বর্তমান সময়ে লঞ্চ হওয়া 8200mAh দানব আকৃতির স্মার্টফোনিতে রয়েছে 80W শক্তিশালী চার্জার, উন্নত মানের ডিসপ্লে, রিফ্রেশ রেট, পাওয়ারফুল চিপসেট, ফার্স্ট চার্জার এবং অসংখ্য ফিচারস।
আপনি যদি একটি ভালো মানের স্মার্টফোন কিনতে চান। তাহলে ZTE RedMagic Astra স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট চয়েজ হবে। ZTE RedMagic Astra স্মার্টফোনোর সকল ফিচারস ও অফিসিয়াল প্রাইস নিয়ে থাকছে আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
👉ZTE RedMagic Astra স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন:
ZTE RedMagic Astra স্মার্টফোনটি ২০২৫ সালের ১২ জুন মার্কেটে প্রথমবারের মতো লঞ্চ হয়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং Redmagic OS 10.5। এছাড়া এতে থাকছে 9.06 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে এবং 1504×2400 পিক্সেল রেজুলেশন।
ZTE RedMagic Astra স্মার্টফোনটিতে রয়েছে 8200mAh বিশাল বড় ব্যাটারি ও 80W শক্তিশালী চার্জার। ফোনটির বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে front Glass বডি ও aluminum frame এবং aluminum back। স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে 1504 x 2400 পিক্সেল ভিডিও রেজুলেশন।
এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে Chipset, Octa-core CPU, Adreno 830 GPU । ফোনটির ইন্টারনাল স্টোরেজে রয়েছে 256/512 GB / 1TB Storage এবং 12/16/24 GB RAM । বর্তমান জনপ্রিয় তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি মার্কেটে Available রয়েছে। 12GB 256GB / 16GB 512GB / 24GB 1TB ।
স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 MP wide ক্যামেরা ও 9 MP Single Selfie camera । যা বাজেটের তুলনায় খুবই সামান্য। স্মার্টফোনটিতে Loudspeaker থাকলেও থাকছে না 3.5mm jack। ফোনটির কানেক্টিভিটিতে থাকছে WLAN, Bluetooth, USB Type-C । তবে পাবেন না GPS, NFC,FM radio ও Infrared port ।
ZTE RedMagic Astra ফোনটি সিকিউরিটির জন্য থাকছে side-mounted Fingerprint Sensors । 8200mAh বিশাল দানব আকৃতির ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য থাকছে 80W এর শক্তিশালী চার্জার। যার সাহায্যে মাত্র ২২ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করা যাবে স্মার্টফোনটি।
বর্তমানে Starfrost Silver ও Eclipse Black এ দুটি কালারে স্মার্টফোনটি বাজারে মাত্র ৭০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ZTE RedMagic Astra মডেলের স্মার্টফোনটির প্রস্তুতকারী দেশ চায়না।
আমাদের রেটিং
এই রেটিংটি আমাদের এক্সপার্ট টিম দ্বারা প্রদান করা হয়েছে
নোট: ZTE RedMagic Astra মডেলের স্মার্টফোনটি আপডেট বাজার মূল্য ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.mobiledokan.co/product/zte-redmagic-astra/