শ্রীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে 12GB RAM +512GB স্টোরেজ, শক্তিশালী 6500mAh ব্যাটারি যুক্ত Xiaomi স্মার্টফোন

বরাবরের মতোই Xiaomi মডেলের 12GB RAM +512GB স্টোরেজ, শক্তিশালী 6500mAh ব্যাটারি নিয়ে প্রকাশ হতে চলেছে Xiaomi Redmi Note 15 Pro+ স্মার্টফোন।

ফোনটির ডিজাইন, শক্তিশালী ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফোনটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা লাভ করতে চলেছে।‌ তাহলে চলুন দেখে নেওয়া যাক। Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Xiaomi Redmi Note 15 Pro+ স্পেসিফিকেশন:

  • RAM: 8/12
  • ROM: 256GB/512GB
  • Battery: 6500mAh
  • Display: 6.83″ 1280×2772 pixels
  • Camera: 200MP, 1080p
  • O’S: Android 15, HyperOS 2
  • Price: 75,000 Taka (Expected Price)

নিউজ ডেস্ক বঙ্গভাষা:

শ্রীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে Xiaomi কোম্পানির Xiaomi Redmi Note 15 Pro+ স্মার্টফোন। ফোনটির রিলিজ তারিখ 18 December 2025 (Coming soon) সাল এবং ফোনটির প্রত্যাশিত দাম 75,000 টাকা।‌

Xiaomi ফোনটির তৈরিকৃত দেশ China এবং মডেল 2510ERA8BG। ফোনটি মার্কেটে Glacier Blue, Mocha Brown এবং Black কালারের প্রকাশ হতে চলেছে।

ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে কাচ (গরিলা গ্লাস ভিক্টাস ২), পেছনের অংশে কাচ (গরিলা গ্লাস ৭আই) অথবা পেছনের অংশ সিলিকন পলিমার (ইকো লেদার) এবং অ্যালুমিনিয়াম ফ্রেম।

ভেরিয়েন্ট:

Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটি মার্কেটে তিনটি ভেরিয়েন্টে আসতে চলেছে। যেমন:

  1. 8GB 256GB
  2. 12GB 256GB এবং
  3. 12GB 512GB

Battery:

Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটির ওজন 207 গ্ৰাম। ফোনটিতে রয়েছে শক্তিশালী 6500 mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 100 ওয়ার্ডের তারযুক্ত চার্জার ব্যবস্থা। ফোনটিতে 100 ওয়ার্ডের দ্রুত গতিসম্পন্ন চার্জার থাকায় 40 মিনিটেই 100% চার্জ কম্পলিট করা সম্ভব।

ডিসপ্লে:

Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটিতে 6.83 inches AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লের সাইজ 114.5 সেন্টিমিটার। এছাড়াও Screen Protection রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।

এছাড়াও ফোনটিতে থাকছে 1280×2772 pixels রেজুলেশন, 19.5:9 রেটিও, 68B colors, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 nits (peak) ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা।

প্ল্যাটফর্ম:

Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটিতে Qualcomm SM7635-AC Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটি 4 ন্যানো মিটার। ফোনটির অপারেটিং সিস্টেম Android 15, HyperOS 2 ও Adreno 810 জিপিইউ।

প্রধান ক্যামেরা:

ফোনটির প্রধান ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে ডুয়েল ক্যামেরা সেন্সর। প্রধান ক্যামেরা 200MP (wide) +8MP(ultrawide) সেন্সর। প্রধান ক্যামেরায় LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা ফিচারস এবং 4K@24/30fps, 1080p@30/60/120fps ভিডিও তৈরির সুবিধা।

সেলফি ক্যামেরা:

এছাড়াও ফোনটিতে থাকছে 32 MP (wide) সেলফি ক্যামেরা, 1080p@ 30/60fps ভিডিও রেকর্ডিং এবং সেলফি ক্যামেরায় এইচডিআর, প্যানোরামা ফিচারস।

নিরাপত্তা:

Xiaomi Redmi Note 15 Pro+ ফোনটির নিরাপত্তার জন্য থাকছে Fingerprint (under display, optical) সেন্সর।

নেটওয়ার্ক ও সংযোগ:

ফোনটিতে GSM / HSPA / LTE / 5G টেকনোলজি, ডুয়েল সিম কার্ড ব্যবহার, 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, HSPA, LTE, 5G স্পীড এবং ফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা নেই।

এছাড়াও ফোনটিতে আরোও থাকছে লাইডস্পীকার, 3.5mm jack, Wi-Fi 802, ব্লুটুথ কানেকশন 5.4, জিপিএস সুবিধা, USB Type-C 2.0 এবং OTG ক্যাবল।

তথ্য সুত্রঃ Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading