুন এবং বাকি ডিজাইনের অপশন গুলো অফ করুন।

ডিজাইন আপলোড করে ইনকাম

এখন ডিজাইন গুলো বাছাই করা হয়ে গেলে ‘Save’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার প্রডাক্টি ‘সেভ’ হয়ে যাবে। এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। এখন Cafepress আপনার আপলোডকৃত ডিজাইন গুলোকে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে লিস্ট করে নেবে। 

পরবর্তীতে কেউ যদি আপনার ডিজাইনটি পছন্দ করে অর্ডার প্লেস করে। তখন Cafepress আপনার ডিজাইনটি দিয়ে প্রিন্ট করে তাকে অর্ডারটি কমপ্লিট করে দেবে এবং Order এর উপরে নির্ভর করে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেমেন্ট করবে। এখানে আপনি নিজের ইচ্ছামত পেমেন্ট দেওয়ার কোন রকমের সুযোগ পাবেন না। 

তাছাড়াও ‘My Shops’ অপশন থেকে আপনি আরোও প্রোডাক্ট যুক্ত করতে পারবেন। এখন ‘Earning’ অপশনে আপনার ইনকাম দেখতে পারবেন এবং ‘Account Setting’ অপশন থেকে Profile/Payment Details দেখতে পারবেন।

ডিজাইন আপলোড করে ইনকাম

তাছাড়াও আপনি যদি ভালো সেলার হয়ে থাকেন। তাহলে তাঁরা আপনাকে স্পেশাল কয়েকটি অপশন দিবে। যেমন:

  • Credit Card 
  • Master Card 
  • Payoneer ইত্যাদি 

আর যেকোনো সমস্যা সমাধানের জন্য আপনি তাদের Help সেন্টার থেকে ইনফরমেশন গুলো সংগ্রহ করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনি অনলাইনে ডিজাইন আপলোড করে ইনকাম করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও ইনকাম রিলেটেড কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice