জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম (Online birth registration correction) সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। এখন আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন অথবা জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায় bdris.gov.bd/br/application। এটি জন্ম নিবন্ধন সংশোধন করার সরকারি ওয়েবসাইট। এখানে প্রবেশ করে birth registration number, Date of birth এবং captcha পূরণ করে ‘জন্ম নিবন্ধন অনুসন্ধান’ অপশন ক্লিক করুন। তাহলে জন্ম নিবন্ধন সংশোধন অপশন পেয়ে যাবেন। মনে রাখবেন একজন ব্যক্তি সর্বোচ্চ ৭ বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন। এবং জন্ম নিবন্ধন সংশোধনের জন্য National ID card অথবা Certificate প্রয়োজন হবে। তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে।
জন্ম নিবন্ধন সংশোধন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য
মনে রাখবেন আপনি আপনার জন্ম নিবন্ধন সর্বোচ্চ ৭ বার পরিবর্তন করতে পারবেন। তবে সংশোধনের করার পূর্বে একটি বিষয় মনে রাখবেন। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধন করে নিবেন। আপনি যদি ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করেন তাহলে জন্ম নিবন্ধন সংশোধনের সময় ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে।
আর যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, পিতার নাম এবং মাতার নাম সংশোধন করে নিন। এখানে আপনি যদি সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন কার্ড দিয়ে সংশোধন করে থাকেন। তাহলে সার্টিফিকেটের ছবি আপলোড করতে হবে।
আরোও পড়ুন: মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করুন। Check birth registration
আমাদের ভিতরে অনেকেই আছেন যাদের সার্টিফিকেট সাথে জন্ম নিবন্ধন কার্ডের মিল নেই। সেই ক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করুন। তাছাড়াও আরোও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো: আপনার জন্ম তারিখ যদি ০১/০১/২০০১ তারিখের পর হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ডে আপনার পিতা-মাতার নাম সংশোধন করতে পারবেন না।
এখানে তারাই সংশোধন করতে পারবেন যাদের পিতা মাতার মৃত্যু প্রমাণক রয়েছে। তাছাড়াও যাদের পিতা-মাতার জীবিত রয়েছে তাদের ক্ষেত্রে তাঁদের পিতা-মাতার অনলাইনে জন্ম সনদ রয়েছে। তাছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার সার্টিফিকেট যেমন আপনার পিতা-মাতার নাম রয়েছে তেমন নাম থাকতে হবে।
জন্ম নিবন্ধন ভুল অনুসন্ধান Online
জন্ম নিবন্ধন সংশোধন (birth registration correction) করার জন্য প্রথমে আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে দেখে নিন কোন কোন জায়গায় তথ্যের ভুল রয়েছে। এখন জন্ম সনদটি যাচাই করার জন্য আপনার মোবাইলে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। তারপরে Search অপশন everify.bdris.gov.bd অথবা ‘জন্ম নিবন্ধন অনুসন্ধান’ লিখে সার্চ করুন। এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর, Date of birth এবং ক্যাপচা সঠিকভাবে পূরণ করে ‘Search’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখতে পাবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধনের তথ্য ভুল থাকলে দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
জন্ম নিবন্ধন সংশোধন (birth registration correction) করা জন্য প্রথম আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার Data সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটার থাকা যেকোন ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে bdris.gov.bd/br/application অথবা ‘জন্ম নিবন্ধনের জন্য আবেদন’ লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন উপরের 3 ডট অপশন থেকে ‘জন্ম নিবন্ধন’ অপশন ক্লিক করুন। অথবা ‘জন্ম নিবন্ধন’ অপশনে ট্যাপ করে ধরুন। তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন’ অপশন ক্লিক করুন। অথবা সরাসরি সার্চ অপশন https://bdris.gov.bd/br/correction লিখে সার্চ করুন। তাহলে সরাসরি আপনাকে এই পেইজে নিয়ে আসবে।
এখন শুরুতে তাদের দেওয়া নোটিশটি পড়ে নিন। তারপর নিচে আপনার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ‘অনুসন্ধান’ অপশন ক্লিক করুন। এখনে অব্যশই অনলাইন করা জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা না থাকে বা ডিজিটাল করা না থাকে। তাহলে এখানে ক্লিকে দেখে নিন কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করবেন। অথবা এই পোস্টের উপরের 3 ডট অপশনে ক্লিক করে ই-সেবা ক্যাটাগরি থেকে জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়মটি দেখে নিন।
যাই হোক ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন তথ্য গুলো দেখতে পাবেন। যেমন: আপনার নাম, পিতা-মাতার নাম ইত্যাদি। এখন ‘নির্বাচন করুন’ অপশনে ক্লিক করুন।
তারপর ‘আপনি কি নিশ্চিত?’ লেখা আসবে। এখন আপনি যদি জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তাহলে ‘কনফার্ম’ অপশন এ ক্লিক করুন। আর জন্ম নিবন্ধন সংশোধন করতে না চাইলে ‘বাতিল’ অপশন ক্লিক করুন। এখানে আমরা যেহেতু জন্ম নিবন্ধন সংশোধন করবো সেজন্য ‘কনফার্ম’ অপশন ক্লিক করবো। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে। সেখানে ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘সংশোধিত তথ্য’ অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন কি কি তথ্য পরিবর্তন করতে পারবেন। যেমন:
- বাংলা নাম
- ইংরেজি নাম
- পিতা ও মাতার কততম সন্তান
- পিতা-মাতার নাম
- লিঙ্গ
- পিতার নাম বাংলা
- পিতার নাম ইংরেজি
- মাতার নাম বাংলা
- মাতার নাম ইংরেজি
- জাতীয়তা
- এন আই ডি
- ব্যক্তির ছবি
- পাসপোর্ট নাম্বার
- পিতার জাতীয়তা
- মাতার জাতীয়তা ও
- জন্ম তারিখ
যদিও এখানে জন্ম তারিখ পরিবর্তন অপশন দেওয়া আছে। কিন্তু জন্ম তারিখ পরিবর্তন আবেদন করলে তারা Approved করে না। কিন্তু আপনি চাইলে আবেদন করে দেখতে পারেন।
এখন আপনি কোন তথ্য সংশোধন করতে চান সেটি নির্বাচন করুন। উদাহরণস্বরূপ আপনি নিজের নামের ইংরেজি বানান সংশোধন করতে চাচ্ছেন। তাই ‘নাম ইংরেজিতে’ সিলেক্ট করুন। এবং ‘চাহিত সংশোধিত তথ্য’ অপশনে আপনার নামের সঠিক বানানটি লিখে দিন। তারপর ‘সংশোধনের কারন’ অপশন থেকে সঠিক কারণটি নির্বাচন করুন।
এরপর ‘আরোও তথ্য সংশোধন’ অপশনে ক্লিক করে আপনি চাইলো আরোও তথ্য যুক্ত করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে একবারে অনেক গুলো তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা-আলাদাভাবে আবেদন বা পেমেন্ট করতে হবে না।
এখানে আপনি এই তথ্যগুলো ছাড়াও আরো বেশ কিছু তথ্য সংশোধন করতে পারবেন। যেমন:
- জন্মস্থানের ঠিকানা সংশোধন
- বর্তমান ঠিকানা সংশোধন ও
- স্থায়ী ঠিকানা সংশোধন
এখানে আপনি যে যে ঠিকানা পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করে সঠিকভাবে ঠিকানা বসিয়ে দিন এবং ‘সংযোজন অপশন’ ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার নাম পরিবর্তন করেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্র তথ্য আপলোড করতে হবে।
এখানে মূলত আপনি কি কারনে নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই (আপলোডকৃত ফাইল সর্বোচ্চ ১০০ কিলোবাইটের ভিতরে হতে হবে) এবং প্রত্যেকটি ফাইল PDF আকারে আপলোড করতে হবে। এখন আপনি নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- সংযোজন
- আপলোড বাতিল এবং
- ডিলিট
এখন আপনি সংযোজন অপশনে ক্লিক করে আপনার ফাইলগুলো আপলোড করুন। তারপর নিচে ‘আবেদনকারী তথ্য’ অপশনে আবেদনাধীর ব্যক্তির সহিত সম্পর্ক’ অপশন অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- পিতা
- মাতা
- নিজ
- পিতামহ
- পিতামহী
- মাতামহ
- মাতামহী
- অভিভাবক এবং
- অনন্যা।
এখন আপনি যে ব্যক্তি তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেই ব্যক্তির অপশন সিলেক্ট করুন। তারপর নিচে থেকে।
- আবেদনকারীর নাম
- ইমেইল
- ফোন নম্বর
এখন আপনি উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ‘ওটিপি পাঠান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে সেটি বসিয়ে দিন। উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে ‘সাবমিট’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়ে যাবে। এবং আপনাকে একটি আবেদনের নম্বর দেওয়া হবে। সেটি কপি করে নোট প্যাড সংরক্ষণ করে রাখুন। অথবা স্কিনশর্ট নিয়ে রাখতে পারেন।
এখন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি প্রিন্ট করে। নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ্য নিবন্ধকের কার্যালয়ে দাখিল করুন। ‘আবেদনপত্র প্রিন্ট’ অপশনে ক্লিক করলে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে বলা হবে। কিন্তু আমাদের কাছে যেহেতু তথ্য গুলো নেই তাই আমরা আবেদনপত্র প্রিন্টটি বা ডাউনলোড করতে পারবো না। এখন আপনাকে যে কাজটি করতে হবে তাহলো: যেদিন কাগজপত্র জমা করতে যাবেন। সেদিন আবেদনপত্রের প্রিন্ট কপির পরিবর্তে আবেদন পত্রের নম্বরটি নোট করে নিয়ে যাবেন।
নিবন্ধক কার্যালয় অথবা আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা আপনার যে জন্ম নিবন্ধন কার্যালয় রয়েছে সেখানে গিয়ে তাদেরকে বলতে হবে আমি একটি আবেদন সাবমিট করেছি এবং আবেদনের নম্বর এটা।
তখন তারা আপনার দেওয়া আবেদন নম্বরটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে দিবে এবং পরবর্তী স্টেপ গুলো বলে দেবে। যেমন: কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট কোন জায়গায় জমা করতে হবে। তারপর আবেদনপত্রের ভেতরে চেয়ারম্যান এবং মেম্বারের স্বাক্ষর নিয়ে সেটা আপনি সাবমিট করে দিয়ে আসবেন। এবং সেই সাথে মনে রাখবেন আপনি আবেদন করার সময় যে যে ডকুমেন্ট দিয়েছেন সেই সকল ডকুমেন্ট গুলো সাথে করে নিয়ে যাবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই নতুন সার্ভার দিয়ে নতুন নিয়মে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে হবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!
জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড
আমাদের মধ্যে অনেকে জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড (birth registration correction forum download) করার উপায় সম্পর্কে জানতে চান। অথবা জন্ম নিবন্ধন সংশোধন ফরম PDF ডাউনলোড করতে চান। তাদের সুবিধার্থে বলে রাখা উচিত।
বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কোন ধরনের ফরমের প্রয়োজন নেই। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জন্ম নিবন্ধন সংশোধন কার্যালয়। তাহলে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করবেন। জন্ম নিবন্ধন সংশোধন ফরম ছাড়াই bdris.gov.bd/br/correction ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে।
আবেদন করার পর আপনাকে একটি জন্ম নিবন্ধন সংশোধন নাম্বার দেওয়া হবে। নম্বরটি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় দাখিল করতে হবে। তারা সবকিছু দেখে যাচাই বাছাই করে আপনাকে পরবর্তী ধাপ গুলো সম্পর্কে আবগত করবে।
জন্ম নিবন্ধন সংশোধন বিষায়ক FAQ
- প্রশ্ন: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম কি?
- উত্তর: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পদ্ধতি জানতে যেকোন ব্রাউজারে bongovasha.com লিখে সার্চ করুন। তারাপর 3 ডট থেকে ই-সেবা ক্যাটাগরি থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম জানতে পারবেন।
- প্রশ্ন: জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড করব কিভাবে?
- উত্তর: জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বর্তমানে কোন ধরনের ফরম এর প্রয়োজন নেই। সুধু মাত্র এই ঠিকানায় গিয়ে bdris.gov.bd/br/correction জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে অনলাইন ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করতে হবে।
- প্রশ্ন: আমার কাছে NID নেই। তাহলে আমি কি জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারব?
- উত্তর: হ্যাঁ, পারবেন। তবে এর জন্য আপনার কাছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রয়োজন হবে।
- প্রশ্ন: আমার কাছে এন আই ডি ও সার্টিফিকেট নেই। তাহলে আমি কি জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবো?
- উত্তর: না, আপনার কাছে অব্যশই কোন না কোন ডকুমেন্ট থাকা লাগবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।